চলন ও গমন

Submitted by arpita pramanik on Mon, 04/25/2011 - 15:00

চলন ও গমন (Movement and Locomotion)

চলন (Movement)

সংজ্ঞা (Definition) - বাহ্যিক উদ্দীপকের উপস্থিতিতে বা অনুপুস্থিতিতে জৈবিক প্রয়োজনের অভ্যন্তরীণ তাগিদে কোনও নির্দিষ্ট জায়গায় স্থির থেকে জীবের অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনকে চলন বলে ।

চলন সাধারণত উদ্ভিদের দেখা যায় । ( ব্যাতিক্রম – ভলভস্ক, ক্লামাইডোমোনাস )

উদাহরণ –

১৷ লাউ ও কুমড়ো গাছের কাণ্ডের চলন ( উদ্দীপকের অনুপস্থিতিতে )

২৷ পদ্ম ফুলের পাপড়ির চলন ( উদ্দীপকের উপস্থিতিতে )

 

গমন (Locomotion)

সংজ্ঞা (Definition) - বাহ্যিক উদ্দীপকের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে জৈবিক প্রয়োজনের অভ্যন্তরীণ তাগিদে অঙ্গ  প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে জীবের পরিমাপ যোগ্য দূরত্ব অতিক্রম করাকে গমন বলে ।

সাদারণত প্রাণীদের গমন দেখা যায় ।

উদাহরণ –

১৷ ক্লামাইডোমনাস নামক শৈবালের গমন দেখা যায় ( উদ্দীপকের অনুপস্থিতিতে )

২৷ হাইড্রার কর্সিকার সাহায্যে গমন ( উদ্দীপকের উপস্থিতিতে )

 

চলন ও গমনের উদ্দেশ্য (Purpose of locomotion)

১৷ খাদ্য সংগ্রহ

প্রাণীর ক্ষেত্রে – প্রাণীরা খাদ্য সংগ্রহের জন্য স্থানান্তরে গমন করে ।

উদ্ভিদের ক্ষেত্রে – উদ্ভিদ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে । তাই খাদ্য সংগ্রহের জন্য উদ্ভিদের গমনের প্রয়োজন হয় না । কিন্তু পর্যাপ্ত আলো পাওয়ার জন্য উদ্ভিদের কাণ্ড আলোর দিকে এবং জল সংগ্রহের জন্য উদ্ভিদের মূল মাটির গভীরে যায় ।

২৷ বাঁচার অনুকূল পরিবেশের সন্ধান

প্রাণীর ক্ষেত্রে – প্রাণীরা উপযুক্ত পরিবেশের জন্য স্থানান্তরে গমন করে ।

উদ্ভিদের ক্ষেত্রে – আলো বাতাস ও জল পাওয়ার জন্য উদ্ভিদ অঙ্গের চলন দেখা যায় ।

৩৷ জৈবিক প্রয়োজন

প্রাণীর ক্ষেত্রে – প্রাণীরা প্রজন্নের জন্য স্থানান্তরে গমন করে ।

উদ্ভিদের ক্ষেত্রে – নিম্ন শ্রেণীর উদ্ভিদেরা প্রজন্নের জন্য গমন করে । উদ্ভিদের রেনু বিভিন্ন ভাবে বাহিত হয়ে প্রজন্ন কার্য সম্পন্ন করে ।

৪৷ আত্মরক্ষার জন্য

প্রাণীর ক্ষেত্রে – শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রাণী স্থান পরিবর্তন করে।

উদ্ভিদের ক্ষেত্রে – উদ্ভিদ আত্মরক্ষা মূলক দেহাংশ গঠন করে আত্মরক্ষার কাজ করে ।

 

চলন ও গমনের পার্থক্য

S/L চলন গমন
1 এই প্রক্রিয়ায় জীবের সামগ্রিক স্থান পরিবর্তন হয় না । এই প্রক্রিয়ায় জীবের সামগ্রিক স্থান পরিবর্তন হয় ।
2 এই প্রক্রিয়ায় জীবের অঙ্গ বিশেষের সঞ্চালন ঘটে । এই প্রক্রিয়ায় জীবের সামগ্রিক দেহের সঞ্চালন ঘটে ।
3 কোনো নির্দিষ্ট স্থানে আবদ্ধ থেকে চলন সম্ভব । কোনো নির্দিষ্ট স্থানে আবদ্ধ থেকে গমন সম্ভব নয় ।
4 গমন ছাড়াও চলন সম্ভব । চলন ছাড়া গমন অসম্ভব ।
5 প্রায় সমস্ত জীবদেহেই চলন লক্ষ্য করা যায় । কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং প্রায় সমস্ত প্রাণীর দেহে গমন লক্ষ্য করা যায় ।

*****

Related Items

আরশোলার গমন

চলা ফেরা বা হাঁটার জন্য আরশোলার তিন জোরা সন্ধিল পদ বর্তমান। আরশোলার পৃষ্ঠ দেশে দ্বিতীয় ও তৃতীয় খণ্ডকে মোট দু জোরা ডানা আছে। আরশোলার দু জোরা ডানার মধ্যে প্রথম ডানা জোরা শক্ত ও পুরু। তারা উড্ডয়নে সাহায্য করে না। দ্বিতীয় ডানা জোরা স্বচ্ছ ও পাতলা ...

কেঁচোর গমন

প্রাণীর নাম – কেঁচো, গমন অঙ্গের নাম, গমনে সাহায্যকারী পেশীর নাম, গমন পদ্ধতির নাম, গমন পদ্ধতি - কেঁচোর দেহ খণ্ডতলের অঙ্গীয় তলে অবস্থিত আণুবীক্ষণিক এক আয়তন কণ্টক সদৃশ্য অঙ্গ হল সিটি । সিটির এক প্রান্ত দেহ অভ্যন্তরস্ত থলির মধ্যে থাকে। ...

অ্যামিবার গমন

প্রাণীর নাম - অ্যামিবা, গমন অঙ্গের নাম, গমন পদ্ধতির নাম, গমন পদ্ধতি - ক্ষনপদ হল অ্যামিবার কোষ পর্দা সমূহ দেহ প্রোটোপ্লাজমের অংশ বিশেষ যা নলাকারে প্রসারিত হয়। গমনের সময় ক্ষনপদ সামনের দিকে প্রসারিত হয় এবং কোনো কঠিন বস্তুর সঙ্গে ক্ষনপদটিকে দৃঢ় ভাবে আবদ্ধ করে।

উদ্ভিদ দেহে ন্যাস্টিক চলন

উদ্ভিদের স্থায়ী অঙ্গের চলন যখন উদ্দীপকের তীব্রতা বা ব্যাপ্তি অনুসারে হয় , তখন তাকে ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন বলে। ন্যাস্টিক চলনের প্রকারভেদ , ফটোন্যাস্টি, থার্মোন্যাস্টি, নিকটিন্যাস্টি, কেমোন্যাস্টি, সিসমোন্যাস্টি। ...

উদ্ভিদ দেহে ট্রপিক চলন

উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসরন করে হয় তখন তাকে ট্রপিক চলন বা দিকনির্ণীত চলন বা ট্রপিজম বলে। ট্রপিক চলনের প্রকারভেদ, ফটোট্রপিক চলন, ফটোট্রপিক চলনের পরীক্ষা, জিওট্রপিক চলন, জিওট্রপিক চলনের পরীক্ষা, হাইড্রোট্রপিক চলন ...