নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিষয়ে প্রতিবেদন রচনা কর

Submitted by avimanyu pramanik on Sat, 08/14/2021 - 08:24

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিষয়ে প্রতিবেদন রচনা কর ।

নিজস্ব সংবাদদাতা, বেলতলা রোড, কলকাতা, ৪ঠা নভেম্বর, ২০২০:

অতিমারি করোনা ভাইরাসের দাপটে বিশ্ববাজারের অর্থনীতিতে এক ভয়ঙ্কর মন্দা দেখা দিয়েছে । আমাদের দেশের অর্থনীতিরও বেহাল অবস্থা । দেশের বেশিরভাগ কলকারখানা বন্ধ, যানবাহন, রেল পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় দৈনন্দিন জীবনযাত্রায় তার প্রভাব পড়েছে । বেশি করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যোগান ঠিকমতো না থাকায় এবং অসাধু ব্যবসায়ীদের অসহযোগিতার কারণে নিত্যপয়োজনীয় জিনিসপত্রের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে গেছে । বহু মানুষ চাকরি হারিয়েছে, বহু মানুষের রোজগারের পথ বন্ধ হয়ে যাওয়ায় তাদের পরিবার পরিজনদের মুখে দু'বেলা দু'মুঠো অন্ন তুলে দেওয়ার এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে । এইরকম অবস্থায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য উত্তরোত্তর বৃদ্ধির ফলে সাধারণ মানুষ আরও অসহায় হয়ে পড়েছে । এই বিষয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকার যদি অবিলম্বে সাধারণ মানুষের পাশে এসে না দাঁড়ায়, তাহলে দেশে চরম অবস্থার সম্মুখীন হবে । সুতরাং কেন্দ্র ও রাজ্য সরকারের এই বিষয়ে সজাগ দৃষ্টি আকর্ষণ করছি ।

***/

Comments

Related Items

বাংলা ভাষায় বিজ্ঞান

যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের মোটামুটি দুই শ্রেণিতে ভাগ করা যেতে পারে । প্রথম, যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে । অল্পবয়স্ক ছেলেমেয়ে এবং অল্পশিক্ষিত বয়স্ক লোক এই শ্রেণিতে পড়ে । দ্বিতীয়, যারা ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান পড়েছে ।

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - অসুখী একজন

১. "তারা আর স্বপ্ন দেখতে পারল না ।" — কারা স্বপ্ন দেখতে পারল না ? [মাধ্যমিক - ২০২০] (ক) সেই মেয়েটি (খ) গির্জার নান (গ) কবিতার কথক (ঘ) শান্ত হলুদ দেবতারা ।

নদীর বিদ্রোহ

আজ তার মনে হইল কী প্রয়োজন ছিল ব্রিজের ? বোধহয়, এই প্রশ্নের জবাব দিবার জন্যই পিছন হইতে ৭নং ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি নদেরচাঁদকে পিষিয়া দিয়া চলিয়া গেল ছোটো স্টেশনটির দিকে, নদেরচাঁদ চার বছর যেখানে স্টেশন মাস্টারি করিয়াছে এবং বন্দি নদীকে ভালোবাসিয়াছে ।

অস্ত্রের বিরুদ্ধে গান

অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো পায়ে আমি এখন রাজার হাতে পায়ে এগিয়ে আসি, উঠে দাঁড়াই হাত নাড়িয়ে বুলেট তাড়াই

সিন্ধুতীরে

কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা দিব্য পুরী সমুদ্র মাঝার । অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ সত্য ধর্ম সদা সদাচার ।।