শুক্রাশয় নিঃসৃত হরমোন (Hormones secreted from Testis)
টেস্টোস্টেরন (Testosteron)
টেস্টোস্টেরনের ক্ষরণস্থল :- শুক্রাশয়ের লেডিগের আন্তরকোষ থেকে টেস্টোস্টেরন নামক হরমোন নিঃসৃত হয় ।
টেস্টোস্টেরনের কাজ :-
(ক) টেস্টোস্টেরন হরমোন পুরুষ দেহে যৌনাঙ্গের বিকাশ ঘটাতে সাহায্য করে ।
(খ) এই হরমোন পুরুষদেহে দাঁড়ি-গোঁফ এবং বুক, তলপেট, ও বগলে কেশদ্গমসহ দেহে অন্যান্য গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশে সাহায্য করে ।
(গ) টেস্টোস্টেরন হরমোন শুক্রাণু উত্পাদন ক্রিয়া অব্যাহত রাখে ।
(ঘ) এই হরমোন শুক্রাণুর আয়ু এবং তার গর্ভাধান ক্ষমতা বাড়ায় ।
(ঙ) টেস্টোস্টেরন হরমোনের অভাবে পুরুষদের গৌণ যৌন লক্ষণ প্রকাশ পায় না ।
(চ) টেস্টোস্টেরন হরমোন ক্ষরণের ফলে BMR বেড়ে যাওয়ায় দেহের অস্থি ও পেশিসহ অন্যান্য অঙ্গের বৃদ্ধি ঘটে ।
(ছ) এই হরমোন রক্তের RBC উৎপাদনে সাহায্য করে ।
*****
- 5418 views