MCQ for Miscellaneous Exam - Indian History Set - VI

Submitted by administrator on Thu, 05/07/2015 - 08:07

Sample Question Paper for WBCS Main Exam [ Practice Set - VI based on Indian History ]

1.  ‘মহারাজ’ উপাধি কোন বংশের রাজারা ধারণ করেছিলেন ?  

(ক) শৈলেন্দ্র বংশীয় রাজারা       (খ) পল্লব বংশীয় রাজারা       (গ) চোল বংশীয় রাজারা      (ঘ) চালুক্য বংশীয় রাজারা

 

2.  কোন বংশের রাজারা বরবুদুরের বিখ্যাত স্তূপ নির্মাণ করেন  ?

(ক) গঙ্গ     (খ) শৈলেন্দ্র      (গ) চালুক্য     (ঘ) এঁরা কেউ নন

 

3.  সুলতান মামুদের পিতার নাম কী ?

(ক) তৈমুর      (খ) বুখরা খাঁ      (গ) সবুক্তগীন     (ঘ) এরা কেউ নয়

 

4.  দিল্লীর প্রথম স্বাধীন সুলতান কে  ?

(ক) কুতুবউদ্দিন      (খ) নাসিরুদ্দিন       (গ) ইলতুৎমিস      (ঘ) বখতিয়ার খলজী

 

5.  ‘লাক্সবক্স’ কাকে বলা হত  ?

(ক) রাজিয়া       (খ) ইলতুৎমিস       (গ) কুতুবউদ্দিন       (ঘ) রকন–উদ্দিন

 

6.  উজ্জ্বয়িনীর বিখ্যাত মহাকাল মন্দির ধ্বংস করেছিলেন কে ?

(ক) মামুদ      (খ) ইলতুৎমিস      (গ) মহম্মদ ঘুরী       (ঘ) তৈমুর লঙ

 

7.  দিল্লীর কুতুব মিনার –এর নির্মাতা কে ?

(ক) ইলতুৎমিস      (খ) কুতুবউদ্দিন আইবক      (গ) রাজিয়া      (ঘ) মহম্মদ ঘুরী

 

8.  দিল্লীর সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা কে ?

(ক) কুতুবউদ্দিন       (খ) আলাউদ্দিন      (গ) ইলতুৎমিস      (ঘ) মহম্মদ বিন সাম

 

9.  দিল্লীর সিংহাসনের একমাত্র নারী শাসকের নাম কী ছিল ? 

(ক) সুলতানা রাজিয়া     (খ) চাঁদ সুলতানা      (গ) লক্ষ্মীবাই      (ঘ) মেহেরুন্নিসা

 

10.  গিয়াসউদ্দিন বলবনের আদি নাম কী ছিল ?

(ক) জিয়াউদ্দিন       (খ) নাসিরুদ্দিন      (গ) বাহাউদ্দিন      (ঘ) বাহারুদ্দিন

 

11.  ইলতুৎমিসের প্রধান দাস কর্মচারীরা যে সমিতি গড়ে তোলেন, তার নাম কী ছিল ?   

(ক) পহেলগান     (খ) বন্দেগান      (গ) বন্দেগান-ই চাহালগান      (ঘ) কোনোটিই নয়

 

12.  ‘জিলিল্লাহ্’ উপাধি কে গ্রহণ করেন ?

(ক) বুশরা খাঁ      (খ) ইলতুৎমিস       (গ) খিজির খাঁ      (ঘ) গিয়াসউদ্দিন বলবন

 

13.  ইলবারী তুর্কী সুলতানগণের মধ্যে শ্রেষ্ঠ কে ?

(ক) আলাউদ্দিন মামুদ      (খ) নাসিরুদ্দিন মামুদ      (গ) মুইজউদ্দিন কাইকোবাদ       (ঘ) গিয়াসউদ্দিন বলবন

 

14.  সুলতান মামুদ কত বার ভারত আক্রমন করেছিলেন ?

(ক) ১৮ বার      (খ) ২০ বার      (গ) 15 বার       (ঘ) ১৭ বার

 

15.  কে লক্ষ্মণ সেনকে পরাস্ত করে বাংলা দখল করেন  ?  

(ক) কুতুবউদ্দিন       (খ) গিয়াসউদ্দিন       (গ) মহম্মদ ঘুরী      (ঘ) বখতিয়ার খলজী

 

16.  দাস বংশের প্রতিষ্ঠাতা কে  ?

(ক) মহম্মদ বিন সাম      (খ) মুইজউদ্দিন       (গ) কুতুবউদ্দিন       (ঘ) শামস-উদ্দিন ইলতুৎমিস

 

17.  জালালউদ্দিন ফিরোজ খলজী কাকে হত্যা করে দিল্লীর সিংহাসনে বসেন ?

(ক) শামস্উদ্দিন কায়ুমার্থ      (খ) মুইজউদ্দিন বহরাম      (গ) কাইকোবাদ      (ঘ) নাসিরুদ্দিন মামুদ

 

18.  আলাউদ্দিন খলজী কাকে হত্যা করে দিল্লীর সিংহাসনে বসেন ?

(ক) জালালউদ্দিন ফিরোজ খলজী     (খ) শিহাবউদ্দিন মামুদ     (গ) রুকনউদ্দিন ইব্রাহিম      (ঘ) কুতুবউদ্দিন মবারক শাহ

 

19.  জাফর খাঁ কার সেনাপতি ছিলেন ?

(ক) ফিরোজ শাহ তুঘলকের       (খ) আলাউদ্দিন খলজীর       (গ) ইলতুৎমিসের      (ঘ) মহম্মদ শাহের

 

20.  মালিক কাফুর কে ছিলেন ?

(ক) আলাউদ্দিন খলজীর পুত্র       (খ) ইলতুৎমিসের সেনাপতি       (গ) আলাউদ্দিন খলজীর সেনাপতি      (ঘ) রাজিয়ার পরামর্শদাতা

 

21.  প্রথম কোন ভারতীয় রাজা সুলতান মামুদকে বাধা দিয়েছিলেন ?

(ক) পৃথ্বিরাজ চৌহান      (খ) জয়পাল      (গ) বিজয় সেন      (ঘ) ধর্মপাল

 

22.  গুজরাটের সোমনাথ মন্দির কে লুন্ঠন করেছিলেন ?

(ক) সবুক্তগীন      (খ) মহম্মদ ঘুরী      (গ) চেঙ্গিস খাঁ      (ঘ) মামুদ

 

23.  ১১৯১ সালে তরাইনের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ? 

(ক) মহম্মদ ঘুরী ও চালুক্য রাজ ভীম     (খ) মহম্মদ ঘুরী ও পৃথ্বিরাজ চৌহান      (গ) মহম্মদ ঘুরী ও খসরু শাহ      (ঘ) এদের কেউ নয়

 

24.  ভারতের ইতিহাসে তুর্কী সাম্রাজ্যের স্থাপক হিসাবে কাকে ধরা হয় ?

(ক) কুতুবউদ্দিন      (খ) মামুদ      (গ) মহম্মদ ঘুরী      (ঘ) চেঙ্গিস খাঁ

 

25. বাজারে মূল্য নিয়্তন্ত্রণ নীতি কে চালু করেছিলেন  ?

(ক) জালালউদ্দিন      (খ) ফিরোজশাহ তুঘলক      (গ) মহম্মদ বিন তুঘলক     (ঘ) আলাউদ্দিন খলজী

 

26.  কোন বিখ্যাত সুফী সন্ত আলাউদ্দিন খলজীর আনুকূল্য লাভ করেছিলেন ?

(ক) সেলিম চিস্তি       (খ) নিজামুদ্দিন আউলিয়া       (গ) কবীর      (ঘ) এদের কেউ নয়

 

27.  আলাউদ্দিন খলজীর মৃত্যুর পর কে দিল্লীর সিংহাসনে বসেন ?  

(ক) গিয়াসউদ্দিন বলবন      (খ) মহম্মদ বিন তুঘলক       (গ) গিয়াসউদ্দিন তুঘলক        (ঘ) ফিরোজশাহ্ তুঘলক

 

28. মহম্মদ বিন তুঘলকের প্রকৃত নাম কী ?

(ক) ঈশা খাঁ      (খ) রেজা খাঁ      (গ) আলম খাঁ       (ঘ) জুনা খাঁ

 

29. মহম্মদ বিন তুঘলক দিল্লী থেকে তাঁর রাজধানী কোথায় স্থানান্তরিত করেছিলেন ?

(ক) দেবগিরি      (খ) রাজগীর      (গ) পাঞ্জাব       (ঘ) মোরাথান

 

30.  মুদ্রা ব্যবস্থার সংস্কার কে করেছিলেন ?

(ক) ফিরোজশাহ্ তুঘলক       (খ) মহম্মদ বিন তুঘলক       (গ) গিয়াসউদ্দিন তুঘলক       (ঘ) আলাউদ্দিন খলজী

 

31.  দিল্লীর আলাই দরওয়াজা কার আদেশে নির্মিত হয় ?

(ক) ফিরোজশাহ্ তুঘলক     (খ) গিয়াসউদ্দিন বলবন      (গ) আলাউদ্দিন খলজী       (ঘ) মহম্মদ বিন তুঘলক

 

32.  বিখ্যাত হিন্দুতীর্থ জ্বালামুখী কে ধ্বংস করেছিলেন  ?

(ক) ফিরোজশাহ্ তুঘলক      (খ) গিয়াসউদ্দিন তুঘলক      (গ) কুতুবউদ্দিন আইবক       (ঘ) ইলতুৎমিস

 

33. ফিরোজশাহ্ তুঘলক কাকে বাংলার স্বাধীন সুলতান বলে ঘোষণা করেন ?  

(ক) ফতে খাঁ      (খ) জাফর খাঁ       (গ) বহলুল লোদী       (ঘ) সিকান্দার শাহ

 

34.  যমুনা খাল ও শতদ্রু খাল কে খনন করিয়েছিলেন  ?

(ক) মুইজউদ্দিন মুবারক শাহ       (খ) জালালউদ্দিন       (গ) ফিরোজশাহ্ তুঘলক       (ঘ) আলাউদ্দিন

 

35.  দার-উল-সাফা নামে দাতব্য চিকিৎসালয় কে স্থাপন করেছিলেন  ?

(ক) আলাউদ্দিন      (খ) মহম্মদ বিন তুঘলক      (গ) ফিরোজশাহ্ তুঘলক       (ঘ) ইলতুৎমিস

 

36.  ফিরোজশাহ্ নগর কোট থেকে প্রাপ্ত যে সকল সংস্কৃত পুঁথির ফার্সী অনুবাদ করান হয়, তার নাম কী ?   

(ক) তারিখ-ই-ফিরোজশাহী       (খ) ফিরোজনামা       (গ) দলিল-ই-ফিরোজশাহী       (ঘ) মন্তাখাব-উল-বোয়ারিখ

 

37.  তৈমুর লঙ কোন্ বংশীয় ছিলেন ?

(ক) তুর্কী       (খ) মঙ্গোল       (গ) পাঠান       (ঘ) চাঘ্তাই তুর্কী

 

38.  তুঘলক বংশের শেষ সুলতান কে  ?

(ক) ফিরোজশাহ্ তুঘলক       (খ) নাসিরুদ্দিন মহম্মদ শাহ্       (গ) গিয়াসউদ্দিন তুঘলক       (ঘ) নসরৎ শাহ্

 

39.  দিল্লীতে সৈয়দ বংশের রাজত্ব কে প্রতিষ্ঠা করেন  ? 

(ক) জাফর খাঁ        (খ) ফতে খাঁ       (গ) খিজির খাঁ        (ঘ) নসরৎ শাহ্

 

40.   সৈয়দ বংশের পতন ঘটান কে ?     

(ক) চিঙ্গিস খাঁ       (খ) তৈমুর লঙ       (গ) মুবারক শাহ্       (ঘ) বহলুল লোদী

 

41.  কম্বোজ রাজ্যের চীনা নাম কী ছিল ?

(ক) ফু-নান      (খ) কিং-ইয়াং     (গ) কুয়ো-মিং      (ঘ) কোনোটাই নয়

 

42.  ‘মিতাক্ষরা’নামক গ্রন্থটির রচয়িতা কে  ?

(ক) অশ্বঘোষ      (খ) আর্যভট্ট      (গ) বিজ্ঞানেশ্বর      (ঘ) বরাহমিহির

 

43.  ‘মহান’ উপাধি কে লাভ করেছিলেন ?

(ক) প্রথম রাজরাজ চোল      (খ) দ্বিতীয় পুলকেশী      (গ) দ্বিতীয় গোবিন্দ      (ঘ) মিহিরভোজ

 

44.  ‘গঙ্গাইকোণ্ড’ উপাধি কে ধারণ করেন  ?  

(ক) প্রথম কৃষ্ণ       (খ) দ্বিতীয় কীর্তি বর্মন      (গ) রাজেন্দ্র চোলদেব       (ঘ) মহীপাল

 

45.  শিল্পী ও স্মৃতিশাস্ত্রজ্ঞ শূলপাণি কোন যুগের লোক ছিলেন ?

(ক) গুপ্ত      (খ) কুষাণ       (গ) পাল      (ঘ) সেন

 

46.  চালুক্যদের রাজধানীর নাম কী ?

(ক) কাঞ্চীপুরম্      (খ) বাদামি বা বাতাপি      (গ) তাঞ্জোর      (ঘ) কঙ্গ

 

47.  পুরীর জগন্নাথ মন্দিরের নির্মাণ কার্য কোন রাজা শুরু করেছিলেন  ?

(ক) যশোবর্মন      (খ) ভাস্করবর্মা       (গ) অপরাজিত বর্মণ      (ঘ) অনন্তবর্মণ

 

48.  ব্রোঞ্জ নির্মিত নটরাজের মূর্তি কোন শিল্পের নিদর্শন ?

(ক) বের      (খ) চোল       (গ) পল্লব       (ঘ) চালুক্য

 

49.  ‘পেরিপ্লাস’ গ্রন্থের রচয়িতা কে  ?

(ক) বার্নেট      (খ) পেরিক্লিস       (গ) প্লিনি      (ঘ) মানুচি

 

50.  ‘আঙ্কোরভাট’ মন্দির কে নির্মাণ করেন  ?

(ক) সূর্যবর্মন       (খ) আনন্দবর্মন      (গ) মহেন্দ্রবর্মন       (ঘ) দ্বিতীয় নন্দীবর্মন

 

51.  বহলুল লোদীর পর সিংহাসনে আরোহণ করেন কে ?

(ক) বারবক শাহ্        (খ) আলম খাঁ      (গ) ইব্রাহিম লোদী       (ঘ) সিকন্দর লোদী

 

52.  ইব্রাহিম লোদী কত খ্রিষ্ঠাব্দে সিংহাসনে আরোহণ করেন ?

(ক) ১৫২৮      (খ) ১৫২৬       (গ) ১৫১৫       (ঘ) ১৫১৭

 

53.  পানিপথের প্রথম যুদ্ধ (১৫২৬ ) কাদের মধ্যে হয়েছিল  ?

(ক) বাবর ও ইব্রাহিম লোদীর মধ্যে      (খ) বাবর ও রাণা সংগ্রামের মধ্যে      (গ) বাবর ও তৈমুর লঙের মধ্যে      (ঘ) এরা কেউ নয়

 

54.  বাবর তাঁর পিতার মৃত্যুর পর কোন রাজ্য চালনার দায়িত্ব পান ?

(ক) ফরঘনা      (খ) সমরখন্দ        (গ) কাবুল       (ঘ) খোরাসান

 

55.  ভারতের কোন সুলতানের আমন্ত্রণে বাবর সর্বপ্রথম ভারতবর্ষের দিকে দৃষ্টিপাত করেন ?

(ক) ইব্রাহিম লোদী       (খ) আলম খাঁ লোদী       (গ) দৌলত খাঁ লোদী ও আলম খাঁ লোদী       (ঘ) সাহেবানী খাঁ

 

56.  কবুলিয়ত ও পাট্টা প্রথা কে প্রবর্তন করেন  ?

(ক) আকবর       (খ) শেরশাহ্       (গ) বাবর       (ঘ) শাহজাহান

 

57.  সড়ক-ই-আজম কে নির্মাণ করেন  ?

(ক) শেরশাহ্        (খ) মহম্মদ বিন তুঘলক        (গ) আকবর        (ঘ) আলাউদ্দিন

 

58.  শেরশাহের পৃষ্ঠপোষকতায় ‘পদ্মাবতী’ কাব্য কে রচনা করেন ?  

(ক) মালিক কাফুর       (খ) মালিক মহম্মদ জয়সী       (গ) হিমু       (ঘ) এরা কেউ নয়

 

59.  ব্রহ্মজিৎ গৌড় শেরশাহের কী ছিলেন ?

(ক) হিন্দু সেনাপতি       (খ) ভাই       (গ) সভাকবি        (ঘ) সভাসদ

 

60.  ‘বিক্রমজিৎ’ উপাধি কে ধারণ করেন  ?

(ক) ব্রহ্মজিৎ গৌড়        (খ) শেরশাহ       (গ) হিমু        (ঘ) আদিল শাহ

 

61.  হিমু ও আকবরের মধ্যে পাণিপথের দ্বিতীয় যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল ?

(ক) ১৫৫৫       (খ) ১৫৫৬       (গ) ১৫২৬      (ঘ) ১৫৭৫

 

62.  হলদিঘাটের যুদ্ধে (১৫৭৬ )আকবরের প্রতিপক্ষ  কে ছিলেন  ?

(ক) মানসিংহ       (খ) সংগ্রাম সিংহ        (গ) উদয় সিংহ       (ঘ) রাণা প্রতাপ

 

63.  হলদিঘাটের যুদ্ধে আকবরের পক্ষে প্রধান সেনাপতি কে ছিলেন ?

(ক) বৈরাম খাঁ       (খ) হিমু       (গ) মানসিংহ       (ঘ) আসফ খাঁ

 

64.  আকবরের সাম্রাজ্য বিস্তারের সর্বশেষ পদক্ষেপটি কী ?  

(ক) কালিঞ্জর দুর্গ অবরোধ        (খ) রায়গড় দুর্গ জয়       (গ) আসসীরগড় দুর্গ জয়        (ঘ) চিতর দুর্গ অধিকার

 

65.  আকবরের সাম্রাজ্য বিভক্ত ছিল ১৫ টি ——

(ক) প্রদেশে       (খ) পরগনায়        (গ) সুবায়         (ঘ) সরকারে

 

66.  বাবর ও রাণাসঙ্গের মধ্যে খানুয়ার যুদ্ধ কত সালে হয় ?  

(ক) ১৫২৮ সালে       (খ) ১৫২৭ সালে        (গ) ১৫২৬ সালে      (ঘ) ১৫৫৬ সালে

 

67.  কত সালে বাবর মারা যান ?

(ক) ১৫৪০ সালে      (খ) ১৫৫৫ সালে       (গ) ১৫৩০ সালে      (ঘ) ১৫২৮ সালে

 

68.  শেরশাহের প্রকৃত নাম কী ?

(ক) শের খাঁ      (খ) আজম খাঁ      (গ) ফরিদ খাঁ       (ঘ) ফরিদ শাহ

 

69.  কোন দুর্গ অবরোধকালে শের শাহের মৃত্যু হয় ?

(ক) কালিঞ্জর        (খ) চুনার       (গ) চান্দেরী       (ঘ) চিতোর

 

70.  শেরশাহ তাঁর সাম্রাজ্যকে কয়টি সরকারে ভাগ করেন ?  

(ক) ৪৮ টি       (খ) ৩৫ টি        (গ) ৪৭ টি       (ঘ) ৪৬ টি

 

71.  জালাল খাঁ ও শের খাঁ মধ্যে যে যুদ্ধ হয় তা কী নামে পরিচিত ?  

(ক) সুরজগড়ের যুদ্ধ         (খ) বিলগ্রামের যুদ্ধ        (গ) কনৌজের যুদ্ধ                (ঘ) গোগরার যুদ্ধ

 

72.  শেরশাহ ও হুমায়ুনের মধ্যে যে যুদ্ধটি সংঘটিত হয়েছিল তা কী নামে পরিচিত ?

(ক) বিলগ্রামের যুদ্ধ        (খ) উদয়্নালার যুদ্ধ       (গ) গোগরার যুদ্ধ        (ঘ) সুরজগড়ের যুদ্ধ   

 

73.  হামিদাবানু আকবরের কে ছিলেন ?

(ক) মাতা       (খ) ভগিনী        (গ) প্রথমা স্ত্রী       (ঘ) কেউ নয়

 

74.  শেরশাহের প্রধানমন্ত্রীর পদটির নাম কী ?

(ক) দেওয়ান-ই রামালত        (খ) ওয়াজির        (গ) মুন্সেফ        (ঘ) শিকদার-ই-শিকদারান

 

75.  আকবরের আমলে অর্থ মন্ত্রীকে কী বলা হত ?

(ক) ভকিল         (খ) মীরবক্সী       (গ) সদর –ই-সদুর        (ঘ) দেওয়ান

 

76.  টোডরমল কতৃক নির্ধারিত রাজস্বব্যবস্থা কী নামে পরিচিত ?

(ক) আইন-ই-পাঁচসালা       (খ) আইন-ই-দশসালা       (গ) আইন-ই-আটসালা       (ঘ) কোনোটাই নয়

 

77.  ‘দীন-ই-ইলাহি’ ধর্ম মত কে প্রবর্তন করেন ?

(ক) নিজামউদ্দিন আউলিয়া       (খ) সেখ সেলিম চিস্তি       (গ) আকবর        (ঘ) শেরশাহ

 

78.  ‘আকবরনামা’ ও ‘আইন-ই-আকবরী’ কে রচনা করেন  ?

(ক) ফৈজি       (খ) ফেরিস্তা       (গ)আবুল ফজল        (ঘ) আব্দুল হামিন

 

79.  আকবরের রাজসভার একজন কবির নাম —

(ক) তানসেন       (খ) বীরবল        (গ) ফেরিস্তা       (ঘ) ফৈজি

 

80.  ‘সুরসাগর’-এর রচিয়তা কে ?

(ক) তুলসীদাস        (খ) সুরদাস        (গ) তানসেন       (ঘ) বীরবল

 

81.  আকবরের রাজত্বকালের একজন শ্রেষ্ঠ চিত্রশিল্পী হলেন —

(ক) খাজা আব্দুল সামাদ        (খ) আব্দুল হামিদ লাহোরী       (গ) নাদির সমরখন্দি       (ঘ) খাজা মৈনুদ্দিন চিশতি

 

82.  ‘মহামতি’ কাকে বলা হত ?

(ক) শেরশাহ       (খ) হুসেন শাহ       (গ) ইলিয়াস শাহ       (ঘ) আকবর

 

83.  তানসেন আকবরের রাজসভার একজন —

(ক) সভাকবি       (খ) সুরকার       (গ) সঙ্গীতজ্ঞ        (ঘ) চিত্রশিল্পী

 

84.  ফতেপুর-সিক্রি কে নির্মাণ করেন  ?

(ক) ওস্তাদ ঈশা        (খ) শাহজাহান        (গ) আকবর        (ঘ) সেলিম চিস্তি

 

85.  শেখ সেলিম চিস্তির সমাধি কোথায় অবস্থিত ?

(ক) ফতেপুর সিক্রিতে       (খ) গুজরাটে        (গ) রাজস্থানে        (ঘ) কাশ্মীরে

 

86.  আকবরের প্রধানমন্ত্রীকে কী বলা হত ?

(ক) ওয়াজির        (খ) ভকিল        (গ) মুমালিক       (ঘ) মীরবক্সী

 

87.  মনসবদারী প্রথা কে প্রচলন করেন ?

(ক) আকবর        (খ) শেরশাহ       (গ) ঔরঙ্গজেব       (ঘ) জাহাঙ্গীর

 

88.  আকবরের আমলে টোডরমল কোন পদে অধিষ্ঠিত ছিলেন ?

(ক) প্রধানমন্ত্রী        (খ) মনসবদার        (গ) সুবাদার         (ঘ) দেওয়ান

 

89.  উৎপাদিকা শক্তির উপর ভিত্তি করে টোডরমল জমিকে কয় ভাগে বিভক্ত করেছিলেন ?

(ক) পাঁচ ভাগে        (খ) তিন ভাগে       (গ) চার ভাগে        (ঘ) দুই ভাগে

 

90.  পোলাজ,  পরাউতি,  চাচর ও বঞ্জর  —কীসের শ্রেণী বিভাগ ?

(ক) করের        (খ) সেনাবাহিনীর        (গ) জমির উর্বরাশক্তির        (ঘ) সম্পত্তির হিসাবের

 

91.  বুলন্দ-দরওয়াজা কে নির্মাণ করিয়েছিলেন ?

(ক) শেরশাহ       (খ) আকবর        (গ) জাহাঙ্গীর         (ঘ) ঔরঙ্গজেব

 

92.  কাংড়া বা নগরকোট দুর্গ কে জয় করেছিলেন  ?   

(ক) আকবর        (খ) ঔরঙ্গজেব        (গ) হুমায়ুন        (ঘ) জাহাঙ্গীর

 

93.  কোন মুঘল সম্রাটের আমলে মুঘল চিত্রশিল্প উন্নতির শিখরে পৌঁছেছিল ?

(ক) ঔরঙ্গজেব        (খ) জাহাঙ্গীর        (গ) শাহজাহান       (ঘ) আকবর      

 

94.  সেকেন্দ্রায় আকবরের সমাধি কে নির্মাণ করেছিলেন ?

(ক) শাহজাহান        (খ) আকবর        (গ) জাহাঙ্গীর        (ঘ) ঔরঙ্গজেব

 

95.  আগ্রায় ইতিমাদ–উল্লার সমাধি কে নির্মাণ করেন ?

(ক) শাহজাহান        (খ) আকবর        (গ) জাহাঙ্গীর        (ঘ) ঔরঙ্গজেব

 

96.  তাজমহল, মোতিমহল, খাসমহল, শিশমহল —এগুলি নির্মাণ করিয়েছিলেন কে ?

(ক) আকবর        (খ) শাহজাহান        (গ) জাহাঙ্গীর       (ঘ) বাহাদুর শাহ

 

97.  মুসাম্মান বুরজ সৌধ কে নির্মাণ করিয়েছিলেন ?

(ক) জাহাঙ্গীর       (খ) আকবর        (গ) শাহজাহান        (ঘ) শেরশাহ

 

98.  জাহাঙ্গীরের রাজত্বকালে কোন ইংরেজ দূত ভারতে আসেন ?

(ক) মানুচি        (খ) বার্নিয়ে        (গ) পেলসার্ট        (ঘ) উইলিয়াম হকিন্স

 

99.  ‘তুজুক-ই-জাহাঙ্গীরী’  কে রচনা করেন  ?

(ক) শাহাজান        (খ) জাহাঙ্গীর        (গ) মেহেরুন্নিসা         (ঘ) শের আফগান

 

100.  কোন ইংরেজ দূত জাহাঙ্গীরের কাছ থেকে সর্বপ্রথম ভারতে বাণিজ্যসংক্রান্ত কতগুলি সুযোগ সুবিধা আদায় করেন ?

(ক) উইলিয়াম হকিন্স        (খ) র‍্যালফ ফীচ      (গ) টমাস রো       (ঘ) পার্কাস

***

Related Items

MCQ for Miscellaneous Exam - Indian History Set - VIII

Sample Question Paper for WBCS Main Exam General Studies -I [ Practice Set - VIII  based on Indian History ]

1.  সলবাই –এর সন্ধি কত খ্রীষ্টাব্দে স্বাক্ষরিত হয় ?

MCQ for Miscellaneous Exam - Indian History Set - VII

Sample Question Paper for WBCS Main Exam [ Practice Set - VII based on Indian History ]

1. মুঘল আমলে অথর্ব বেদের অনুবাদ করেন কে ?

(ক) ঘিজলী       (খ) ফৈজী       (গ) হাজি ইব্রাহিম       (ঘ)বদাউনী

 

MCQ for Miscellaneous Exam - Indian History Set - V

Sample Question Paper for WBCS Main Exam [ Practice Set - V based on Indian History ]

1.  কণিষ্ক-এর বিখ্যাত মস্তকহীন মূর্তি কোন শিল্পরীতির উদাহরণ ?   

(ক) গান্ধার      (খ) গ্রীক     (গ) মথুরা     (ঘ) রোমান

 

MCQ for Miscellaneous Exam - Indian History Set - IV

Sample Question Paper for WBCS Main Exam [ Practice Set - IV based on Indian History ]

1.  উপনিষদ বেদের ——

(ক) মধ্য ভাগ       (খ) প্রথম ভাগ       (গ) শেষ ভাগ       (ঘ) তৃতীয় ভাগ

 

2. উপনিষদে প্রাধান্য পেয়েছে ——

MCQ for Miscellaneous Exam - Indian History Set - III

Sample Question Paper for WBCS Main Exam [ Practice Set - III based on Indian History with special emphasis on National Movement]

1.  হান্টার কমিশনের রিপোর্ট কত সালে প্রকাশিত হয় ?

(A) 1911 সালে       (B) 1919 সালে      (C)1920 সালে      (D) 1917 সালে