ছোটো প্রশ্নোত্তর : মুঘল আমলে শিল্প ও বাণিজ্য

Submitted by avimanyu pramanik on Tue, 02/21/2012 - 19:49

ছোটো প্রশ্ন ও উত্তর - মুঘল আমলে শিল্প ও বাণিজ্য

প্রশ্ন:- ভারতবর্ষে ফরাসিদের একটি বাণিজ্যকেন্দ্রের নাম বল ?

উত্তর:- ভারতবর্ষে ফরাসিদের একটি বাণিজ্যকেন্দ্রের নাম হল পন্ডিচেরী

প্রশ্ন:- কোন কোন বিদেশি পর্যটকদের বিবরণ থেকে মোগল যুগের ব্যবসাবাণিজ্য সম্পর্কে জানা যায় ?

উত্তর:- বার্নিয়ার, টেভার্নিয়ার, মানুচি, রালফ, ফিচ, প্রভৃতি বিদেশি পর্যটকদের বিবরণ থেকে মোগল যুগের ব্যবসাবাণিজ্য সম্পর্কে জানা যায় ।

প্রশ্ন:- মোগল যুগে পশ্চিম ভারতের একটি শিল্প বন্দরের নাম কী ?

উত্তর:- মোগল যুগে পশ্চিম ভারতের একটি শিল্প বন্দরের নাম হল সুরাট

প্রশ্ন:- মধ্যযুগে কোন পণ্য , ভারতবর্ষ থেকে বিদেশে রপ্তানি হত  ?

উত্তর:- মধ্যযুগে প্রধানত সুতি বস্ত্র ভারতবর্ষ থেকে বিদেশে রপ্তানি হত ।

প্রশ্ন:- ভাস্কো-ডা-গামা কোন বছর কালিকট বন্দরে এসে পৌঁছান ?

উত্তর:- ১৪৯৮ খ্রিস্টাব্দে ভাস্কো-ডা-গামা কালিকট বন্দরে এসে পৌঁছান ।

প্রশ্ন:- ১৫০০ খ্রিস্টাব্দে কোন পর্তুগিজ নাবিক ভারতে আসেন ?

উত্তর:- ১৫০০ খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক ক্যাব্রাল ভারতে আসেন ।

প্রশ্ন:- আলবুকার্ক কে ছিলেন ?

উত্তর:- আলবুকার্ক ভারতে নিযুক্ত পর্তুগিজ বানিজ্য কেন্দ্র গুলির শাসনকর্তা ছিলেন।

প্রশ্ন:-  কবে আলবুকার্ক ভারতে নিযুক্ত পর্তুগিজ বানিজ্য কেন্দ্র গুলির শাসনকর্তা নিযুক্ত হয়েছিলেন ?

উত্তর:- ১৫০৯ খ্রিস্টাব্দে আলবুকার্ক ভারতে নিযুক্ত পর্তুগিজ বানিজ্য কেন্দ্র গুলির শাসনকর্তা নিযুক্ত হয়েছিলেন।

প্রশ্ন:- ভারতে পোর্তুগিজদের একটি বানিজ্যকেন্দ্রের নাম বল ?

উত্তর:- ভারতে পোর্তুগিজদের একটি বানিজ্যকেন্দ্রের নাম হল গোয়া

প্রশ্ন:- কত খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠ হয় ?

উত্তর:- ১৬০০ খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠ হয় ।

প্রশ্ন:- ১৬০৯ খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের রাজসভায় আগত ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রাতিনিধিটির নাম কী ?

উত্তর:- ১৬০৯ খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের রাজসভায় আগত ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রাতিনিধিটির নাম ক্যাপ্টেন হকিন্স

প্রশ্ন:- স্যার টমাস রো কে ছিলেন ?

উত্তর:- স্যার টমাস রো জাহাঙ্গীরের রাজসভায় আগত ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের রাজদূত ছিলেন ।

প্রশ্ন:- কোন মোগল সম্রাটের রাজত্বকালে স্যার টমাস রো ভারতে এসেছিলেন ?

উত্তর:- মোগল সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে স্যার টমাস রো ভারতে এসেছিলেন ।

প্রশ্ন:- কত খ্রিস্টাব্দে স্যার টমাস রো জাহাঙ্গীরের রাজদরবারে এসেছিলেন ?

উত্তর:- ১৬১৫ খিস্টাব্দে  স্যার টমাস রো জাহাঙ্গীরের রাজদরবারে এসেছিলেন।

প্রশ্ন:- কত খ্রিস্টাব্দে কলকাতা নগরীর পত্তন হয় ?

উত্তর:- ১৬৯০ খ্রিস্টাব্দে কলকাতা নগরীর পত্তন হয়।

প্রশ্ন:- কোন মোগল সম্রাটের আমলে কলকাতা নগরীর পত্তন হয় ?

উত্তর:- মোগল সম্রাট ঔরঙ্গজেবের আমলে কলকাতা নগরীর পত্তন হয় ।

প্রশ্ন:- কত খ্রিস্টাব্দে কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ নির্ণিত হয় ?

উত্তর:- ১৬৯৬ খ্রিস্টাব্দে কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ নির্ণিত হয় ।

প্রশ্ন:- কলকাতার ফোর্ট উইলিয়ামের কেন ওই নাম করণ হয় ?

উত্তর:- ইংল্যান্ডের তৎকালীন রাজা তৃতীয় উইলিয়ামের নামানুসারে কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গের ওই নাম করণ করা হয় ।

প্রশ্ন:- মোগল যুগের একটি প্রধান আমদানি পণ্যের নাম করো ?

উত্তর:- মোগল যুগের একটি প্রধান আমদানি পণ্যের নাম হল উন্নত শ্রেণির বিদেশি ঘোড়া

প্রশ্ন:- মোগল যুগের একটি প্রধান রপ্তানি পণ্যের নাম করো ?

উত্তর:- মোগল যুগের একটি প্রধান রপ্তানি পণ্যের নাম হল মসলিন বস্ত্র

প্রশ্ন:- মোগল যুগে কাসবস কাকে বলা হত  ?

উত্তর:- মোগল যুগে ছোট শহর এবং গ্রামীণ বাজারকে কাসবস কাকে বলা হত ।

প্রশ্ন:- মোগল যুগে ইউরোপিয় বণিকরা ভারত থেকে কী কী পণ্যদ্রব্য ক্রয় করত ?

উত্তর:- মোগল যুগে ইউরোপিয় বণিকরা ভারত থেকে সুতি,রেশমি বস্ত্র , সোরা ও চিনি কিনে নিয়ে অন্যত্র রপ্তানি করত।

প্রশ্ন:- মোগল যুগে দুটি বিখ্যাত বন্দরের নাম কারো ?

উত্তর:- মোগল যুগে দুটি বিখ্যাত বন্দরের নাম সুরাটকালিকট

প্রশ্ন:- ভারত থেকে ইংরেজ বণিকদের দুটি রপ্তানি পণ্যের নাম কী ?

উত্তর:- ভারত থেকে ইংরেজ বণিকদের দুটি রপ্তানি পণ্যের নাম হল রেশমবস্ত্রসোরা

প্রশ্ন:- বাংলায় ওলন্দাজ বণিকদের একটি বাণিজ্য কুঠির নাম কী ?

উত্তর:- বাংলায় ওলন্দাজ বণিকদের একটি বাণিজ্য কুঠির নাম হল চুঁচুড়া

প্রশ্ন:- কোন বৈদেশিক পর্যটক ভারতীয় রঞ্জনশিল্পের নৈপুন্য দেখে মুগ্ধ হয়েছিলেন ?

উত্তর:- বৈদেশিক পর্যটক এডয়ার্ড টেরি ভারতীয় রঞ্জনশিল্পের নৈপুন্য দেখে মুগ্ধ হয়েছিলেন ।

প্রশ্ন:- মোগল যুগে ভারতের জরির কাজের প্রধান প্রধান দুটি কেন্দ্রের নাম কী  ?

উত্তর:- মোগল যুগে ভারতের জরির কাজের প্রধান প্রধান দুটি কেন্দ্রের নাম হল ফৈজাবাদখান্দেশ

প্রশ্ন:- মোগল যুগে কোন কোন স্থান শাল ও গালিচা শিল্পের জন্য বিশেষ প্রসিদ্ধ ছিল ?

উত্তর:- মোগল যুগে কাশ্মিরলাহোর শাল ও গালিচা শিল্পের জন্য বিশেষ প্রসিদ্ধ ছিল ।

প্রশ্ন:- মোগল যুগে গোলকোন্ডার খনি থেকে কী কী খনিজ দ্রব্য পাওয়া যেত ?

উত্তর:- মোগল যুগে গোলকোন্ডার খনি থেকে হিরেউন্নত মানের লোহা পাওয়া যেত।

প্রশ্ন:- মোগল যুগে কোন কোন দেশের সঙ্গে ভারতের বাণিজ্য সম্পর্ক ছিল ?

উত্তর:- মোগল যুগে শ্রীলঙ্কা, বার্মা, চিন, জাপান, নেপাল, পারস্য, রোম প্রভৃতি দেশের সঙ্গে ভারতের বাণিজ্য সম্পর্ক ছিল ।

প্রশ্ন:- কোন সালে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস যৌতুক হিসাবে ভারতের কোন শহর লাভ করেন ?

উত্তর:- ১৬৬১ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস যৌতুক হিসাবে ভারতের মুম্বই শহর লাভ করেন ।

প্রশ্ন:- কোন সালে ভারতের কোন স্থানে প্রথম ফরাসি বাণিজ্যকুঠি প্রতিষ্ঠা করা হয় ?

উত্তর:- ১৬৬৭ সালে ভারতের সুরাটে প্রথম ফরাসি বাণিজ্যকুঠি প্রতিষ্ঠা করা হয় ।

প্রশ্ন:- ফারুকশিয়ারের ফরমান কী ?

উত্তর:-ব্রিটিশ ইস্টইন্ডিয়া কোম্পানিকে মোগল সম্রাট ফারুকশিয়ারের প্রদত্ত বাংলায় বিনাশুল্কে বহির্বাণিজ্যের অনুমতিপত্র

প্রশ্ন:- কোন সালে ব্রিটিশ ইস্টইন্ডিয়া কোম্পানির স্বপক্ষে ফারুকশিয়ারের ফরমান জারি করা হয় ?

উত্তর:- ১৭১৭ সালে ব্রিটিশ ইস্টইন্ডিয়া কোম্পানির স্বপক্ষে ফারুকশিয়ারের ফরমান জারি করা হয় ।

প্রশ্ন:- কে কাকে বাংলায় বিনাশুল্কে বাণিজ্যের অধিকার দেন ?

উত্তর:- মোগল সম্রাট ফারুকশিয়ার  ব্রিটিশ ইস্টইন্ডিয়া কোম্পানিকে বাংলায় বিনাশুল্কে বাণিজ্যের অধিকার দেন ।

*****

Related Items

সুলতানি যুগে আঞ্চলিক ভাষা ও সাহিত্যের বিকাশ

সুলতানি ও মুঘল আমল ছিল বাংলা সাহিত্যের সুবর্ণময় যুগ । বিখ্যাত বৈষ্ণব কবি চণ্ডীদাস সম্ভবত চতুর্দশ শতকের শেষ দিকে বীরভূম জেলার নানুর গ্রামে জন্ম গ্রহণ করেছিলেন । সমকালীন কবি বিদ্যাপতি মিথিলার অধিবাসী হলেও আদতে বাংলার কবি বলেই স্বীকৃত ছিলেন । ...

সুলতানি যুগের সাহিত্য

ভারতে ইসলামি শাসন প্রবর্তিত হওয়ার ফলে স্বাভাবিক কারণেই সংস্কৃত ও অন্যান্য প্রাচীন ভারতীয় ভাষা গুরুত্বহীন হয়ে পড়ে । প্রশাসনের ভাষা হিসাবে ফারসি ভাষার ব্যবহার শুরু হয় । ফলে সংস্কৃতসহ প্রাচীন ভারতীয় ভাষাগুলির চর্চা অনেক হ্রাস পায় । সংস্কৃত ভাষা ও সাহিত্যের চর্চা অবশ্য ...

সুফি আন্দোলন (Sufi Movement)

খ্রীস্টীয় নবম–দশম শতকে ইসলাম ধর্মের মধ্যে একটি প্রগতিশীল আন্দোলনের সূত্রপাত হয় । এই আন্দোলন ‘সুফি আন্দোলন’ নামে পরিচিত । যারা সুফ বা পশমের বস্ত্র পরিধান করে তাদেরকেই সুফি বলা হয় । অর্থাৎ, সুফি কথাটির সঙ্গে ‘সাফা’ বা পবিত্রতা ও ‘সাফ’ বা অবস্থানের কোন সম্পর্ক নেই । ...

ভক্তি আন্দোলনের উল্লেখযোগ্য ধর্মপ্রচারকগণ

ভক্তি আন্দোলনের ধর্মপ্রচারকদের মধ্যে রামানন্দ ও নামদেবের নাম সর্বাগ্রে উল্লেখযোগ্য । রামানন্দ ছিলেন রামের উপাসক । সহজ হিন্দিতে তিনি জনগনের মধ্যে ভক্তিবাদ প্রচার করেন । তিনি জাতিভেদ প্রথা মানতেন না । তাঁর শিষ্যদের মধ্যে রবিদাস ছিলেন মুচি, কবির ছিলেন জোলা, সেনা ...

ভক্তি আন্দোলন (Bhakti Movement)

ভক্তি আন্দোলন (Bhakti Movement) :

প্রেক্ষাপট : ভারতে ইসলাম ধর্ম প্রসারের ফলে হিন্দু ধর্ম ও সমাজে অস্থিরতা দেখা দেয় । হিন্দুরা অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেন । ধর্মান্তরকরণের কাজ অবশ্য ধীরে ধীরে চলছিল । তবুও ভারতের মুসলিম সম্প্রদ