Submitted by Anonymous (not verified) on Fri, 05/20/2011 - 01:21

Person in News

 

*  ৫ ই মে ২০১১ মি. জারবম গামলীন অরুনাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহন করেন । তিনি মি. দর্জি খান্ডুর ( যিনি সম্প্রতি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলেন) স্থলাভিষিক্ত হলেন ।

 

* ১৬ ই মে ২০১১ মি. এন.রঙ্গস্বামী পুদুচেরীর নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহন করেন । তিনি মি. ভি. বৈথিলিঙ্গমের স্থলাভিষিক্ত হলেন ।

 

* ১৬ ই মে ২০১১ শ্রীমতী জয়ললিতা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহন করেন । এই নিয়ে তিনি তিন বার রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন ।

 

* ১৬ ই মে ২০১১ Arab League এর প্রধান হিসাবে ইজিপ্টের বিদেশমন্ত্রী Mr. Nabi Al-Arabi নির্বাচিত হয়েছেন । তিনি  Mr. Amir Moussa এর স্থলাভিষিক্ত হলেন । Mr. Amir Moussa ১০ বছর এই পদের প্রধান হিসাবে ছিলেন । 

 

* ১৮ ই মে ২০১১ মি. ওম্মেন চান্দি কেরালার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহন করেন । তিনি UDF এর নেতৃত্বে সরকার গঠন করেন । তিনি  LDF নেতা মি. ভি. অচ্যুতানন্দন কে পরাজিত করে তার স্থলাভিষিক্ত হলেন ।

 

* ১৮ ই মে ২০১১ মি.তরুণ গগৈ অসমের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন । তিনি পরপর এই নিয়ে তিন বার মুখ্যমন্ত্রী হলেন । 

 

* ২০ মে ২০১১ শ্রীমতী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন । তিনি UPA সরকারের কেন্দ্রীয় রেল মন্ত্রী ছিলেন । তিনি পশ্চিমবঙ্গের ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী হলেন ।

 

* ২০ শে মে ২০১১  Air Marshal Norman Anil Kumar Browne কে Air Staff  এর প্রধান হিসাবে নির্বাচিত করা হয়েছে । তিনি Air Chief Marshal P.V. Naik এর স্থলাভিষিক্ত হয়েছেন ।

 

* ২৩ শে মে ২০১১ Economist Mr. Rajiv Kumar , FICCI এর নতুন Secretary General এর দায়িত্বভার গ্রহন করেছেন । তিনি Mr. Amit Mitra এর স্থলাভিষিক্ত হয়েছেন ।

 

* ২৪ শে মে ২০১১ মি. অজিত কুমার শেঠ পরবর্তী কেবিনেট সচিব নিযুক্ত হয়েছেন । তিনি  ১৯৭৪ এর ব্যাচের উত্তরপ্রদেশের IAS অফিসার । তিনি মি. কে.এম. চন্দ্রশেখরের স্থলাভিষিক্ত হলেন । 

 

* ২৮  শে জুন ২০১১ ক্রিস্তিন ল্যাগার্দে  I.M.F ( Inernational Monetary Fund ) এর প্রথম মহিলা কর্ণধার নিযুক্ত হলেন । তিনি ফ্রান্সের অর্থমন্ত্রী । তিনি দোমিনিক স্ত্রাউস-কান এর স্থলাভিষিক্ত হলেন ।

 

 

Related Items