এশিয়ার দক্ষিণ বাহিনী নদীগুলি

Submitted by avimanyu pramanik on Tue, 12/16/2014 - 12:58

এশিয়ার দক্ষিণ বাহিনী নদীগুলির গতিপথ : এশিয়া মহাদেশের উল্লেখযোগ্য দক্ষিণ বাহিনী নদীগুলি হল গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, মেকং, ইরাবতী, সালুয়েন, টাইগ্রিস, ইউফ্রেটিস

(১) গঙ্গা : গঙ্গা নদী হিমালয় পর্বত থেকে উৎপন্ন হওয়ার পর দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়ে মোহনার কাছে ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়ে একসঙ্গে বঙ্গোপসাগরে পড়েছে । যমুনা, শোন, চম্বল, গন্ডক, ঘর্ঘরা প্রভৃতি গঙ্গার উল্লেখযোগ্য উপনদী । গঙ্গা নদীর দৈর্ঘ্য ২,৪০০ কিলোমিটার ।

(২) ব্রহ্মপুত্র : ব্রহ্মপুত্র নদ তিব্বতের মানস সরোবরের কাছ থেকে উৎপন্ন হয়ে পূর্বদিকে বয়ে গিয়ে হিমালয়ের পূর্ব সিমান্তে এসে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে । এর দৈর্ঘ্য ২,৭২০ কিমি ।

(৩) সিন্ধু : সিন্ধু নদ তিব্বতের মানস সরোবরের কাছ থেকে উৎপন্ন হয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে পরে দক্ষিণে বেঁকে গিয়ে আরব সাগরে পতিত হয়েছে । সিন্ধু নদের দৈর্ঘ্য ২,৮০০ কিমি ।

(৪) মেকং : চিন সাধারণতন্ত্রের অন্তর্গত কুয়েনলুন পর্বতের দক্ষিণ দিকে ইয়াংসি কিয়াং নদীর উৎসের কাছে থেকে উৎপন্ন হয়ে মেকং নদীটি থাইল্যান্ডের পূর্ব দিক দিয়ে দক্ষিণ-পূর্বে বয়ে গিয়ে দক্ষিণ চিন সাগরে পড়েছে ।

(৫) ইরাবতী : ইরাবতী নদী মায়ানমারের উত্তরে ইউনান মালভূমি থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে মার্তাবান উপসাগরে পতিত হয়েছে ।

(৬) সালুয়েন : সালুয়েন নদী মায়ানমারের উত্তরে ইউনান মালভূমি থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে মার্তাবান উপসাগরে পতিত হয়েছে ।

(৭) টাইগ্রিস : টাইগ্রিস নদী আর্মেনীয় মালভূমি থেকে উৎপন্ন হয়ে মোহনার কাছে ইউফ্রেটিস নদীর সঙ্গে মিলিত হয়েছে ও এরপর ওই মিলিত নদী প্রবাহ সাত-এল-আরব নামে পারস্য উপসাগরে পড়েছে ।

(৮) ইউফ্রেটিস : ইউফ্রেটিস নদী আর্মেনীয় মালভূমি থেকে উৎপন্ন হয়ে মোহনার কাছে টাইগ্রিস নদীর সঙ্গে মিলিত হয়েছে ও তারপর ওই মিলিত নদী প্রবাহ সাত-এল-আরব নামে পারস্য উপসাগরে পড়েছে ।

*****

Related Items

ভারতের জলসম্পদ (Water resources of India)

ভারতের জলসম্পদের পরিচয় (Water resources of India) : পৃথিবীর মোট উপলব্ধ জলের পরিমাণ ১৬০ কোটি ঘন কিলোমিটার । এই জলের ৯৭% সঞ্চিত রয়েছে সাগরে লবণাক্ত জলরূপে এবং ৩% স্বাদুজল, নদীনালা, ভৌমজল ও বরফরূপে অবস্থান করছে । পৃথিবীর মোট জলভাগ ক্ষেত্রের আয়তনের মাত্র

তেজী বা ভরা কোটালকে সর্বোচ্চ জোয়ার বলা হয় কেন ?

প্রশ্ন : তেজী বা ভরা কোটালকে সর্বোচ্চ জোয়ার বলা হয় কেন ?

ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে পার্থক্য নিরূপণ কর ।

প্রশ্ন:- ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে পার্থক্য নিরূপণ কর

সিজিগি কাকে বলে ? এবং অ্যাপোজি ও পেরিজি কাকে বলে ?

প্রশ্ন:-  সিজিগি কাকে বলে ? এবং অ্যাপোজি ও পেরিজি কাকে বলে ?

নিউফাউন্ডল্যান্ড ও জাপানের কাছে বছরের প্রায় সবসময় কুয়াশা জমে থাকে কেন ?

প্রশ্ন : নিউফাউন্ডল্যান্ড ও জাপানের কাছে বছরের প্রায় সবসময় কুয়াশা জমে থাকে কেন ?