wbcs optional history question and answar

Submitted by Anonymous (not verified) on Thu, 04/10/2014 - 20:39

Q.write in brief  about the antiquity of  the INDUS VALLEY CIVILISATION

      বিংশ শতকের গোড়া পর্যন্ত আমাদের ধারনা ছিল যে প্রাচিন ভারতের ইতিহাস বৈদিকযুগ থেকে শুরু হয়েছে।এমনকি স্মিথ বলেন যে ‘হিন্দু সভ্যতার শিকর বৈদিকযুগ থেকে দেখা যায়।কিন্তু সিন্ধুসভ্যতার আবিষ্কার এই ধারনার আমূল বদল ঘটায়।১৯২১ সালে দায়ারাম সাহানি পাঞ্জাবের মন্তগমারি জেলায় ইরাবতি নদির তিরে এক উন্নত নগরসভ্যতার সন্ধান পান।অনুরুপে রাখালদাস বন্দ্যপাধ্যায় ১৯২২ সালে সিন্ধুপ্রদেশের লারকানা জেলায় মহেঞ্জদারো নামক স্থানে খৃপূ ৩০০০ বছর আগেকার এক উন্নত নাগরিক সভ্যতার আবিষ্কার করেন। সিন্ধু নদের তিরে এই সভ্যতা গড়ে উঠেছিল বলে এটী সিন্ধু সভ্যতা নামে অভিহিত করা হয়ে থাকে।প্রচুর স্থানে সিন্ধু সভ্যতার নির্দশন থাকলেও হরপ্পা সরবাধিক প্রাচিন বলে অনেকে একে হরপ্পা সভ্যতা বলে থাকেন।

প্রাচিনত্বের বিশ্লেষনঃ বর্তমানে এর প্রাচিনত্বের সন্দেহ অনেকাংশে নিরশ্ন করা গেছে।মারশাল এর মতে এই সভ্যতা ছিল সর্বাপেক্ষা প্রাচিন।ডুরান্ডের অভিমত আনুযায়ি এই সভ্যতা ছিল মিসরীয় সভ্যতা অপেক্ষাও প্রাচিন। এই সভ্যতার কালসিমা প্রাচিনত্ব নির্নয় করা খুব কঠিন ,নিয়ত পরিবরতনশিল ও বিতর্কযুক্ত।অধিকাংশ ঐতিহাসিকগন এই বাপারে এক্মত হয়েছেন যে এই সভ্যতা্র সূচনা বিস্তার (সাতবার)ও বিলুপ্তি খৃপূ৩২৫০ থেকে ২৭৫০ এর মধ্যে সমাপ্ত হয়।বর্তমানে আধুনিক প্রযুক্তি (রেডিও কার্বন c 14 ও dendrocronology) ও পরীক্ষার মাধ্যমে এর কালসিমা খৃপূ৩০০০ থেকে১৫০০ অব্দকেই সঠিক বলে মনে করা হচ্ছে।

   অধুনা মেহেরগড়ে আবিষ্কৃত হয়েছে অপর একটি সভ্যতা যার সূচনা হয়েছিল হরপ্পাসভ্যতার ও আগে এবং ঐতিহাসিকগনের অভিমত এই যে এটিই হল প্রাক হরপ্পা সভ্যতার প্রতিরূপ বা হরপ্পাসভ্যতার ভ্রুন।ফলে বর্তমানে বলা সম্ভব মেহেরগড় ও তার সন্নিহিত অঞ্ছলে যে মানব সভ্যতার বিকাশ ঘটেছিল হরপ্পা সভ্যতা হল তারই পরিপূর্ন  রূপ।তাই প্রাচিন ভারতের ইতিহাসে হরপ্পা সভ্যতা ( হরপ্পা + মেহেরগড়) যে সর্বাপেক্ষা প্রাচিন তা আর বলার অপেক্ষা রাখে না।

No of words 247

Tags

Related Items

WBCS 2012 Prelims question paper

wbcs question paper 19 feb 2012

WBCS 2012 Preliminary Examination

Please upload WBCS 2012 question paper

WBCS Question Paper for last 10 years

PLz upload wbcs Sociology optional papers question papers of d previous years..

Thanx in advance

 

Online WBCS MCQ Preliminary Practice Exam