বঙ্গানুবাদ (Translate into Bengali)

Submitted by avimanyu pramanik on Sat, 08/28/2021 - 06:56

১. One day a dog stole a piece of meat from a butcher shop. He was crossing over a bridge. Suddenly, he saw his own shadow in the water. He thought that there was another dog and he had a bigger piece of meat.      [মাধ্যমিক-২০১৭]

উঃ- একদিন একটা কুকুর এক কসাইখানা থেকে একটুকরো মাংস চুরি করেছিল । সে একটা সেতু অতিক্রম করছিল । হঠাৎ সে দেখতে পেল জলে তার নিজেরই প্রতিবিম্ব পড়েছে । সে ভাবল যে এটা আরেকটা কুকুর এবং এর কাছে আরো বড় একটা মাংস খন্ড রয়েছে ।

২. The teachers are regarded as the backbone of the society. They build the future citizens of country. They love students as their children. The teachers always encourage and inspire us to be good and great in life.    [মাধ্যমিক-২০১৮]

 উঃ- শিক্ষকেরা সমাজের মেরুদণ্ড হিসাবে সম্মানিত হয়ে থাকে । তাঁহারা দেশের ভবিষ্যৎ নাগরিক গঠন করেন । তাঁহারা নিজেদের সন্তানের মতো ছাত্রদের স্নেহ করেন । শিক্ষকেরা আমাদেরকে সবসময় ভালো এবং জীবনে মহৎ হওয়ার জন্য উৎসাহ দিয়ে থাকেন ।     

৩. One day a fox was going beside the vine yard. He saw the ripe grapes hanging from a vine. He jumped but did not reach it. Because they wear beyond his reach.      [মাধ্যমিক-২০১৯]

উঃ একদিন একটি শিয়াল একটি আঙ্গুর ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিল । সে দেখেছিল যে, একটা গাছ থেকে পাকা আঙুর ঝুলছে । শিয়ালটি  লাফ দিল কিন্তু লক্ষ্যে পৌঁছতে পারল না কারণ সেগুলো তার নাগালের বাইরে ছিল ।

 

Comments

Related Items

"বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে ।" — এই বাধা দূর করতে লেখক কী কী পরামর্শ দিয়েছেন, তা আলোচনা করো ।

প্রশ্ন:- "বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে ।" — এই বাধা দূর করতে লেখক কী কী পরামর্শ দিয়েছেন, তা আলোচনা করো

"সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান"— প্রবন্ধ অনুসরণে মন্তব্যটির বিশ্লেষণ কর ।

প্রশ্ন:- "সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান"— প্রবন্ধ অনুসরণে মন্তব্যটির বিশ্লেষণ কর ।

"আমরা কালিও তৈরি করতাম নিজেরাই।"— প্রবন্ধ অনুসরণে কালি তৈরি পর্বের বর্ণনাটি নিজের ভাষায় লেখ ।

প্রশ্ন:- "আমরা কালিও তৈরি করতাম নিজেরাই।"— প্রবন্ধ অনুসরণে কালি তৈরি পর্বের বর্ণনাটি নিজের ভাষায় লেখ ।

"আমরা কালিও তৈরি করতাম নিজেরাই ।" — কারা কালি তৈরি করতেন ? তাঁরা কীভাবে কালি তৈরি করতেন ?

প্রশ্ন:- "আমরা কালিও তৈরি করতাম নিজেরাই ।" — কারা কালি তৈরি করতেন ? তাঁরা কীভাবে কালি তৈরি করতেন ?

উঃ- প্রাবন্ধিক শ্রীপান্থ ও তাঁর সতীর্থরা কালি তৈরি করতেন ।

"আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে ।" — কোন জিনিস আজ অবলুপ্তির পথে ? এই অবলুপ্তির কারণ কী ? এ বিষয়ে লেখকের মতামত কী ?

প্রশ্ন:- "আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে ।" — কোন জিনিস আজ অবলুপ্তির পথে ? এই অবলুপ্তির কারণ কী ? এ বিষয়ে লেখকের মতামত কী ?