১. "ওরে ওই স্তব্ধ চরাচর !" — 'চরাচর' স্তব্ধ কেন ? [মাধ্যমিক-২০১৮]
উঃ- প্রলয়ঙ্কর শিবের অট্টরোলের হট্টগোলে চরাচর স্তব্ধ ।
২. "প্রলয় বয়েও আসছে হেসে"— 'প্রলয়' বহন করেও হাসির কারণ কী ? [মাধ্যমিক-২০১৯]
উঃ- প্রলয় বহন করেও হাসির কারণ হল প্রলয়ের মধ্যেই সৃষ্টির উল্লাস রয়েছে ।
******