প্রশ্ন : বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের গুরুত্ব আলোচনা কর :
বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের যথেষ্ট গুরুত্ব রয়েছে, যেমন—
(১) বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসের গুরুত্ব :- বায়ুমণ্ডলে থাকা বিভিন্ন গ্যাসের মধ্যে নাইট্রোজেন বায়ুতে নিষ্ক্রিয় গ্যাস হিসেবে অবস্থান করলেও
(i) বায়ুমণ্ডলের নাইট্রোজেন গ্যাস বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে উদ্ভিদের গ্রহণ যোগ্য খাদ্যে পরিণত হয় ।
(ii) বায়ুমণ্ডলের অক্সিজেন গ্যাস জীবের শ্বাসকার্য, শক্তি উৎপাদন ও তাপ বৃদ্ধিতে সহায়তা করে ।
(iii) বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড গ্যাস উদ্ভিদের খাদ্য উৎপাদন, সৌরতাপ শোষণ ও বন্টনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে,
(iv) সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মিকে ভূপৃষ্ঠে আসতে বাধা দেয় ।
(২) বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের গুরুত্ব :- বায়ুমণ্ডলে জলীয় বাষ্প সৌরতাপ শোষণ করে এবং ভূপৃষ্ঠ থেকে তাপ বিকিরণে বাধা দেয় । মূলত জলীয় বাষ্পের উপস্থিতির জন্যই বায়ুমণ্ডলে ট্রপোস্ফিয়ার স্তরে মেঘ, বৃষ্টি, তুষারপাত, কুয়াশা প্রভৃতির সৃষ্টি হয় ।
*****