নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিষয়ে প্রতিবেদন রচনা কর

Submitted by avimanyu pramanik on Sat, 08/14/2021 - 08:24

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিষয়ে প্রতিবেদন রচনা কর ।

নিজস্ব সংবাদদাতা, বেলতলা রোড, কলকাতা, ৪ঠা নভেম্বর, ২০২০:

অতিমারি করোনা ভাইরাসের দাপটে বিশ্ববাজারের অর্থনীতিতে এক ভয়ঙ্কর মন্দা দেখা দিয়েছে । আমাদের দেশের অর্থনীতিরও বেহাল অবস্থা । দেশের বেশিরভাগ কলকারখানা বন্ধ, যানবাহন, রেল পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় দৈনন্দিন জীবনযাত্রায় তার প্রভাব পড়েছে । বেশি করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যোগান ঠিকমতো না থাকায় এবং অসাধু ব্যবসায়ীদের অসহযোগিতার কারণে নিত্যপয়োজনীয় জিনিসপত্রের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে গেছে । বহু মানুষ চাকরি হারিয়েছে, বহু মানুষের রোজগারের পথ বন্ধ হয়ে যাওয়ায় তাদের পরিবার পরিজনদের মুখে দু'বেলা দু'মুঠো অন্ন তুলে দেওয়ার এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে । এইরকম অবস্থায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য উত্তরোত্তর বৃদ্ধির ফলে সাধারণ মানুষ আরও অসহায় হয়ে পড়েছে । এই বিষয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকার যদি অবিলম্বে সাধারণ মানুষের পাশে এসে না দাঁড়ায়, তাহলে দেশে চরম অবস্থার সম্মুখীন হবে । সুতরাং কেন্দ্র ও রাজ্য সরকারের এই বিষয়ে সজাগ দৃষ্টি আকর্ষণ করছি ।

***/

Comments

Related Items

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - আফ্রিকা

১. আদিম যুগে স্রষ্টার কার প্রতি অসন্তোষ ছিল ? — (ক) দয়াময় দেবতার প্রতি (খ) কবির সংগীতের প্রতি (গ) নিজের প্রতি (ঘ) ধরিত্রীর প্রতি ২. "সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী"— 'সভ্যতার শেষ পূর্ণবাণী'— (ক) বিদ্বেষ ত্যাগ করো (খ) ক্ষমা করো (গ) ভালোবাস (ঘ) মঙ্গল করো

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - হারিয়ে যাওয়া কালি কলম

১. পালকের কলমের ইংরেজি নাম হল — (ক) স্টাইলাস (খ) ফাউন্টেন পেন (গ) কুইল (ঘ) রিজার্ভার পেন ২. কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন — (ক) প্রাবন্ধিক (খ) দার্শনিক (গ) গল্পকার (ঘ) নাট্যকার

সিরাজদ্দৌলা

[দরবার কক্ষ । সিরাজ সিংহাসনে উপবিষ্ট । কর্মচারীরা যথাস্থানে উপবিষ্ট । সভাসদদের মাঝে মীরজাফর, মোহনলাল, মীরমদন, রায়দুর্লভ একদিকে— অন্যদিকে রাজবল্লভ, জগৎশেঠ, ওয়াটস, মঁসিয়ে লা দণ্ডায়মান । গোলাম হোসেন যথারীতি নবাবের পায়ের কাছে বসিয়া আছে ।]

পথের দাবী

পুলিশ-স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল, সুমুখের হলঘরে জন-ছয়েক বাঙালি মোট-ঘাট লইয়া বসিয়া আছে, জগদীশবাবু ইতিমধ্যেই তাহাদের টিনের তোরঙ্গ ও ছোটৈ-বড়ো পুঁটলি খুলিয়া তদারক শুরু করিয়া দিয়াছেন । শুধু যে লোকটির প্রতি তাঁহার অত্যন্ত সন্দেহ হইয়াছে তাহাকে আর একটা ঘরে আটকাইয়া রাখা হইয়াছে ।

অদল বদল

হোলির দিনের পড়ন্ত বিকেল । নিম গাছের নীচে গাঁয়ের একদল ছেলে জড়ো হয়ে ধুলো ছোড়াছুড়ি করে খেলছিল । হাত ধরাধরি করে অমৃত ও ইসাব ওদের কাছে এল । দুজনের গায়েই সেদিনকার তৈরি নতুন জামা ।