ড্রসোফিলার একসংকর জননের পরীক্ষা

Submitted by arpita pramanik on Wed, 12/19/2012 - 12:37

ড্রসোফিলার একসংকর জননের পরীক্ষা (Monohybrid cross in Drosophila)

বংশগতি সংক্রান্ত পরীক্ষায় ড্রসোফিলার [Drosophila] গুরুত্ব:- বংশগতির গবেষণা কাজে ড্রসোফিলার নিম্নলিখিত সুবিধা আছে, যেমন :

[১] এদের যৌন দ্বিরূপতা বর্তমান এবং সহজে সংকরায়ণ ঘটানো যায় ।

[২] প্রচুর সংখ্যক বৈপরীত্যুযুক্ত বৈশিষ্ট্য বর্তমান ।

[৩] সহজে এদের প্রতিপালন করা যায় এবং অত্যন্ত কম সময়ে (মাত্র প্রায় ১০ দিনে ) এদের জীবনচক্র সম্পন্ন হয় ।

[৪] পুরুষ প্রাণীতে ক্রসিং ওভার ঘটে না, ফলে লিংকেজ সংক্রান্ত গবেষণায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে ।

ড্রসোফিলার একসংকর জননের পরীক্ষা (Monohybrid cross in Drosophila)

ড্রসোফিলাতে স্বাভাবিক ধূসর রং (grey = e+) কালো রং -এর (ebony = e) সাপেক্ষে প্রকট এবং স্বাভাবিক দৈর্ঘ্যের লম্বা ডানা (long = vg+), লুপ্তপ্রায় ডানার [vestigial = vg] সাপেক্ষে প্রকট

একটি ধূসর বর্ণের পুরুষ ড্রসোফিলার সাথে একটি কালো রং -এর স্ত্রীর সংকরায়ণের ফলে F1 -এ সব অপত্যই ধূসর রং -এর হয় এবং তাদের সংকরায়ণের ফলে F2 জনুতে ধূসর এবং কালো রঙের ড্রসোফিলা 3 : 1 অনুপাতে পাওয়া যায় । অর্থাৎ অপরপক্ষে, কালো রং - এর পুরুষের সাথে ধূসর বর্ণের স্ত্রীর সংকরায়ণের ফলে F1 এবং F2 -তে একই ফল পাওয়া যায় । যেহেতু ড্রসোফিলাতে স্বনিষেক ঘটে না, তাই F1 অপত্যগুলির মধ্য থেকেই পুরুষ ও স্ত্রী প্রাণীর সংকরায়ণ করা হয় ।

*****

Related Items

ইনসুলিন (Insulin)

অগ্ন্যাশয়ে অবস্থিত আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস নামক অন্তঃক্ষরা গ্রন্থির বিটা কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয় । অগ্ন্যাশয় অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা উভয় গ্রন্থির সংমিশ্রণে গঠিত হওয়ায় অগ্ন্যাশয়কে মিশ্রগ্রন্থি বলে । অগ্ন্যাশয়ের আলফা কোষ থেকে গ্লুকাগন হরমোন নিঃসৃত হয় । ...

মানবদেহে বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি : পিটুইটারি গ্রন্থি

পিটুইটারি মানবদেহের সবচেয়ে ছোটো কিন্তু সবচেয়ে শক্তিশালী অনাল গ্রন্থি । ওজন মাত্র 500 mg. । এই গ্রন্থি নিঃসৃত হরমোনগুলি, অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির নিঃসরণকে নিয়ন্ত্রণ করে বলে একে মুখ্য গ্রন্থি বা প্রভু গ্রন্থি বলে । পিটুইটারি গ্রন্থি মস্তিষ্কের মূলদেশে স্ফেনয়েড অস্থির সেলা-টারসিকা প্রকোষ্ঠে ...

প্রাণী-হরমোন ও উৎস

প্রাণীদেহে অবস্থিত অন্তঃক্ষরা বা অনালগ্রন্থি থেকে হরমোন ক্ষরিত হয় । অমেরুদণ্ডী প্রাণীদের স্নায়ুগ্রন্থিতে অবস্থিত নিউরোসিক্রেটরি কোষগুলো থেকে হরমোন নিঃসৃত হয় । প্রাণীদের নিউরোসিক্রেটরি কোষ থেকে নিঃসৃত হরমোনকে নিউরো হরমোন বলে । যেসব গ্রন্থির ক্ষরিত রস নালির মাধ্যমে ...

কৃষিকার্যে কৃত্রিম উদ্ভিদ-হরমোনের ব্যবহারিক প্রয়োগ

উদ্ভিদদেহে স্বাভাবিক হরমোন উত্পন্ন হলেও বর্তমানে কৃত্রিম হরমোন ও তৈরি হচ্ছে । এই সব কৃত্রিম হরমোনের মধ্যে ইন্ডোল বিউটারিক অ্যাসিড, ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড, ডাই-ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড প্রভৃতি প্রধান । কৃত্রিম হরমোনগুলি কম পরিমাণে বেশি কার্যকরী ...

উদ্ভিদ হরমোন - জিব্বেরেলিন

অক্সিনের মতো জিব্বেরেলিনও উদ্ভিদের একরকম গুরুত্বপূর্ণ হরমোন । এটি একরকমের টারপিনয়েড জাতীয় নাইট্রোজেনবিহীন জৈব অম্ল । জিব্বেরেলিন প্রধানত কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে গঠিত । জিব্বেরেলিনের রাসায়নিক নাম জিব্বেরেলিক অ্যাসিড । এরা বর্ণহীন ও গন্ধহীন ...