ভারতের প্রধান ঋতু — গ্রীষ্মকাল

Submitted by avimanyu pramanik on Sat, 11/15/2014 - 10:43

গ্রীষ্মকাল (Summer) :

(১) এপ্রিল থেকে জুন মাসে ভারতের সর্বত্র বেশি তাপমাত্রা অনুভুত হয়, এই সময়টি তাই গ্রীষ্মকাল নামে পরিচিত ।

(২) মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে ভারতে তাপমাত্রা বাড়তে থাকে এবং জুন মাসের শুরুতে উত্তর ভারতের সমভূমি অঞ্চলে তাপমাত্রা সর্বোচ্চ হয় । উত্তর-পশ্চিম ভারতের রাজস্থানে ৪৫° থেকে ৫৫° সেলসিয়াস এবং দিল্লি ও মধ্যভারতে ৪০° থেকে ৪৫° সেলসিয়াস এবং দক্ষিণ ভারতে ৩৫° থেকে ৪৫° সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা দেখা যায় । এই সময় উচ্চতা এবং সমুদ্রের সমভাবাপন্ন জলবায়ুর প্রভাবে দক্ষিণ ভারতের মালভূমি অঞ্চলে উত্তর ভারতের সমভূমির তুলনায় কিছুটা কম তাপমাত্রা থাকে । মোটামুটি ৩৫° থেকে ৪০° সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকে ।

(৩) গ্রীষ্মকালে উত্তর ভারতের থর মরুভূমি থেকে শুরু করে ছোটনাগপুর মালভূমি পর্যন্ত স্থানের বায়ুতে নিম্নচাপের সৃষ্টি হয় । কিন্তু এই সময় উত্তর ভারতের সমভূমির তুলনায় কিছুটা শীতল হওয়ায় দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলের বায়ুতে খানিকটা উচ্চচাপ বজায় থাকে যা আরব সাগর থেকে ভারতে জলীয়বাষ্পপূর্ণ বায়ুপ্রবাহে বাধা সৃষ্টি করে ।

(৪) এই সময় পার্শ্ববর্তী অঞ্চলগুলি থেকে উত্তর ভারতের সমভূমি অঞ্চলে মাঝে মাঝে কালবৈশাখীর মতো প্রবল ঘূর্ণিঝড় ধেয়ে আসে ।

লু (loo) : গ্রীষ্মকালে বৈশাখ-জৈষ্ঠ্য মাসে ভারতের উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার প্রভৃতি অঞ্চলে মাথার উপর লম্বভাবে প্রচন্ড সূর্য কিরণের ফলে ভুপৃষ্ঠ উত্তপ্ত হওয়ার জন্য শোঁ শোঁ শব্দ করে উত্তপ্ত বায়ু প্রবল বেগে প্রবাহিত হয়, তাকে লু বলে । এই বায়ুর প্রচন্ড উত্তাপের ফলে প্রতি বছর বহু মানুষ ও গবাদি পশু মারা যায় । 

*****

Related Items

শল্কমোচন বা গোলাকার বিচূর্ণীভবন কাকে বলে ?

প্রশ্ন:-  শল্কমোচন বা গোলাকার বিচূর্ণীভবন কাকে বলে ?

খন্ডবিখন্ডিকরণ বা প্রস্তরখন্ড বিশরণ অথবা, পিন্ড বিশরণ কাকে বলে ?

প্রশ্ন-  খন্ডবিখন্ডিকরণ বা প্রস্তরখন্ড বিশরণ অথবা, পিন্ড বিশরণ কাকে বলে ?

রাসায়নিক আবহবিকার কাকে বলে ? রাসায়নিক আবহবিকারের বিভিন্ন পদ্ধতিগুলি বর্ণনা কর ।

প্রশ্ন:-  রাসায়নিক আবহবিকার কাকে বলে ? রাসায়নিক আবহবিকারের বিভিন্ন পদ্ধতিগুলি বর্ণনা কর ।

যান্ত্রিক আবহবিকার কাকে বলে ? যান্ত্রিক আবহবিকারের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা কর

প্রশ্ন:- যান্ত্রিক আবহবিকার কাকে বলেযান্ত্রিক আবহবিকারের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা কর ।

আবহবিকার (Weathering) কাকে বলে এবং কয় প্রকার ?

প্রশ্ন:- আবহবিকার (Weathering) কাকে বলে এবং কয় প্রকার ?