মানব জীবনে মেলার প্রয়োজনীয়তা

Submitted by Nandarani Pramanik on Mon, 11/04/2019 - 21:51

Fairsভূমিকা :– 'মেলা' কথাটির মধ্যে আছে মিলনের ইঙ্গিত । জাতি ধর্ম নির্বিশেষে আমরা গিয়ে এক জায়গায় মিলিত হই । সম্মিলিত মানুষের সমাবেশেকেই মেলা বলে । প্রত্যেক মেলার একটা উপলক্ষ থাকে ঠিকই, কিন্তু একসময় সেটা একেবারেই গৌণ হয়ে যায় । লক্ষ্য হয়ে ওঠে পরস্পরের মধ্যে মিলেমিশে কিছু দেওয়া-নেওয়া বা আদান-প্রদান । মেলা হল মিলনের ক্ষেত্রে । মিলনের মধ্যে মানুষ নিজেকে খুঁজে পায় ।

নানারকমের মেলা:– সারা বছর ধরে কোনো না কোনো জায়গায় মেলা হয়ে চলেছে । মেলার জন্য কোন নির্দিষ্ট সময় থাকে না । কখনো চৈত্র সংক্রান্তির বিকেলে, কখনো আষাঢ়ের বৃষ্টি ভেজা দিনে । শীতের সকালেও বসে পৌষ সংক্রান্তির মেলা । নানারকম বিষয়কে কেন্দ্র করে মেলা বসে । (১) ধর্মীয় মেলা — গঙ্গাসাগরের মেলা, হরিদ্বারে বা প্রয়াগরাজে কুম্ভমেলা, পুরীর জগন্নাথের রথের মেলা, নবদ্বীপে শান্তিপুরের রাসের মেলা,  চন্দন নগরের জগদ্ধাত্রী পূজোর মেলা, তারকেশ্বরের গাজন ইত্যাদি ।

(২) বিভিন্ন মনীষী স্বরণে মেলা — যেমন বাংলার কান্তকবি জয়দেবের স্মরণে কেন্দুলিতে মেলা বসে, এক মাস ধরে । নদীয়ায় ফুলিয়ায় রামায়ণের অনুবাদক কবি কৃত্তিবাসের স্মরণে মেলা বসে । ছাতনায় চন্ডীদাসের মেলা প্রভৃতি । শান্তিনিকেতনের পৌষ মেলা খুবই বিখ্যাত । মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ১২৫০ বঙ্গাব্দের ৭ই পৌষ ব্রাহ্মসমাজে দীক্ষা গ্রহণ করেছিলেন । সেই ঘটনার স্মরণেই ১৩০২ সালের ৭ই পৌষ এই মেলার সূচনা হয় । যা এখনো সমহিমায় চলছে ।

(৩) আধুনিক মেলা — বর্তমান সময়ে মেলারও নানান পরিবর্তন ঘটেছে । আধুনিক জীবন নগর কেন্দ্রিক হওয়ায় শহরে প্রচলিত হয়েছে বাণিজ্য মেলা, শিল্প মেলা, বই মেলা, খাদ্য মেলা, সংস্কৃতি মেলা, পর্যটনশিল্পের মেলা প্রভৃতি । আরো নানান ধরনের মেলা বসছে নিত্যদিন ।

মেলার সাধারণ চিত্র : — মেলা মানেই প্রচুর মানুষের সমাগম । ফলে ভিড়, ঠেলাঠেলি, চেঁচামেচি, হট্টগোল, হরেক রকম বাঁশির আওয়াজ থাকবে । আর থাকবে রঙ বেরঙের পোশাক পরা বহু ভাষাভাষীর মানুষজন । মনভোলানো জিলাপি, জিভেগজা থেকে শুরু করে চপ, বেগুনি, ফুচকা বিরিয়ানির সমারোহ প্রতিটি মেলায় থাকবে । খাবারের ব্যাপারে 'নো কম্প্রোমাইজ' । মেলার আর একটা জনপ্রিয় আকর্ষণ ম্যাজিক শো, সার্কাস শো, যাত্রা, বাউল গানের আসর, বড় ও ছোটদের নাগরদোলা, নানা রকমের মনোরঞ্জনের ব্যবস্থা । এছাড়া প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান, ঘর সাজানোর জিনিসপত্র থাকে । সব দিক থেকেই লক্ষ্য করলে দেখা যায় মেলায় মানুষ সব দিক থেকেই উপকৃত হয় এবং উপভোগ করে সমানে ।

মেলার প্রয়োজনীয়তা :— মানব মনের অনাবিল আনন্দের জন্য, মানুষের সঙ্গে মানুষের মিলনের জন্য, অজানা বিষয় বা জায়গাকে ভালো ভাবে জানার জন্য, মেলার প্রয়োজন আছে । এ ছাড়া অর্থনৈতিক প্রয়োজনেও মেলার ভূমিকা রয়েছে । মেলায় প্রচুর জিনিস বেচাকেনা হয় । স্থানীয় মানুষজনের তৈরি জিনিস যেমন মেলায় বিক্রি হয় তেমনি বিভিন্ন জায়গা থেকেও উৎপাদিত জিনিস মেলায় বিক্রি হয় । এতে অর্থনৈতিক দিকের ও অনেকটা উন্নতি হয় । এছাড়া বিভিন্ন ধর্মীয় কারণেও মানুষ মেলায় উপস্থিত হয় । ধর্মীয় আদান-প্রদান ও হয় এখানে ।

উপসংহার : মেলা লোকসংস্কৃতির পরিচয়বাহী । মেলায় জাতি, ধর্ম নির্বিশেষে সব মানুষের আগমন ঘটে বলে এখানে মানুষ যেমন আনন্দ উপভোগ করে তেমনি মানুষের মন থেকে সংকীর্ণ জাতিভেদ, ধর্মভেদ দূর হয় । মানুষ একত্রে মিলিত হয় । মেলা হল সৃজনশীলতার একটা ক্ষেত্র । এখান থেকে অনেক শিল্পীর জন্ম হয় । গানের শিল্পী, মৃৎশিল্পী, ভাস্কর্যের শিল্পীর সন্ধান পাওয়া যায় । বহু অখ্যাত গ্রাম খ্যাতির আলো পায় । মেলার হট্টগোলে সাধারণ জীবনযাত্রায় কিছুটা অসুবিধা হয় ঠিকই কিন্তু সেটা বাদ দিলে লাভের পাল্লাই থাকে বেশি । তাই যুগ যুগ ধরে মেলা বসে চলেছে — আর যুগ যুগ ধরেই চলবে ।

***

Comments

Related Items

অরণ্য ও বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা

Ofমানুষের জন্ম থেকেই অরণ্য তার পরম আত্মীয়, অকৃত্রিম বন্ধু । অরণ্যের ডাকেই ধরিত্রীর প্রথম ঘুম ভেঙ্গে ছিল । দিকে দিকে প্রচারিত হয়েছিল জীবনের মহিমা । ভারতীয় সভ্যতা অরণ্য কেন্দ্রিক সভ্যতা, অরণ্যের কোলেই মানুষ গড়ে তুলেছিল তার প্রথম বাসস্থান । অরণ্য দিয়েছে বেঁচে থাকার রসদ, প্রাণের নিঃশ্বাস, আশ্বাস ।

দৈনন্দিন জীবনে বিজ্ঞান / বিজ্ঞান ও মানব সভ্যতা

ভূমিকা:- বর্তমান যুগ বিজ্ঞানের যুগ । বিজ্ঞানের নব নব আবিষ্কার মানুষের জীবনধারাকে আমূল পাল্টে দিয়েছে । মানুষের ব্যবহারিক জীবনে এসেছে যুগান্তকারী পরিবর্তন । প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচার জন্য মানুষ আর মন্দিরে গিয়ে মাথা ঠোকে না

প্রতিবন্ধীদের প্রতি দায়িত্ব ও কর্তব্য

সূচনা :- মানসিক বা শারীরিক প্রতিবন্ধকতা যাদের মধ্যে রয়েছে তাদেরকে আমরা প্রতিবন্ধী বলি । প্রকৃতির শ্রেষ্ঠ সম্পদ মানুষ । যে মানুষের মধ্যে অস্বাভাবিকতা কিছু বেশি থাকে অর্থাৎ চলাফেরায় বা কথাবার্তায় যে বেশ কিছু সমস্যার সম্মুখীন হয় সেই প্রতিবন্ধী

জাতীয় শিশু দিবস

সূচনা :- প্রতি বছরই ১৪ই নভেম্বর দেশের সর্বত্র শিশু দিবস পালিত হয় । বছরের শুরু থেকে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে নানা রকম দিবস পালিত হয় —যেমন ১২ই জানুয়ারী যুব দিবস, প্রজাতন্ত্র দিবস, শ্রমদিবস, স্বাধীনতা দিবস...

জীবনে সময়ানুবর্তিতার মূল্য

ভূমিকা:- ‘সময় চলিয়া যায় / নদীর স্রোতের প্রায়’ -- সময় কারোর জন্য থেমে থাকে না অথচ মানুষের জীবন সীমিত পরিসরের গন্ডিতে বাঁধা । নানা স্বপ্ন, আশা-প্রত্যাশার নানা কল্পনা