রাস্পবেরি পাই (Raspberry Pi)

Submitted by tushar pramanick on Sat, 05/21/2011 - 21:24

রাস্পবেরি পাই (Raspberry Pi)

Raspberry Piএকটি মাত্র সার্কিট বোর্ড দিয়ে তৈরি ক্ষুদ্র কম্পিউটার যা দিয়ে বিভিন্ন ধরনের বাস্তব অ্যাপ্লিকেশন ইম্প্লেমেন্ট করা সম্ভব । রাস্পবেরি পাই ফাউন্ডেশন নামে একটি সংগঠন রাস্পবেরি পাই বোর্ড তৈরি করে । রোবটিক্স এর কাজে রাস্পবেরি পাই  ব্যবহার করা হয় । অটমেশন এবং বিভিন্ন ধরনের আধুনিক অটোমেটিক কন্ট্রোল সিস্টেম সমন্বিত মেশিন যেমন থ্রিডি প্রিন্টার রিমোট কন্ট্রোল ড্রোন ইত্যাদিতে রাস্পবেরি পাই ভীষণভাবে ব্যবহৃত হচ্ছে । কম্পিউটার বিজ্ঞান শিক্ষার উদ্দেশ্য তৈরি ক্ষুদ্র কম্পিউটার ব্যবহার করে যেমন আর্কেড গেমিং মেশিন তৈরি করা যায় তেমনি বাড়ির টেলিভিশনকে ইন্টারনেট যুক্ত মিডিয়া সেন্টার বানানো যায় ।

 

 

 

 

 

 

Related Items