'ধীবর-বৃত্তান্ত' নাট্যাংশে রাজশ্যালকের ভূমিকা নির্দেশ কর ।

Submitted by avimanyu pramanik on Tue, 02/08/2022 - 20:10

প্রশ্ন : 'ধীবর-বৃত্তান্ত' নাট্যাংশে রাজশ্যালকের ভূমিকা নির্দেশ কর ।

উঃ মহাকবি কালিদাসের লেখা 'অভিজ্ঞান শকুন্তলম' নাটকের ষষ্ঠ অঙ্ক থেকে 'ধীবর-বৃত্তান্ত' নাট্যাংশটি নেওয়া হয়েছে । বাংলায় এটির তরজমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী ।

'ধীবর-বৃত্তান্ত নাট্যাংশের চরিত্রগুলোর মধ্যে রাজশ্যালকের ভূমিকা বেশ সক্রিয় ও যথাযথভাবে উপস্থাপিত হয়েছে । ধীবরের কাছে আংটিটি পেয়ে রক্ষীগণ যেভাবে তাকে চোর বলে প্রতিপন্ন করেছিল রাজশ্যালক তা করেন নি । তিনি একজন নগর রক্ষায় দায়িত্ববোধ সম্পন্ন ব্যক্তি । তাই সরাসরি তিনি ধীবরকে চোর বলতে পারেন নি । তিনি মহারাজের আদেশের জন্য অপেক্ষা করেছেন এবং ধীবরকে কথা বলার সুযোগ দিতে চেয়েছেন । রাজ আদেশ পাওয়া মাত্রই ধীবরকে ছেড়ে দিয়ে রাজার প্রতি আনুগত্যের পরিচয় দিয়েছেন । শুধু তাই নয়, ধীবরের পাওয়া আংটিটি যে রাজাকে প্রিয়জনের কথা মনে করিয়ে দিয়েছে, তা বুঝতে পেরে তিনি ধীবরের প্রতি কৃতজ্ঞতা দেখিয়েছেন । তিনি ধীবর কে তাঁর একজন বিশিষ্ট বন্ধু বলেও গ্রহণ করেছেন । এইভাবে নাট্যধর্মের প্রয়োগ সার্থকভাবে ঘটানোর জন্য রাজশালকের ভূমিকা অত্যন্ত প্রয়োজনীয় । 

*****

Comments

Related Items

'ধীবর-বৃত্তান্ত' নাট্যাংশে দুই রক্ষীর কথাবার্তায় সমাজের কোন ছবি ফুটে উঠেছে তা লেখ ।

প্রশ্ন : 'ধীবর-বৃত্তান্ত' নাট্যাংশে দুই রক্ষীর কথাবার্তায় সমাজের কোন ছবি ফুটে উঠেছে তা লেখ

'নোঙর' কীসের প্রতীক তা বুঝিয়ে দাও ।

প্রশ্ন: 'নোঙর' কীসের প্রতীক তা বুঝিয়ে দাও

'নোঙর' কবিতায় 'বাণিজ্যতরী' বাঁধা পড়ে থাকার তাৎপর্য বিশ্লেষণ কর ।

প্রশ্ন:  'নোঙর' কবিতায় 'বাণিজ্যতরী' বাঁধা পড়ে থাকার তাৎপর্য বিশ্লেষণ কর

"চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ ।"-অষ্ট গজরাজের পরিচয় দাও ।

প্রশ্ন: "চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ ।" অষ্ট গজরাজের পরিচয় দাও

কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি কাব্যাংশে প্রাকৃতিক বিপর্যয়ের ছবি কিভাবে ধরা পড়েছে তা লেখ ।

প্রশ্ন: কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি কাব্যাংশে প্রাকৃতিক বিপর্যয়ের ছবি কিভাবে ধরা পড়েছে তা লেখ