গিনিপিগের দ্বি-সংকর জননের পরীক্ষা

Submitted by arpita pramanik on Tue, 12/18/2012 - 23:11

গিনিপিগের দ্বি-সংকর জননের পরীক্ষা (Dihybrid cross in Guineapig)

মেন্ডেলের দ্বি-সংকর জনন প্রক্রিয়াটি প্রাণীদেহেও ঘটানো যেতে পারে । একটি বিশুদ্ধ প্রলক্ষণযুক্ত কালো (রঙ) ও অমসৃণ (রোম) গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ প্রলক্ষণযুক্ত সাদা (রঙ) ও মসৃণ (রোম) গিনিপিগের (P জনু) সংকরায়ণ ঘটালে প্রথম অপত্য (F1) জনুতে সব কালো ও অমসৃণ গিনিপিগ সৃষ্টি হবে; কারণ কালো এবং অমসৃণ প্রকট গুণসম্পন্ন ।  F1 জনুর দু'টি গিনিপিগের মধ্যে আবার সংকরায়ণ ঘটালে দ্বিতীয় অপত্য জনু বা F2 জনুতে 9 ভাগ কালো ও অমসৃণ,  3 ভাগ কালো ও মসৃণ,  3 ভাগ সাদা ও অমসৃণ এবং 1 ভাগ সাদা ও মসৃণ গিনিপিগের সৃষ্টি হবে ।

কালো রং -এর জন্য B এবং অমসৃণের জন্য R ধরা হলে কালো ও অমসৃণ গিনিপিগের জিনোটাইপ হবে BBRR; একই ভাবে সাদা রং -এর জন্য b এবং মসৃণের জন্য r ধরা হলে সাদা ও মসৃণ গিনিপিগের জিনোটাইপ হবে bbrr (P জনু) । উভয় গিনিপিগের সংকরায়ণ ঘটানোর ফলে F1 জনুতে যে সংকর কালো ও অমসৃণ গিনিপিগ সৃষ্টি হয়েছিল তাদের জিনোটাইপ ছিল BbRr । F1 জনুর গিনিপিগগুলো হেটেরোজাইগাস এবং এদের থেকে চার রকমের করে গ্যামেট সৃষ্টি হয় । এই গ্যামেটগুলি হ'ল —BR,  Br, bR এবং br । F1 জনুতে উদ্ভুত চার রকমের পুং ও স্ত্রী-গ্যামেটের মিলনের ফলে 16 রকমের গিনিপিগ সৃষ্টি হবে ।

দ্বিতীয় অপত্য জনুর (F2) ফিনোটাইপগত অনুপাত:-

 দ্বিতীয় অপত্য জনুর (F2) ফিনোটাইপগত অনুপাত হল কালো অমসৃণ : কালো মসৃণ  : সাদা অমসৃণ : সাদা মসৃণ =  9 : 3 : 3 : 1

দ্বিতীয় অপত্য জনুর (F2) জিনোটাইপগত অনুপাত:-

দ্বিতীয় অপত্য জনুর (F2) জিনোটাইপগত অনুপাত হল BBRR : BBRr : BbRR : BbRr : BBrr : Bbrr : bbRR :bbRr : bbrr = 1 : 2 : 2 : 4 : 1 : 2 : 1 : 2 : 1

জনু সংখ্যা   ফিনোটাইপ  জিনোটাইপ

জিনোটাইপগত

অনুপাত

ফিনোটাইপগত

অনুপাত

F2 1. কালো, অমসৃণ

BBRR

BBRr

BbRR

BbRr

1

2

2

4

9
2. কালো, মসৃণ

BBrr

Bbrr

1

2

3
3. সাদা, অমসৃণ

bbRR

bbRr

1

2

3
4 সাদা, মসৃণ bbrr 1 1

*****

Related Items

ইনসুলিন (Insulin)

অগ্ন্যাশয়ে অবস্থিত আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস নামক অন্তঃক্ষরা গ্রন্থির বিটা কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয় । অগ্ন্যাশয় অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা উভয় গ্রন্থির সংমিশ্রণে গঠিত হওয়ায় অগ্ন্যাশয়কে মিশ্রগ্রন্থি বলে । অগ্ন্যাশয়ের আলফা কোষ থেকে গ্লুকাগন হরমোন নিঃসৃত হয় । ...

মানবদেহে বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি : পিটুইটারি গ্রন্থি

পিটুইটারি মানবদেহের সবচেয়ে ছোটো কিন্তু সবচেয়ে শক্তিশালী অনাল গ্রন্থি । ওজন মাত্র 500 mg. । এই গ্রন্থি নিঃসৃত হরমোনগুলি, অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির নিঃসরণকে নিয়ন্ত্রণ করে বলে একে মুখ্য গ্রন্থি বা প্রভু গ্রন্থি বলে । পিটুইটারি গ্রন্থি মস্তিষ্কের মূলদেশে স্ফেনয়েড অস্থির সেলা-টারসিকা প্রকোষ্ঠে ...

প্রাণী-হরমোন ও উৎস

প্রাণীদেহে অবস্থিত অন্তঃক্ষরা বা অনালগ্রন্থি থেকে হরমোন ক্ষরিত হয় । অমেরুদণ্ডী প্রাণীদের স্নায়ুগ্রন্থিতে অবস্থিত নিউরোসিক্রেটরি কোষগুলো থেকে হরমোন নিঃসৃত হয় । প্রাণীদের নিউরোসিক্রেটরি কোষ থেকে নিঃসৃত হরমোনকে নিউরো হরমোন বলে । যেসব গ্রন্থির ক্ষরিত রস নালির মাধ্যমে ...

কৃষিকার্যে কৃত্রিম উদ্ভিদ-হরমোনের ব্যবহারিক প্রয়োগ

উদ্ভিদদেহে স্বাভাবিক হরমোন উত্পন্ন হলেও বর্তমানে কৃত্রিম হরমোন ও তৈরি হচ্ছে । এই সব কৃত্রিম হরমোনের মধ্যে ইন্ডোল বিউটারিক অ্যাসিড, ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড, ডাই-ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড প্রভৃতি প্রধান । কৃত্রিম হরমোনগুলি কম পরিমাণে বেশি কার্যকরী ...

উদ্ভিদ হরমোন - জিব্বেরেলিন

অক্সিনের মতো জিব্বেরেলিনও উদ্ভিদের একরকম গুরুত্বপূর্ণ হরমোন । এটি একরকমের টারপিনয়েড জাতীয় নাইট্রোজেনবিহীন জৈব অম্ল । জিব্বেরেলিন প্রধানত কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে গঠিত । জিব্বেরেলিনের রাসায়নিক নাম জিব্বেরেলিক অ্যাসিড । এরা বর্ণহীন ও গন্ধহীন ...