SSC General Knowledge - 2009 (Afternoon Set)

Submitted by administrator on Thu, 11/24/2011 - 09:06

স্কুল সার্ভিস কমিশন - ২০০৯ 

General Knowledge(Compulsory 2nd Paper)

(Afternoon Set)

 

1.  গ্রীনল্যান্ড কোন দেশের অংশ ?

     (A) ডেনমার্ক     (B) কানাডা     (C) আইসল্যান্ড      (D) মার্কিনযুক্তরাষ্ট্র

 

2.  ভূমিকম্পের মাত্রা কী দিয়ে মাপা হয় ?

     (A) ব্যারোমিটার      (B) হাইড্রোমিটার      (C) পলিগ্রাফ      (D) সিসমোগ্রাফ

 

3.  একজন সফটওয়ার ইঞ্জিনিয়ার 5 মিনিটে 100 লাইনের কোড ভাবতে পারে আর 10 মিনিটে 100 লাইন কোড টাইপ করতে পারে । তাকে 10 মিনিট অন্তর যদি 5 মিনিটের বিশ্রাম দেওয়া হয় , তবে সে 1 ঘন্টায় কত লাইন কোড টাইপ করতে পারবে ?

     (A) 450      (B) 250       (C) 300      (D) 275

 

4.  নীচের কোন ভারতীয় রাজ্যের মায়ানমারের সঙ্গে সীমান্ত নেই ?

     (A) মণিপুর     (B) নাগাল্যান্ড      (C) মিজোরাম      (D) ত্রিপুরা

 

5. শূন্যস্থান পূরণ করুন : 

    You must check the petrol ---- regular intervals.

     (A) at      (B) in      (C) after     (D) during

 

6.  ভারতের প্রথম মূখ্য নির্বাচন কমিশনার কে ?

     (A) সুকুমার সেন     (B) এস.এল. সাধকর     (C) ড.নগেন্দ্র সিং      (D) টি. স্বামীনাথন

 

7.  ফেহমিদা মিজ্জা কোন দেশের জাতীয় সভার অধ্যক্ষ ?

     (A) ইন্দোনেশিয়া      (B) ইরাণ      (C) পাকিস্তান      (D) আফগানিস্তান

 

8.  'সনেট' কত পংক্তির হয়  ?

     (A) ৭      (B) ১০      (C) ১৪      (D) ২১

 

9.  "Red herring" কথাটির মনে কী ?

     (A) Something that is dangerous

     (B) Something that draws attention away from the central issue

     (C) Something that is liable to cause accidents.

     (D) Something that is flashy and attractive to look at.

 

10.  নীচের দেওয়া  3 x 3 ঘনকে  A যদি E-এর নীচে,  E,  I-এর বাঁদিকে B,   F ও  D-এর ওপরে,   H,  E-এর নীচে আর C -এর বাঁদিকে ও  D,  F-এর ওপরে আর  G-এর ডানদিকে থাকে, তাহলে কোন অক্ষরটা নীচের (চিহ্নিত) বর্গে থাকবে ?

     
     
     

    (A) A     (B) H     (C) C     (D) F

 

11. 'গোলাপের যুদ্ধ' কাদের মধ্যে হয় ?

     (A) একিহান্স ও ট্রোজান     (B) অস্ট্রিয়ান্স ও প্রুশিয়ান্স      (C) ল্যাঙ্কাস্টার ও ইয়র্ক      (D) ইংলিশ ও ফ্রেঞ্চ

 

12.  ন্যানোমিটার কত হয় ?

     (A) 10-3  মিটার     (B) 10-4  মিটার      (C) 10-9  মিটার     (D) 10-12  মিটার

 

13.  মানুষের কোন রক্ত-বাহিকাতে রক্ত শুধুমাত্র একদিকে যেতে পারে ?

     (A) আরটারিস     (B) ক্যাপিলারিস      (C) লিম্ফ ভেসেলস     (D) ভেনস

 

14.  10% ডিসকাউন্ট দেওয়ার পরও যদি একজন ব্যবসায়ী 20% লাভ করে, তবে সে তার ক্রয়মূল্যের কত শতাংশ ওপরে জিনিসের বিক্রয়মূল্য ধার্য করে ? 

     (A) 30.33      (B) 31.33       (C) 33.33      (D) 35.33

 

15.  সিন্ধু সভ্যতা কত প্রাচীন ?

     (A) প্রায় 10 হাজার বছর      (B) প্রায় 3 হাজার বছর     (C) প্রায় 2 হাজার বছর    (D) প্রায় 5 হাজার বছর

 

16.  মহাকাশযাত্রী ইউরি গ্যাগারিন প্রথম কোন সালে মহাকাশে যান ?

     (A) 1959 সালে     (B) 1960 সালে     (C) 1961 সালে     (D) 1962 সালে

 

17.  বাংলা উপন্যাস 'স্বর্গাদপি গরিয়সী' কার লেখা ? 

     (A) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়    (B) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়    (C) বিভূতিভূষণ মুখোপাধ্যায়    (D) বলাইচাঁদ মুখোপাধ্যায় 

 

18. শূন্যস্থান পূরণ করুন :

       A great man is recognized by his -- (humble)

     (A) humbleness      (B) humility     (C) humbling     (D) humbled

 

19.  একজন লোক ও একটি বালকের উচ্চতা (চোখ সমান) যথাক্রমে 6 ফুট ও  [tex]4{1 \over 2}[/tex] ফুট । বালকটি যদি একটি পর্দার [tex]4{1 \over 2}[/tex] ফুট পেছনে দাঁড়ায় ও পর্দায় যদি তার চোখের উচ্চতায় একটি ছোটো ফুটো থাকে, তাহলে লোকটি পর্দার থেকে কত দূরে দাঁড়ালে বালকের পায়ের আঙ্গুল দেখতে পারবে ? 

     (A) [tex]1{1 \over 2}[/tex] ফুট    (B) 3 ফুট     (C) [tex]4{1 \over 2}[/tex] ফুট    (D) 6 ফুট

 

20.  1969 সাল থেকে ভারত সরকার ভারতীয় চলচ্চিত্রে আজীবন অবদানের জন্য দাদাসাহেব ফালকে পুরষ্কার দেয় । নীচের কে এই পুরষ্কার পাননি ?    

     (A) সত্যজিৎ রায়     (B) ঋত্বিক ঘটক     (C) মৃণাল সেন     (D) তপন সিংহ

***

Answer

 
1- A 2- D 3- C 4- D 5- A 6- A 7- A 8- C 9- B 10- D
11- C 12- C 13- B 14- C 15- D 16- C 17- C 18- B 19- A 20- B

****

 

Comments

Related Items

Paper- I Relating to the Relevant Subject

Paper- I  Relating to the Relevant Subject

যে বিষয়ে তুমি শিক্ষক হতে চাও

 

1. Bengali (Pass / Hons)

2. English (Pass / Hons)

3. Biological Science (Pass / Hons)

4. Geography (Pass / Hons)