Madhyamik Examination (WBBSE) - 2022 History (Bengali version)

Submitted by avimanyu pramanik on Tue, 05/03/2022 - 10:31

2022

HISTORY

Time — 3 Hours 15 Minutes

(First 15 minutes for reading the question paper only)

Full Marks — 90 For Regular Candidates

  Full Marks — 100 For External Candidates

Special credit will be given for answers which are brief and to the point.

Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting.

['ক' বিভাগ থেকে 'ঙ' বিভাগ পর্যন্ত প্রদত্ত প্রশ্ন নিয়মিত ও বহিরাগত সব পরীক্ষার্থীদের জন্য ।

'চ' বিভাগে প্রদত্ত প্রশ্ন শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য]

('ক' বিভাগে সকল প্রশ্ন অবশ্যিক । অন্য বিভাগে বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয় ।

'খ' বিভাগে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীরা বিকল্প প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর লিখবে । অন্য সকলে মানচিত্র চিহ্নিত করবে ।)

 

বিভাগ — 'ক'

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ :                                                                                               ১x২০=২০

  ১.১  সত্যজিৎ রায় যুক্ত ছিলেন —

         (ক) খেলার ইতিহাসে      (খ) শহরের ইতিহাসে      (গ) নারীর ইতিহাসে      (ঘ) শিল্পচর্চার ইতিহাসে

  ১.২  রেশম আবিষ্কৃত হয় প্রাচীন —

         (ক) ভারতে      (খ) রোমে      (গ) পারস্যে      (ঘ) চীনদেশে 

  ১.৩ 'নিষিদ্ধ শহর' বলা হয় —

         (ক) লাসাকে      (খ) বেইজিংকে      (গ) রোমকে      (ঘ) কনস্ট্যানটিনোপলকে

  ১.৪  'বঙ্গদর্শন' সাময়িক পত্রটি ছিল একটি —

         (ক) সাপ্তাহিক পত্রিকা      (খ) পাক্ষিক পত্রিকা      (গ) মাসিক পত্রিকা       (ঘ) বাৎসরিক পত্রিকা

  ১.৫  'নীলদর্পণ' নাটকটি ছাপা হয়েছিল —

         (ক) নদীয়াতে      (খ) ঢাকায়       (গ) শ্রীরামপুরে      (ঘ) কলকাতায়

  ১.৬  রামমোহন রায় এর পরবর্তীকালে ব্রাহ্মসমাজ পরিচালনা করেন —

         (ক) অক্ষয়কুমার দত্ত       (খ) দেবেন্দ্রনাথ ঠাকুর      (গ) রামচন্দ্র বিদ্যাবাগীশ      (ঘ) তারাচাঁদ চক্রবর্তী

  ১.৭  বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্রটি হল —

         (ক) সমাচার দর্পণ      (খ) সম্বাদ প্রভাকর      (গ) ব্রাহ্মণ সেবধি      (ঘ) বাঙাল গেজেটি

  ১.৮  কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক ছিলেন —

          (ক) সৈয়দ আমীর আলি     (খ) আব্দুল লতিফ       (গ) দেলওয়ার হোসেন আহমেদ       (ঘ) সৈয়দ আহমেদ

  ১.৯  ঔপনিবেশিক অরণ্যআইনের বিরুদ্ধে সংঘটিত একটি আদিবাসী বিদ্রোহ হল —

         (ক) সন্ন্যাসী-ফকির বিদ্রোহ      (খ) চুয়াড় বিদ্রোহ      (গ) কোল বিদ্রোহ      (ঘ) রম্পা বিদ্রোহ

  ১.১০  'সন্ন্যাসী বিদ্রোহ' কথাটি প্রথম ব্যবহার করেন —

           (ক) ভিনসেন্ট স্মিথ      (খ) জেমস মিল     (গ) ওয়ারেন হেস্টিংস      (ঘ) লর্ড কর্ণওয়ালিশ

  ১.১১  সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহটি হল —

           (ক) চুয়াড় বিদ্রোহ      (খ) ফরাজি আন্দোলন      (গ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহ      (ঘ) সাঁওতাল বিদ্রোহ

  ১.১২  মির নিশার আলি নেতৃত্ব দিয়েছিলেন —

          (ক) বাংলার ওয়াহাবি আন্দোলনে     (খ) ফরাজি আন্দোলনে      (গ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহে     (ঘ) নীল বিদ্রোহে

  ১.১৩  'রাষ্ট্রগুরু' নামে পরিচিত ছিলেন —

           (ক) রামমোহন রায়      (খ) রাজনারায়ণ বসু      (গ) নবগোপাল মিত্র      (ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

  ১.১৪  মহাবিদ্রোহকে (১৮৫৭) 'কৃষক বিদ্রোহ' আখ্যা দিয়েছেন —

          (ক) সুরেন্দ্রনাথ সেন      (খ) রমেশচন্দ্র মজুমদার      (গ) শশীভূষণ চৌধুরি      (ঘ) বিনায়ক দামোদর সাভারকর

  ১.১৫  আনন্দ মোহন বসু ছিলেন ভারত সভার ———

           (ক) প্রতিষ্ঠাতা      (খ) সভাপতি      (গ) সহ-সভাপতি      (ঘ) সচিব

  ১.১৬  'বন্দেমাতরম' সঙ্গীতটি রচনা করেন —

           (ক) রবীন্দ্রনাথ ঠাকুর      (খ) সত্যেন্দ্রনাথ ঠাকুর      (গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়      (ঘ) স্বামী বিবেকানন্দ

  ১.১৭  বসুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা, জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন —

           (ক) গণিত শাস্ত্রের       (খ) রসায়ন শাস্ত্রের       (গ) পদার্থ বিদ্যার       (ঘ) উদ্ভিদ বিদ্যার 

  ১.১৮  'বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ' প্রতিষ্ঠিত হয়েছিল —

            (ক) ১৮৩৩ খ্রিঃ     (খ) ১৮৫৬ খ্রিঃ       (গ) ১৮৮০ খ্রিঃ      (ঘ) ১৯০৩ খ্রিঃ

  ১.১৯  'জাতীয় শিক্ষা পরিষদ' (১৯০৬) -এর প্রথম সভাপতি ছিলেন —

           (ক) রাসবিহারী ঘোষ      (খ) অরবিন্দ ঘোষ      (গ) তারকনাথ পালিত      (ঘ) সতীশচন্দ্র মুখোপাধ্যায়

  ১.২০  'দিগদর্শন' -এর সম্পাদক ছিলেন —

           (ক) উইলিয়াম কেরি      (খ) জোশুয়া মার্শম্যান       (গ) ফেলিক্স কেরি      (ঘ) জনক্লার্ক মার্শম্যান

 

বিভাগ 'খ'

২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও) :     ১x১৬=১৬

উপবিভাগ : ২.১

     একটি বাক্যে উত্তর দাও :                                                                                                              ১x৪=৪

     (২.১.১)  কোন বছর 'সোমপ্রকাশ' -এর প্রকাশনা সাময়িকভাবে স্থগিত রাখা হয় ?

     (২.১.২)  কলকাতার ঔপনিবেশিক স্থাপত্যগুলির যেকোনো একটি উল্লেখ কর ।

     (২.১.৩)  রেভাঃ জেমস লঙ্ কোন অপরাধে অপরাধী সাব্যস্ত হয়েছিলেন ?

     (২.১.৪)  'বিদ্যাহারাবলী' গ্রন্থটি কে রচনা করেন ?

উপবিভাগ : ২.২

     ঠিক বা ভুল নির্ণয় কর :                                                                                                             ১x৪=৪

     (২.২.১)  ভারতের কামান প্রথম ব্যবহৃত হয় পলাশীর যুদ্ধে ।

     (২.২.২)  ১৯১১ খ্রিস্টাব্দে মোহন বাগান ক্লাব আই.এফ.এ. শিল্ড জয় করেছিল ।

     (২.২.৩)  প্রথম বিধবা বিবাহ করেন শ্রীশচন্দ্র ন্যায়রত্ন ।

     (২.২.৪)  ল্যান্ডহোল্ডার্স সোসাইটির অন্যতম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর ।

 

উপবিভাগ : ২.৩

     'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও :                                                                                                ১x৪=৪

  'ক' স্তম্ভ   'খ' স্তম্ভ
(২.৩.১) লর্ড রিপন (১) জমিদার সভা
(২.৩.১) রামমোহন রায় (২) হান্টার কমিশন
(২.৩.১) দ্বারকানাথ ঠাকুর (৩) বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট
(২.৩.১) তারকনাথ পালিত (৪) অ্যাংলো হিন্দু স্কুল

 

উপবিভাগ : ২.৪

    প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত কর ও নামাঙ্কিত কর :                       ১x৪=৪

    (২.৪.১)  নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র — নদীয়া ।

    (২.৪.২)  কোল বিদ্রোহের এলাকা — ছোটনাগপুর ।

    (২.৪.৩) মহাবিদ্রোহের (১৮৫৭) অন্যতম কেন্দ্র — দিল্লি ।

    (২.৪.৪) মহাবিদ্রোহের (১৮৫৭) অন্যতম কেন্দ্র — কানপুর ।

অথবা

( কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য )

     শূন্যস্থান পূরণ কর :                                                                                                                   ১x৪=৪  

     (২.৪.১)  'হুল' কথাটির অর্থ হল ——— ।

     (২.৪.২)  'নীল দর্পণ' নাটকটি রচনা করেন ——— ।

     (২.৪.৩)  ভারতের প্রথম ভাইসরয় ছিলেন ——— ।

     (২.৪.৪)  'শ্রীরামপুর মিশন প্রেস' প্রতিষ্ঠিত হয়েছিল ——— খ্রিস্টাব্দে ।

উপবিভাগ : ২.৫

     নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন কর :                                                                 ১x৪=৪

     (২.৫.১)  বিবৃতি : ১৮১৭ খ্রিস্টাব্দে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় ।

                 ব্যাখ্যা ১ : এই কলেজে শুধুমাত্র হিন্দু ছাত্রদের প্রবেশাধিকার ছিল ।

                 ব্যাখ্যা ২ :  এই কলেজে হিন্দু ও ব্রাহ্ম ছাত্রদের প্রবেশাধিকার ছিল ।

                 ব্যাখ্যা ৩ :  এই কলেজে সকল ধর্মের ছাত্রদের প্রবেশাধিকার ছিল ।

     (২.৫.২)  বিবৃতি : ঔপনিবেশিক সরকার উপজাতিদের জন্য 'দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সী' নামে একটি পৃথক অঞ্চল গঠন করেছিলেন ।

                 ব্যাখ্যা ১ :  এটি গঠিত হয়েছিল চুয়াড় বিদ্রোহের পর ।

                 ব্যাখ্যা ২ :  এটি গঠিত হয়েছিল কোল বিদ্রোহের পর ।

                 ব্যাখ্যা ৩ : এটি গঠিত হয়েছিল মুন্ডা বিদ্রোহের পর ।

    (২.৫.৩)  বিবৃতি :  ১৯১৭ খ্রিস্টাব্দে জগদীশচন্দ্র বসু বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন ।

                 ব্যাখ্যা ১ : এটি উদ্ভিদ বিদ্যা গবেষণার উন্নতির জন্য প্রতিষ্ঠিত হয় ।

                 ব্যাখ্যা ২  : এটি বিজ্ঞান শিক্ষার প্রসারের জন্য প্রতিষ্ঠিত হয় ।

                 ব্যাখ্যা ৩ :  এটি বিজ্ঞান গবেষণার উন্নতির জন্য প্রতিষ্ঠিত হয় ।

   (২.৫.৪)   বিবৃতি :  উনিশ শতকে বাংলার প্রকাশকগণ তাদের বই বিক্রির জন্য ফেরিওয়ালাদের উপর নির্ভর করতেন ।

                ব্যাখ্যা ১ : কারণ, বইয়ের দোকান ছিল অত্যন্ত সীমিত ।

                ব্যাখ্যা ২ : কারণ, বই বিক্রি করাকে নিম্নস্তরের পেশা বলে মনে করা হত ।

                ব্যাখ্যা ৩ : কারণ, এটি ছিল সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছবার সুলভতম ও সহজতম উপায় ।

 

বিভাগ 'গ'

৩।  দু'টি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( যে কোনো ১১টি )                                        ২x১১=২২

   ৩.১  সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী ?

   ৩.২  'সরকারি নথিপত্র' বলতে কী বোঝায় ?

   ৩.৩  স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় ?

   ৩.৪  মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন ?

   ৩.৫  লর্ড হার্ডিঞ্জ -এর 'শিক্ষাবিষয়ক নির্দেশনামা' গুরুত্বপূর্ণ কেন ?

   ৩.৬  'বাংলার নবজাগরণ' বলতে কী বোঝায় ?

   ৩.৭  ফরাজি আন্দোলন ব্যর্থ হল কেন ?

   ৩.৮  তিতুমীর স্মরণীয় কেন ?

   ৩.৯  শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন মহাবিদ্রোহের (১৯৫৭) বিরোধিতা করেছিল ?

   ৩.১০  ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন  ?

   ৩.১১  নবগোপাল মিত্র কে ছিলেন ?

   ৩.১২  উনিশ শতকের বাংলা জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের কীরূপ ভূমিকা ছিল ?

   ৩.১৩  জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয় ?

   ৩.১৪ 'বিদ্যাসাগর সাট' বলতে কী বোঝায় ?

   ৩.১৫  বাংলা ছাপাখানার বিকাশে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী  ?

   ৩.১৬  গ্রামীণ শিল্প ও বৃত্তি শিক্ষার প্রসারে রবীন্দ্রনাথ -এর অবদান কীরূপ ছিল ?

বিভাগ 'ঘ'

৪। সাত বা আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও । প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ২টি করে প্রশ্নসহ মোট ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে ।

উপবিভাগ : ঘ.১

   ৪.১  উনিশ শতকে বাংলায় নারীশিক্ষা বিস্তারে রাজা রাধাকান্তদেব কীরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন ?

   ৪.২  লর্ড মেকলে-কে কী এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায় ?

   ৪.৩  ঔপনিবেশিক সরকার কী উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিল ?

   ৪.৪  নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ কর ।

উপবিভাগ : ঘ.২

   ৪.৫  জাতীয়তাবাদ প্রসারে হিন্দুমেলার ভূমিকা বিশ্লেষণ কর ।

   ৪.৬  'গোরা' উপন্যাসটিতে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ কর ।

   ৪.৭  ছাপাখানা বাংলায় শিক্ষা বিস্তারে কীরূপ পরিবর্তন এনেছিল ?

   ৪.৮  বাংলায় ছাপাখানার বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের ভূমিকা বিশ্লেষণ কর ।

 

বিভাগ 'ঙ'

৫।  পনেরো বা ষোলোটি বাক্যে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও :                                                               ৮x১=৮

   ৫.১  উনিশ শতকের বাংলায় ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণদেবের ভূমিকা সংক্ষেপে আলোচনা কর ।                           ৮ 

   ৫.২  সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল  ? এই বিদ্রোহ ব্যর্থ হ'ল কেন  ?                                     ৫+৩

   ৫.৩  হ্যালহেডের 'এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ' গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন ? বাংলা ছাপাখানার বিকাশে

           চার্লস উইলকিন্স -এর ভূমিকা বিশ্লেষণ কর ।                                                                                          ৩+৫

( কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য )

বিভাগ 'চ'

৬।  ৬.১  একটি পূর্ণবাক্যে উত্তর দাও ( যে কোনো চারটি ) :                                                                             ১x৪=৪

           ৬.১.১  কোন বছর 'বঙ্গদর্শন' প্রকাশিত হয় ?

           ৬.১.২  নীল কমিশন কবে গঠিত হয়  ?

           ৬.১.৩ কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়  ?

           ৬.১.৪  ভাগনাডিহিতে কোন বিদ্রোহের সূচনা হয়  ?

           ৬.১.৫  'ভারতমাতা' চিত্রটি কে এঁকে ছিলেন  ?

           ৬.১.৬  বসুবিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন  ?

   ৬.২  দু'টি বা তিনটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও ( যে কোনো তিনটি ) :                                             ২ x ৩=৬ 

         ৬.২.১  ডেভিড হেয়ার বিখ্যাত কেন  ?

         ৬.১.২  'বিপ্লব' বলতে কী বোঝায়  ?

         ৬.১.৩ ভারত সভা প্রতিষ্ঠিত দু'টি উদ্দেশ্য লেখ ।

         ৬.১.৪  পঞ্চানন কর্মকার স্মরণীয় কেন  ?

         ৬.১.৫  কী উদ্দেশ্যে 'শ্রীনিকেতন' গড়ে ওঠে ?

******

Comments

Related Items

Madhyamik Examination (WBBSE) - 2019 ENGLISH (Second Language)

1. Read the passage carefully and answer the questions that follows : " What have you written, Father ?" Swami asked apprehensively. "Nothing for you. Give it to your headmaster and go to your class." "Have you written anything about our teacher Samuel ?" "Yes. Plenty of thing"

Madhyamik Examination (WBBSE) - 2019 Life Science (Bengali version)

১.১ ট্রপিক চলন সম্পর্কিত নীচের কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো— (ক) এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত (খ) উদ্ভিদ বা উদ্ভিদ-অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হয় (গ) ভলভক্স নামক শ্যাওলায় এই চলন দেখা যায় (ঘ) এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্র চলন

Madhyamik Examination (WBBSE) - 2019 MATHEMATICS (Bengali Version)

[i] কোনো অংশীদারি ব্যবসায়ে দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত [tex] {{1 \over 2} : {1 \over 3}} [/tex] হলে, তাদের মূলধনের অনুপাত— (a) 2 : 3 (b) 3 : 2 (c) 1 : 1 (d) 5 : 3 [ii] যদি [tex] p + q = \sqrt {13}[/tex] এবং [tex] p - q = \sqrt 5 [/tex] হয়, তাহলে pq -এর মান— (a) 2 (b) 18 (c) 9 (d) 8

Madhyamik Examination (WBBSE) - 2019 Physical Science (Bengali version)

1.1 নীচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে ? (a) N2 (b) O2 (c) CH4 (d) He 1.2 STP -তে 2.24 L অধিকার করে (a) 4.4g CO2 (b) 0.64g SO2 (c) 28g CO (d) 16g O2 (C=12, O=16, S=32)

Madhyamik Examination (WBBSE) - 2019 Geography (Bengali version)

১.১ যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়, তাকে বলে— (ক) আরোহণ প্রক্রিয়া (খ) অবরোহণ প্রক্রিয়া (গ) আবহবিকার প্রক্রিয়া (ঘ) নগ্নীভবন প্রক্রিয়া ১.২ পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে— (ক) নুনাটাক (খ) ক্লেভাস (গ) অ্যারেট (ঘ) সার্ক