ছোটো প্রশ্ন ও উত্তর : মেঘ-বৃষ্টি

Submitted by avimanyu pramanik on Sun, 05/22/2011 - 09:43

মেঘ-বৃষ্টি

ছোটো প্রশ্ন ও উত্তর

কোন মেঘে আকাশ ছেয়ে গেলে তাকে ম্যাকারেল আকাশ বলে কোন মেঘ একটানা বৃষ্টিপাতের পূর্বাভাস দেয় ট্রাক্টর কিউমুলাস মেঘের অপর নাম কি কিউমুলোনিম্বাস দেখতে কিসের মত বৃষ্টিপাত কত প্রকার পরিচলন বৃষ্টিপাত এ কোন পদ্ধতিতে বায়ু উত্তপ্ত হয় নিরক্ষীয় অঞ্চলে চিরহরিৎ গাছেরও অরণ্য সৃষ্টি হয়েছে কেন এমন দুটি দেশের নাম করো যেখানে সারা বছর পরিচলন বৃষ্টিপাত হয় শরৎকালে পশ্চিমবঙ্গের ঘূর্ণিঝড় হয় তার নাম কি একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম করো শিলং এর বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত দূরত্ব থেকে সৃষ্ট বৃষ্টিপাতের নাম কি ভারতের কেন্দ্রে যেখানে বায়ুর চাপ সবথেকে কম তাকে কি বলে আমাদের দেশে বর্ষাকালে সাধারণত কোন ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে চির কিউমুলাস মেঘের ঢাকা আকাশ দেখতে কেমন কিউমুলোনিম্বাস মেঘ এর অপর নাম কি জলের বাষ্প পরিণত হওয়াকে কি বলে বঙ্গোপসাগরে ঘূর্ণবাতের নাম কি বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম কি কত সালে ঘূর্ণাবর্ত আইলা সৃষ্টি হয়েছিল যে তাপমাত্রার বায়ু সম্পৃক্ত হয় তাকে কি বলে জলীয় বাষ্পের জলকণার পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলে পর্বতের ঢালে শৈলোৎক্ষেপ বৃষ্টি হয় সেই ডাল কে কি বলে সরিল কথার অর্থ কি বেশি উচ্চতায় মেঘের গড় উচ্চতা কত মাঝারি উচ্চতার মেঘের গড় উচ্চতা কত নিম্ন উচ্চতায় মেঘের গড় উচ্চতা কত মিটার উচ্চতা কত সাগরে সৃষ্ট ঝড়ের নাম কি কি স্লিট কি পৃথিবীর যেসব স্থানে সমপরিমাণ মেঘ সৃষ্টি হয় তাদের যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কি বলে মাঝারি উচ্চতার যে মেয়েটা না কারে ছড়িয়ে পড়ে তাকে কি বলে সকাল বপোর্নে দেখা যায় বায়ুমণ্ডলের সমানভাবে বিস্তৃত সরু স্তরবিশিষ্ট মাঝারি উচ্চতার মেঘ কে কি বলে শিলাবৃষ্টিতে বড় কণার ব্যাস কত হয় নাতিশীতোষ্ণ মন্ডলের কোন ধরনের বৃষ্টিপাত কোন মেঘে বৃষ্টি পৃথিবীতে এসে পৌঁছায় না মেঘের তলদেশে ঝালরের মত চলতে থাকে পৃথিবীর সর্বাপেক্ষা ধ্বংসের কোনটি সমবর্ষণ রেখা গুলি পৃথিবীর কোন কোন দিকে বিস্তৃত থাকে 2013 খ্রিস্টাব্দে কোন ঘূর্ণাবর্তে ভারতের পূর্ব উপকূল ও বাংলাদেশের উপকূল ভাগের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বায়ু কোন স্তরে ঝড় বৃষ্টি হয় যে বায়ুতে জলীয় বাষ্প থাকে না তাকে কি বলে