দ্বিঘাত সমীকরণ (Quadratic Equation)

Submitted by arpita pramanik on Wed, 02/16/2011 - 15:21

দ্বিঘাত সমীকরণ (Quadratic Equation)

কোনো সমীকরণে অজ্ঞাত রাশির সর্বোচ্চ ঘাত হলে তাকে দ্বিঘাত সমীকরণ বলে । 

যে দ্বিঘাত সমীকরণে অজ্ঞাত রাশির ঘাত কেবলমাত্র দুই এবং একঘাত অজ্ঞাত রাশি অনুপুস্থিত থাকে তাকে বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ (Pure Quadratic Equation) বলে । যেমন [tex]a{x^2} + c = 0[/tex] যেখানে [tex]a \ne 0[/tex] একটি বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ । 

কিন্তু কোনো দ্বিঘাত সমীকরণে অজ্ঞাত রাশির দুই ঘাত এবং একঘাত উভয়েই উপস্থিত থাকলে তাকে অবিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ (Adfected Quadratic Equation) বলে । যেমন [tex]a{x^2} + bx + c = 0[/tex] যেখানে [tex]a \ne 0[/tex] একটি অবিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ । 

দ্বিঘাত সমীকরণ কিভাবে সমাধান করা যায় ?

দ্বিঘাত সমীকরণকে সমাধান করতে হলে প্রদত্ত সমীকরণকে সরল ও পক্ষান্তর করে ডানদিকে শূন্য রেখে সমস্ত পদকে বামদিকে রাখা হয় । তারপর , বামদিকের রাশিমালাকে উৎপাদকে বিশ্লেষণ করে প্রতিটি উৎপাদককে শূন্য ধরে অজ্ঞাত রাশির মান নির্ণয় করা হয় । 

মনে রাখা দরকার, দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে অজ্ঞাত রাশির দুটি মান পাওয়া যায় । 

প্রয়োজনীয় পক্ষান্তর এবং সরল করে যদি কোনো দ্বিঘাত সমকরণ কে [tex]a{x^2} = c[/tex] এই আকারে প্রকাশ করা যায়, তবে তার নির্ণেয় সমাধান হবে [tex]x =  \pm \sqrt {\frac{c}{a}} [/tex]

বামদিকের রাশিমালাকে উৎপাদকে বিষশ্লেষণ সম্ভব না হলে শ্রীধর আচার্যের সূত্র ধরে সমাধান করতে হবে ।

শ্রীধর আচার্যের সূত্র

মনে করি একটি দ্বিঘাত সমীকরণ হল [tex]a{x^2} + bx + c = 0[/tex] যেখানে [tex]a \ne 0[/tex]

এর সমাধান হবে [tex]x = \frac{{ - b \pm \sqrt {{b^2} - 4ac} }}{{2a}}[/tex]

অর্থাৎ বিজদ্বয় হবে [tex]x = \frac{{ - b + \sqrt {{b^2} - 4ac} }}{{2a}}[/tex] এবং [tex]x = \frac{{ - b - \sqrt {{b^2} - 4ac} }}{{2a}}[/tex]

বর্গমূল চিহ্নের ভিতরের অংশ [tex]{{b^2} - 4ac}[/tex] কে নিরূপক বলে । 

******

Related Items

লম্ব পিরামিড (Right Pyramid)

লম্ব পিরামিড (Right Pyramid)

পিরামিডের সংজ্ঞা (Definition of Pyramid)

অসমীকরণ (Inequality)

অসমীকরণ (Inequality)

সমাহার বৃদ্ধি ও হ্রাস

সমাহার বৃদ্ধি ও হ্রাস (Uniform increase and decrease) :

চক্রবৃদ্ধি সুদের নিয়মাবলি ও সূত্র অনুসরণ করে কোনো বস্তু অথবা কোনো জিনিসের সমাহার বৃদ্ধি এবং হ্রাস অথবা চূড়ান্ত মূল্য নির্ধারণ সংক্রান্ত সমস্যার সমাধান করা যায় । 

সরল সুদকষা ও চক্রবৃদ্ধি সুদ

সরল সুদকষা ও চক্রবৃদ্ধি সুদ (Simple Interest and Compound Interest) :

কিছু সময়ের জন্য ব্যাঙ্ক বা পোস্ট অফিসে কিছু পরিমাণ টাকা রাখার পর তুলে নিলে কিছু অতিরিক্ত অর্থ পাওয়া যায় । এই অতিরিক্ত অর্থ কে সুদ (Interest) বলা হয় । যে টাকা জমা রাখা হয় তাকে আসল

সরল সুদকষা (Simple Interest)

আসল বা মূলধন, সুদের হার, মোট সুদ, সুদ-আসল বা সবৃদ্ধিমূল, অধমর্ণ, উত্তমর্ণ, সুদ-কষা সম্পর্কিত বিষয়গুলির পারস্পরিক সম্পর্ক, সরল সুদ নির্ণয়ের সাধারণ সুত্র, আসল ও মোট সুদের মধ্যে সরল সম্পর্ক অর্থাৎ আসল বাড়লে মোট সুদ বাড়বে , আসল কমলে মোট সুদ কমবে ...