"চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ ।"-অষ্ট গজরাজের পরিচয় দাও ।

Submitted by avimanyu pramanik on Mon, 02/07/2022 - 22:56

প্রশ্ন: "চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ ।" অষ্ট গজরাজের পরিচয় দাও

উঃ- উদ্ধৃত লাইনটি 'কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি' কাব্যাংশ থেকে নেওয়া হয়েছে । এখানে চারি মেঘ হল সম্বর্ত, আবর্ত, পুষ্কর ও দ্রোণ । অষ্ট গজরাজ বলতে আটটি হাতির কথা বলা হয়েছে । ভারতীয় পুরাণ অনুযায়ী আটটি দিকের রক্ষাকর্তা আটটি গজ বা হাতি । এই হাতিগুলো হল- ঐরাবত, পুণ্ডরীক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পদন্ত, সার্বভৌম ও সুপ্রতীক । এই আটটি হাতির সাহায্যে জল যোগান দেয় চারটি মেঘে । তার ফলে প্রবল বৃষ্টি হয় । আর এই বৃষ্টিপাতে কলিঙ্গদেশ ভেসে যায় । চারিদিক জলময় হয়ে যায় ,ঘর-বাড়ি ভেঙে যায়, মঠ-মন্দির, অট্টালিকা সব ধুলিস্যাৎ হয়ে যায় । সমস্ত ফসল নষ্ট হয়ে যায় । সাতদিন ধরে অনর্গল বৃষ্টি হওয়ায় কলিঙ্গের প্রজাগণ নিরাপদ আশ্রয়ের খোঁজে কলিঙ্গ ছেড়ে পালিয়ে যায় অন্য অন্য জায়গায় ।

****

Comments

Related Items

খেয়া — রবীন্দ্রনাথ ঠাকুর

খেয়া — রবীন্দ্রনাথ ঠাকুর

**************************

খেয়ানৌকা পারাপার করে নদীস্রোতে;

কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে ।

দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা,

সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা ।

আবহমান — নীরেন্দ্রনাথ চক্রবর্তী

আবহমান — নীরেন্দ্রনাথ চক্রবর্তী

*********************************

যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া,

লাউমাচাটার পাশে ।

ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল

সন্ধ্যার বাতাসে ।

 

কে এইখানে এসেছিল অনেক বছর আগে,

নোঙর — অজিত দত্ত

নোঙর — অজিত দত্ত

*********************

পাড়ি দিতে দূর সিন্ধুপারে

নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে ।

সারারাত মিছে দাঁড় টানি,

মিছে দাঁড় টানি ।

জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে,

আকাশে সাতটি তারা — জীবনানন্দ দাশ

আকাশে সাতটি তারা — জীবনানন্দ দাশ

************************************

আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে

বসে থাকি; কামরাঙা-লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো

গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে—আসিয়াছে শান্ত অনুগত

কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি — মুকুন্দ চক্রবর্তী

কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি — মুকুন্দ চক্রবর্তী

**********************************

মেঘে কৈল অন্ধকার মেঘে কৈল অন্ধকার ।

দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার ।।

ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর ।

উত্তর পবনে মেঘ ডাকে দুর দুর ।।

নিমেষেকে জোড়ে মেঘ গগন-মন্ডল ।