পরিবেশ, বাস্তুতন্ত্র ও সংরক্ষণ

Submitted by arpita pramanik on Mon, 04/25/2011 - 15:05

পরিবেশ, বাস্তুতন্ত্র ও সংরক্ষণ (Environment, Ecosystem and Conservation) :

পরিবেশ (Environment)

সংজ্ঞা - কোনো জীবের পারিপার্শ্বিক ভৌত ও রাসায়নিক অবস্থা এবং সজীব উপাদানকে সামগ্রিক ভাবে পরিবেশ বলে । 

বায়ুর উপাদান (Components of Air)

প্রতিটি 100% বায়ুতে আয়তন অনুপাতে  নিম্নলিখিত উপাদান গুলি থাকে ।

নাইট্রোজেন [tex]\left( {{N_2}} \right) \to [/tex]77.17%

অক্সিজেন [tex]\left( {{O_2}} \right) \to [/tex]20.60%

কার্বন ডাই অক্সাইড [tex]\left( {C{O_2}} \right) \to [/tex]0.03%

জলীয় বাষ্প [tex]\left( {{H_2}O} \right) \to [/tex]1.40%

আন্যান্য গ্যাস [tex] \to [/tex]0.80%

 

জৈব ভূ-রাসায়নিক চক্র (Bio-geo-chemical cycle)

সংজ্ঞা – যে চক্রাকার পথে জীবদেহ গঠনোপযোগী রাসায়নিক মৌল গুলি ( C, H, O, N, P, S, Ca ইত্যাদি ) পরিবেশ থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে পরিবেশে আবর্তিত হয় তাকে জৈব ভূ-রাসায়নিক চক্র বলে ।

পরিবেশে মৌল উপাদানের ঘাটতি ঘটে না কেন ?

পরিবেশে মৌল উপাদানের ঘাটতি না হওয়ার প্রধান কারণ হল জীব থেকে পরিবেশে এবং পরিবেশ থেকে জীব দেহে উপাদান সমূহের প্রবাহ অব্যাহত থাকে ।

১৷ নির্গম পথ – জীব দেহ থেকে মৌল উপাদানের সমূহের পরিবেশে নির্গত হওয়াকে নির্গম পথ বলে । জীবের শ্বসন রেচন এবং মৃত্যুতে মৌল উপাদান সমূহ জীব জগৎ থেকে পরিবেশে ফিরে আসে । এ ছাড়া ভৌত রাসায়নিক ও জৈবিক ক্রিয়ায় নির্গম পথ সংগঠিত হয় ।

২৷ আগম পথ – পরিবেশ থেকে মৌল উপাদান সমূহের জীব জগতে প্রবেশকে আগম পথ বলে । জীবের সালোকসংশ্লেষ, শ্বসন নাইট্রোজেন সংবদ্ধ প্রভৃতি ক্রিয়ায় মৌলিক উপাদান সমূহ পরিবেশ থেকে জীবদেহে প্রবেশ করে । এছাড়া আগম পথও ভৌত, রাসায়নিক ও জৈবিক ক্রিয়ায় সংগঠিত হয়।

জৈব ভূ-রাসায়নিক চক্রের প্রকারভেদ

জৈব ভূ-রাসায়নিক চক্র প্রধানত দুই প্রকার । যথা – গ্যাসীয় প্রকৃতির (Gaseous type) এবং পলল প্রকৃতির (Sedimentary type) ।

 

কার্বন , অক্সিজেন ও নাইট্রোজেন চক্রের প্রয়োজনীয়তা

কার্বন চক্রের তাৎপর্য

কার্বন চক্রের মাধ্যমে প্রকৃতিতে কার্বনের ভারসাম্য বজায় থাকে এবং প্রকৃতির কার্বনের ভাণ্ডার কখনও শূন্য হয় না । ফলে বিশ্বে জীব কুলের অস্তিত্ব বজায় থাকে ।

 

অক্সিজেন চক্রের তাৎপর্য

১৷ জীবদেহে বিপাক ক্রিয়া নিয়ন্ত্রনের জন্য যে অফুরন্ত শক্তির প্রয়োজন তা প্রধানত শ্বসন ক্রিয়ার ফলে সৃষ্টি হয় । শ্বসন ক্রিয়ার জন্য প্রতিটি জীব কোষে অনবরত অক্সিজেন সরবরাহ প্রয়োজন । জীব কর্তিক অনবরত অক্সিজেন গ্রহণের ফলে, অক্সিজেন গ্যাস নিঃশেষ হয়ে যেত । কিন্তু অক্সিজেন চক্রের মাধ্যমে পরিবেশে অক্সিজেনের ভাণ্ডার কখনও শূন্য হয় না । সুতরাং পরিবেশে অক্সিজেনের ভারসাম্য বজায় রাখা অক্সিজেন চক্রের প্রধান তাৎপর্য । 

২৷ অক্সিজেন চক্র পরোক্ষভাবে কার্বন চক্রের ভারসাম্য বজায় রাখে । জৈব বস্তুর দহন ও জারনের জন্য অক্সিজেনের উপস্থিতি একান্ত প্রয়োজন । অক্সিজেন জৈব বস্তুকে জারিত করে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে । ফলে পরিবেশে কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য কখনও শূন্য হয় না ।

৩৷ বিভিন্ন ভৌত ও জীবজ ক্রিয়ায় উৎপন্ন অক্সিজেন কিছু ওজন গ্যাসে রূপান্তরিত হয়ে বায়ুমণ্ডলের উপরিভাগে ওজনস্ফিয়ার নামে একরকম আবরন স্তর সৃষ্টি করে । যা ক্ষতিকারক বিভিন্ন রকম মহাজাগতিক রশ্মি এবং সূর্যালোকের অতি বেগুনী রশ্মিকে শোষণ করে জীব জগতৎকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে ।

 

নাইট্রোজেনের তাৎপর্য

১৷ নাইট্রোজেন চক্রের মাধ্যমে প্রকৃতিতে নাইট্রোজেনের ভারসাম্য বজায় থাকে ।

২৷ জীবদেহের কোষ গঠনের জন্য যে নাইট্রোজেনের প্রয়োজন হয় তা নাইট্রোজেন চক্রের মাধ্যমেই জীবদেহে পরিবাহিত হয় । ফলে যুগ যুগ ধরে জীবকুলের চিরস্থায়িত্ব বজায় থাকে ।

*****

Related Items

Class IX Life Science Study Reference

জীবন বিজ্ঞান, নবম শ্রেণির জন্য, সালোকসংশ্লেষ ও শ্বসন, পুষ্টি, পরিপাক, বিপাক, সংবহন, চলন ও গমন, পরিবেশ, বায়ুতন্ত্র ও সংরক্ষন, পরিবেশে অক্সিজেন চক্র, পরিবেশে কার্বন চক্র, পরিবেশে নাইট্রোজেন চক্র