SSC General Knowledge - 2006 (Afternoon Set)

Submitted by administrator on Sat, 11/19/2011 - 18:15

স্কুল সার্ভিস কমিশন - ২০০৬

General Knowledge(Compulsory 2nd Paper)

(Afternoon Set)

 

১।  একটা ইলেক্ট্রোম্যাগনেটের শক্তি বাড়ানো যায়

     (ক) বিদ্যুৎ শক্তি বাড়িয়ে     (খ) পাকের সংখ্যা কমিয়ে     (গ) সরু তার ব্যবহার করে     (ঘ) পূর্ব-পশ্চিম দিক করে রেখে ।

 

২।  মাইকেল শুমাখার কতবার ফর্মুলা ওয়ান মোটর রেসে বিশ্ব চাম্পিয়ান হয়েছেন ?

     (ক) ৫     (খ) ৬     (গ) ৭     (ঘ) ৮

 

৩।  পুরুষদের টেনিসে সব থেকে বেশিবার কে গ্র্যাণ্ডস্লাম খেতাব জিতেছেন ?

     (ক) রড লেভার     (খ) বিয়র্ণ বর্গ     (গ) পিট স্যামপ্রাস     (ঘ) রজার ফেডারার ।

 

৪।  “নাগরিক” চলচ্চিত্রের পরিচালক কে ?

     (ক) সত্যজিৎ রায়     (খ) ঋত্বিক ঘটক     (গ) মৃনাল সেন     (ঘ) বুদ্ধদেব দাশগুপ্ত 

 

৫।  মেরিলিন মনরোর আসল নাম কী ?

    (ক) মেরিলিন মনরো     (খ) নর্মা জিন বেকার     (গ) ডরোথি মনরো      (ঘ) ক্যাথরিন বেকার ।

 

৬।   সুমাত্রা দ্বীপ কোথায় ?

     (ক) ফিলিপিনস    (খ) ইন্দোনেশিয়া     (গ) হাওয়াই    (ঘ) মালয়েশিয়া ।

 

৭।   ক্যাসপিয়ান সাগর পৃথিবীতে স্থল-ঘেরা সবথেকে বড় জলভাগ । এর কী সমস্যা হয়েছে ?

     (ক) বেশী ব্যবহারে জল কমে গেছে     (খ) আয়তন কমে যাচ্ছে      (গ) জলদূষণ      (ঘ) এর মধ্যে কোনটিই নয়।

 

৮।  “ম্যাগনা কার্টা” প্রথম কোন বছর চালু হয় ?

     (ক) ১১৮০     (খ) ১২১৫     (গ) ১৪৯২     (ঘ) ১৭৮৯  ।

 

৯।   এক মুসলিম বংশের তৈরী কোন ঐতিহাসিক স্থাপত্যে বাইবেলের অংশ খোদাই করা আছে ?

     (ক) কুতুব মিনার      (খ) তাজ মহল      (গ) বুলন্দ দরওয়াজা       (ঘ) গোল গুম্ফা ।

 

১০।  ফিলোর সপ্ত-আশ্চর্যের মধ্যে কোনটা পড়ে না ?

     (ক) পারথেনন      (খ) মউসেলিয়াম      (গ) আরটেমিসের মন্দির       (ঘ) রোডসের কলোসাস ।

 

১১।  বায়ুশূন্য স্থানে একটা বলকে ৩ মিটার ওপর থেকে ফেলা হল-

      (ক) গতিশক্তি, স্থৈতিক শক্তিতে পরিবর্তিত হয়

      (খ) স্থৈতিক শক্তি, গতিশক্তিতে পরিবর্তিত হয়।

      (গ) স্থৈতিক শক্তি, বেড়ে যায়

      (ঘ) স্থৈতিক শক্তিতে কোন পরিবর্তন হয় না।

 

১২।  লিটিং টাওয়ার অফ্‌ পিসার হেলে থাকার কারণ কী?-

      (ক) ওইভাবে তৈরি     (খ) ভূমিকম্প    (গ) ভুল নকশা    (ঘ) স্তম্ভটির তৈরি শেষ হোয়ার আগে মাটি বসে যেতে শুরু করেছিল।

 

১৩।  পৃথিবী কত বেগে সূর্যকে প্রনক্ষিণ করে?

      (ক) ২০ কিমি/সেকেণ্ড     (খ) ৩০কিমি/সেকেণ্ড     (গ) ৭০ কিমি /সেকেণ্ড     (ঘ) ১০০ কিমি/সেকেণ্ড ।

 

১৪।  তিমি কোন্‌ বিভাগের অন্তর্গত ?

      (ক) স্তন্যপায়ী     (খ) সরীসৃপ     (গ) মাছ     (ঘ) উভচর।

 

১৫।  নিম্নোক্ত কোন্‌টা শিকড়ের জল টানার সুবিধার সঙ্গে যুক্ত নয় ?

     (ক) প্রকাণ্ড পৃষ্ঠতলের আয়তন     (খ) কোষরসের ঘনত্ব পার্শ্ববর্তী জলের চেয়ে বেশী     (গ) শিকড়ের কোষপ্রাচীর পাতলা     (ঘ) নিম্নমুখী বৃদ্ধি

 

১৬।  স্বনামধন্য  চরিত্র “এরকুল পোয়ারো” র স্রষ্টা কে ?

      (ক) জে.কে. রোলিং     (খ) আর্থার কোনান ডয়েল     (গ) চার্লস ডিকেন্স     (ঘ) আগাথা ক্রিষ্ট

 

১৭।  যদি z = 4 – 3x,   x = 2y + 6  এবং  y = [tex]{z \over 2}[/tex] - 8 হয়, তবে x -এর মান কত ?

       (ক) [tex]{3 \over -2}[/tex]     (খ) -1      (গ) 1       (ঘ) [tex]{3 \over 2}[/tex]  ।

 

১৮।  মিষ্টার A সকাল ছটায় হাঁটতে বেরিয়েছেন এবং তুমি এক ঘণ্টা বাদে তার পিছু নিলে ।  যদি মিষ্টার A  ৫ কিমি/ঘণ্টা বেগে এবং তুমি ৮ কিমি/ঘণ্টা বেগে হাঁট, তবে তুমি কখন মিষ্টার A-কে ধরতে পারবে ?

       (ক) সকাল ৮.০০টা      (খ) সকাল ৮টা ২০ মিনিট      (গ) সকাল ৮টা ৪০মিনিট       (ঘ) সকাল ৯.০০টা ।

 

১৯।  মোহিনী, রোহিনী আর সোহিনীর বয়সের সমষ্টি ৪৭ বছর ।  তিন বছর আগে তাদের বয়সের গড় কতছিল ?

       (ক) ১২      (খ) ১৪      (গ) ১১       (ঘ) ১৩

 

২০।  এক সারি মেয়ের মধ্যে বাঁদিক থেকে সপ্তম স্থানাধিকারী A এবং ডানদিক থেকে নবম স্থানাধিকারী B যদি নিজের মধ্যে স্থান বদল করে তাহলে A বাঁদিক থেকে একাদশ স্থানাধিকারী হয়ে যায়। সারিতে কত জন মেয়ে আছে ?

      (ক) ১৭     (খ) ১৮     (গ) ১৯      (ঘ) ২০

 

২১।   রাষ্ট্রপুঞ্জের সিকিউরিটি কাউন্সিলে অস্থায়ী সদস্য সংখ্যা কত ?

       (ক) ৩      (খ) ৫     (গ) ১০      (ঘ) ১২   ।

 

২২।  ডান এবং মারভেল কী ধরনের কবি ?

       (ক) রোম্যান্টিক কবি      (খ) আধুনিক কবি      (গ) মেটাফিজিক্যাল কবি      (ঘ) প্রকৃতিপ্রেমী কবি।

 

২৩।  পিয়ের ও মারী ক্যুরির মেয়ে আইরিন জোলিও ক্যুরি ১৯৩৫ সালে কোন্‌ বিভাগে নোবেল পুরস্কার পান ? 

      (ক) পদার্থবিদ্যা      (খ) রসায়ন বিদ্যা      (গ) চিকিৎসাশাস্ত্র      (ঘ) সাহিত্য  ।

 

২৪।  রাণ্ড কোন্‌ দেশের মুদ্রা ?

      (ক) দক্ষিণ আফ্রিকা      (খ) ইতালি      (গ) হাঙেরি      (ঘ) অস্ট্রিয়া ।

 

২৫।  “ভারতের মধ্যে নিয়ে যাওয়া একটা লম্ব রেখা” বলতে কী বোঝায় ?

       (ক) গঙ্গা      (খ) জি.টি. রোড     (গ) কর্কটক্রান্তি     (ঘ) হিমালয় ।

 

২৬।  কোন্‌টা ভিন্ন ?

       (ক) ARETH      (খ) TOLUP      (গ) NUESV     (ঘ) RUNLA 

 

২৭।  গত শুক্রবার পরেশ স্কুলে ছিল না । তার আগের তিনদিন সে স্কুল কামাই করেছে। আজ সোমবার ৩১ শে মে। পরেশ প্রথম কবে স্কুলে অনুপ্সথিত ছিল ?

      (ক) ২৫ শে মে      (খ) ২৬ শে মে      (গ) ২৭ শে মে      (ঘ) ২৮শে মে ।

 

২৮।   ছটা বই বিশেষভাবে ওপর ওপর সাজান আছে ।  ইতিহাস বই আছে ইংরেজি ও কম্পিউটার বইয়ের মধ্যে । অর্থনীতি ও অঙ্কের মধ্যে আছে তিনটে বই । অঙ্কের বই আছে ভূগোল আর ইংরেজি বইয়ের মধ্যে , আর ভূগোল বই একদম ওপরে নেই । ভূগোল আর কম্পিউটার বইয়ের মধ্যে কটা বই আছে ?

     (ক) তিন      (খ) দুই     (গ) এক      (ঘ) শূন্য ।

 

২৯।   একটা শহরের প্রত্যেক রাস্তা পরস্পরের সঙ্গে সমকোণে অবস্তিত এবং প্রতি কিলোমিটার অন্তর একটা করে মোড় আছে । একজন বিদেশী যে শহরটা ভালো করে চেনে না, টাউন হল থেকে বেরিয়ে প্রথমে ৬ কিমি গিয়ে, বাঁদিকে বেঁকে ৪ কিমি গিয়ে, আবার বাঁদিকে বেঁকে ২ কিমি গিয়ে, ডান দিকে বেঁকে ১ কিমি গিয়ে শেষ অবধি আবার বাঁ দিকে বেঁকে ৩ কিমি গিয়ে ১ ঘন্টা ২০ মিনিট পরে জাদুঘরে পৌছায় । সব থেকে কম দুরত্ব অতিক্রম করে টাউন হল থেকে তার জাদুঘর পৌছতে কত সময় লাগত ?

      (ক) ১৫ মিনিট      (খ) ৩০ মিনিট      (গ) ৪৫ মিনিট       (ঘ) ১ ঘন্টা ।

 

৩০।  কোন অ্যাসিডকে “অয়েল অফ ভিটরিওল” বলা হয় ?

      (ক) সালফিউরিক অ্যাসিড     (খ) নাইট্রিক অ্যাসিড     (গ) হাইড্রোক্লোরিক অ্যাসিড     (ঘ) অ্যাসিটিক অ্যাসিড।

 

৩১।  কিষেণ মহারাজ কিসের সঙ্গে যুক্ত ?

       (ক) তবলা      (খ) কথ্থক নাচ     (গ) কন্ঠ সংগীত      (ঘ) বাঁশি ।

 

৩২।  কোন ফরাসী শিল্পী প্রকৃতির উপর আলোর প্রভাব নিয়ে ছবি এঁকেছিল ?

       (ক) ফ্রান্সিসকো দ্য গোয়া      (খ) ক্লড মোনে      (গ) রেমব্রান্ট ভ্যান রিন       (ঘ) জর্জিয়া ওকেফি ।

 

৩৩।  “টেলি” দিয়ে অনেক শব্দ শুরু হয় ।  টেলি মানে কী ?

       (ক) অনেক দূরে      (খ) অনুদান করা      (গ) বৃহদাকার      (ঘ) শক্তিশালী ।

 

৩৪।  “তুন্দ্রা” শব্দটির মানে কী ?

       (ক) বরফ ঢাকা অঞ্চল     (খ) গাছ বিহীন অঞ্চল      (গ) বালি-ঢাকা অঞ্চল     (ঘ) জলা অঞ্চল ।

 

৩৫।  “রূপদর্শী”  কার ছদ্মনাম ?

      (ক) নারায়ণ সান্যাল      (খ) গৌরকিশোর ঘোষ      (গ) নারায়ণ গঙ্গোপাধ্যায়      (ঘ) দুলাল মুখোপাধ্যায় ।

 

৩৬।   তিব্বতী ভাষায় “চোমোলাংমা” শব্দের মানে কি ?

      (ক) মাউন্ট এভারেষ্ট      (খ) নন্দাঘুন্টি      (গ) কাঞ্চনজঙ্ঘা       (ঘ) ত্রিশূল ।

 

৩৭।  “হর্ষচরিতম” কার লেখা ?

      (ক) বাণভট্ট      (খ) হর্ষবর্ধন      (গ) কালিদাস       (ঘ) শূদ্রক ।

 

৩৮।  “ক্রীটিক অফ পিওর রিসন” এর লেখক কে ?

      (ক) ইম্যানুয়েল কান্ট      (খ) জাক রুশো       (গ) ডোভড হিউম      (ঘ) বেনেডিকটাস দ্য স্পিনোজা.

 

৩৯।  “প্রজাপতি”র লেখক কে ?

      (ক) মতি নন্দী     (খ) সমরেশ বসু     (গ) সমরেশ  মজুমদার      (ঘ) দুলেন্দ্র ভৌমিক ।

 

৪০।  ১৮১৩ থেকে ১৮২৩ সাল অবধি ভারতে ব্রিটিশ গভর্নর-জেনারেল কে ছিলেন ?

      (ক) লর্ড ওয়েলেসলি      (খ) লর্ড রিপন     (গ) লর্ড হেস্টিংস     (ঘ) লর্ড কার্জন ।

****

Answer:-

 
১ - (ক) ২ - (গ) ৩ - (গ) ৪ - (খ) ৫ - (খ) ৬ - (খ) ৭ - (গ) ৮ - (খ) ৯ - (গ) ১০ - (গ)
১১ - (খ) ১২ - (ক) ১৩ - (খ) ১৪ - (ক) ১৫ - (ঘ) ১৬ - (ঘ) ১৭ - (ক) ১৮ - (গ) ১৯ - (গ) ২০ - (গ)
২১ - (গ) ২২ - (গ) ২৩ - (খ) ২৪ - (ক) ২৫ - (গ) ২৬ - (ঘ) ২৭ - (ক) ২৮ - (ক) ২৯ - (খ) ৩০ - (ক)
৩১ - (ক) ৩২ - (ক) ৩৩ - (ক) ৩৪ - (ক) ৩৫ - (খ) ৩৬ - (ক) ৩৭ - (ক) ৩৮ - (ক) ৩৯ - (খ) ৪০ - (গ)

***

 

Comments

Related Items

Paper- I Relating to the Relevant Subject

Paper- I  Relating to the Relevant Subject

যে বিষয়ে তুমি শিক্ষক হতে চাও

 

1. Bengali (Pass / Hons)

2. English (Pass / Hons)

3. Biological Science (Pass / Hons)

4. Geography (Pass / Hons)