A. অক্সিজেন চক্র (Oxygen Cycle)
সংজ্ঞা – যে চক্রাকার পদ্ধতিতে পরিবেশ থেকে অক্সিজেন জীব জগৎ কর্তিক গ্রহিত হয় এবং জীব জগৎ থেকে পরিবেশে অক্সিজেনের মুক্তি ঘটে বাতাসে অক্সিজেনের স্বাভাবিক মাত্রা বজায় রাখে, তাকে অক্সিজেন চক্র বলে ।
অক্সিজেন চক্রের বিন্যস ধারা
১৷ নির্গম পথ – যে ভৌত রাসায়নিক ও জৈবিক ক্রিয়ায় জীব জগৎ থেকে পরিবেশে অক্সিজেনের মুক্তি ঘটে, তাকে বলে নির্গম পথ ।
(ক) ভৌত ক্রিয়া – মহাশূন্যে ওজন গ্যাস সূর্যালোকে ও তাপের প্রভাবে বিয়োজিত হয়ে অক্সিজেন নির্গত করে ।
(খ) রাসায়নিক ক্রিয়া – বজ্রপাত ও বিদ্যুৎ স্ফুলিঙ্গের প্রভাবে জলীয় বাষ্প বিশ্লিষ্ট হয়ে অক্সিজেন নির্গত করে ।
(গ) জৈবিক ক্রিয়া – সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সূর্যালোক ও ক্লোরোফিলের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড ও জলের সহযোগে গ্লুকোজ উৎপাদন কালে বাতাসে অক্সিজেন মুক্ত করে ।
২৷ আগম পথ – যে ভৌত, রাসায়নিক ও জৈবিক ক্রিয়া পথে জীব জগৎ কর্তিক পরিবেশ থেকে অক্সিজেন গৃহিত হয়, তাকে আগম পথ বলে ।
(ক) ভৌত ক্রিয়া – বাতাসের অক্সিজেন পুকুর নদী সমুদ্রের জলে দ্রবীভূত হয়ে অবস্থান করে এবং জলজ উদ্ভিদ ও প্রাণী জল থেকে অক্সিজেন গ্রহণ করে শ্বাসকার্য চালায় ।
(খ) রাসায়নিক ক্রিয়া – বাতাসের অক্সিজেন বিভিন্ন ধাতব মৌলের সাথে যুক্ত হয়ে অক্সাইড গঠন করে, মরিচা এই রূপ একটি ধাতব অক্সাইড, এছাড়া জ্বালানির দহনে অক্সিজেন ব্যবহৃত হয় ।
(গ) জৈবিক ক্রিয়া – উদ্ভিদ ও প্রাণী বাতাসের অক্সিজেন গ্রহণ করে শ্বাসকার্য চালায় এবং গ্লুকোজ খাদ্যের জারণ ঘটিয়ে ATP ও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে ।
*****
- 5240 views