প্রশ্ন : বাংলা ভাষায় আগন্তক বা বিদেশি শব্দ কোনগুলি ? সংস্কৃত ও ইংরেজি নিয়ে লেখক কী মন্তব্য করেছেন তা লেখ ।

Submitted by Nandarani Pramanik on Tue, 07/12/2022 - 15:20

প্রশ্ন : বাংলা ভাষায় আগন্তক বা বিদেশি শব্দ কোনগুলি ? সংস্কৃত ও ইংরেজি নিয়ে লেখক কী মন্তব্য করেছেন তা লেখ ।

উঃ  'নব নব সৃষ্টি' প্রবন্ধে লেখক সৈয়দ মুজতবা আলী জানিয়েছেন যে বাংলা ভাষায় প্রচুর বিদেশী শব্দ প্রবেশ করেছে । এই বিদেশী শব্দগুলির মধ্যে প্রধান হল— আরবি, ফারসি ও ইংরেজি ভাষার শব্দই বেশি ।

প্রাচীনকাল থেকে আমাদের দেশে সংস্কৃত ভাষা চর্চা ছিল । বর্তমানেও স্কুল কলেজের সংস্কৃত ভাষা চর্চা হয় । বেশিরভাগ ভারতীয় ভাষার জননী হল সংস্কৃত ভাষা । সেই কারণে বাংলা ভাষায় প্রচুর সংস্কৃত শব্দও রয়েছে । সংস্কৃতকে এখনও বাংলা ভাষার মাতৃসম বলে ভাবা হয় । সুতরাং সংস্কৃত চর্চা বন্ধ করা হলে বাংলা ভাষা স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতে পারবে না । এই প্রসঙ্গে লেখক বলেছেন সংস্কৃত চর্চা বন্ধ হলে, "আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হবো" ।

আধুনিক শিক্ষায় ইংরেজি সাহিত্যের অবদান অনেক । দর্শনশাস্ত্র, নন্দনশাস্ত্র, রসায়নবিদ্যা বা জ্ঞান-বিজ্ঞান চর্চার যে কোনও ক্ষেত্রে ইংরেজি ভাষার বিকল্প নেই । এখনও পর্যন্ত চিকিৎসাশাস্ত্রে, ইঞ্জিনিয়ারিং -এ বাংলা ভাষার সেরকম কোনো শব্দ তৈরি হয়নি । ফলে সহজ করে বোঝার জন্য বা বোঝানোর জন্য ইংরেজি ভাষাকেই আশ্রয় করতে হয় । সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনও আসেনি বলে লেখক মনে করেন ।

*****

Comments

Related Items

'ধীবর-বৃত্তান্ত' নাট্যাংশে রাজশ্যালকের ভূমিকা নির্দেশ কর ।

প্রশ্ন : 'ধীবর-বৃত্তান্ত' নাট্যাংশে রাজশ্যালকের ভূমিকা নির্দেশ কর ।

উঃ মহাকবি কালিদাসের লেখা 'অভিজ্ঞান শকুন্তলম' নাটকের ষষ্ঠ অঙ্ক থেকে 'ধীবর-বৃত্তান্ত' নাট্যাংশটি নেওয়া হয়েছে । বাংলায় এটির তরজমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী ।

'নোঙর' কীসের প্রতীক তা বুঝিয়ে দাও ।

প্রশ্ন: 'নোঙর' কীসের প্রতীক তা বুঝিয়ে দাও

'নোঙর' কবিতায় 'বাণিজ্যতরী' বাঁধা পড়ে থাকার তাৎপর্য বিশ্লেষণ কর ।

প্রশ্ন:  'নোঙর' কবিতায় 'বাণিজ্যতরী' বাঁধা পড়ে থাকার তাৎপর্য বিশ্লেষণ কর

"চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ ।"-অষ্ট গজরাজের পরিচয় দাও ।

প্রশ্ন: "চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ ।" অষ্ট গজরাজের পরিচয় দাও

কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি কাব্যাংশে প্রাকৃতিক বিপর্যয়ের ছবি কিভাবে ধরা পড়েছে তা লেখ ।

প্রশ্ন: কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি কাব্যাংশে প্রাকৃতিক বিপর্যয়ের ছবি কিভাবে ধরা পড়েছে তা লেখ