'নোঙর' কবিতায় 'বাণিজ্যতরী' বাঁধা পড়ে থাকার তাৎপর্য বিশ্লেষণ কর ।

Submitted by avimanyu pramanik on Tue, 02/08/2022 - 07:53

প্রশ্ন:  'নোঙর' কবিতায় 'বাণিজ্যতরী' বাঁধা পড়ে থাকার তাৎপর্য বিশ্লেষণ কর

উঃ কবি অজিত দত্তের লেখা 'নোঙর' কবিতাটি একটি প্রতীক ধর্মী কবিতা । কবি অজিত দত্তের রোমান্টিক মন প্রাচীনকালের সওদাগরদের মতো বাণিজ্যতরী সাজিয়ে অর্থাৎ তাঁর সাহিত্যকর্ম নিয়ে সপ্তসিন্ধু পারে ভিন্ন ভিন্ন দেশে পাড়ি দিতে চান । সুদূরের হাতছানি কবিকে সর্বদা আহ্বান করে । এই আহ্বানে সাড়া দিয়ে কবি সারারাত ধরে দাঁড টানেন কিন্তু 'নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে' । অর্থাৎ জীবনের নৌকা, দায়-দায়িত্ব পূর্ণ কর্মমুখর সংসারে বাঁধা পড়েছে ।

মানুষের জীবন যেন এক বাণিজ্যতরী । এই বাণিজ্যতরীতে পসরা সাজিয়েই মানুষ জীবনের পথে অগ্রসর হয় । এই অগ্রসর হওয়ার জন্য মানুষের উদ্যম, উদ্যোগ, কর্মচঞ্চলতা নৌকার দাঁড়ের মতো কাজ করে বা সাহায্য করে । কিন্তু মানুষের জীবন কুসুমাস্তীর্ণ নয় । প্রতি মুহূর্তে নানা বাধা, নানান প্রতিকূলতা, প্রতিবন্ধকতা তাঁর কর্মপ্রচেষ্টাকে স্তব্ধ করে দেয় । এর ফলে পণ্য ভরা বাণিজ্যতরী জীবনের ঘাটে ঘাটে পৌঁছে দিতে পারে না । তাই কবি  আক্ষেপের সুরে বলেন, আমার বাণিজ্যতরী বাঁধা পড়ে আছে ।

*****

Comments

Related Items

'ধীবর-বৃত্তান্ত' নাট্যাংশে দুই রক্ষীর কথাবার্তায় সমাজের কোন ছবি ফুটে উঠেছে তা লেখ ।

প্রশ্ন : 'ধীবর-বৃত্তান্ত' নাট্যাংশে দুই রক্ষীর কথাবার্তায় সমাজের কোন ছবি ফুটে উঠেছে তা লেখ

'ধীবর-বৃত্তান্ত' নাট্যাংশে রাজশ্যালকের ভূমিকা নির্দেশ কর ।

প্রশ্ন : 'ধীবর-বৃত্তান্ত' নাট্যাংশে রাজশ্যালকের ভূমিকা নির্দেশ কর ।

উঃ মহাকবি কালিদাসের লেখা 'অভিজ্ঞান শকুন্তলম' নাটকের ষষ্ঠ অঙ্ক থেকে 'ধীবর-বৃত্তান্ত' নাট্যাংশটি নেওয়া হয়েছে । বাংলায় এটির তরজমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী ।

'নোঙর' কীসের প্রতীক তা বুঝিয়ে দাও ।

প্রশ্ন: 'নোঙর' কীসের প্রতীক তা বুঝিয়ে দাও

"চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ ।"-অষ্ট গজরাজের পরিচয় দাও ।

প্রশ্ন: "চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ ।" অষ্ট গজরাজের পরিচয় দাও

কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি কাব্যাংশে প্রাকৃতিক বিপর্যয়ের ছবি কিভাবে ধরা পড়েছে তা লেখ ।

প্রশ্ন: কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি কাব্যাংশে প্রাকৃতিক বিপর্যয়ের ছবি কিভাবে ধরা পড়েছে তা লেখ