১. 'অদল বদল' গল্পটি কে বাংলায় তরজমা করেছেন ? [মাধ্যমিক-২০১৭]
উঃ- 'অদল বদল' গল্পটি বাংলায় তরজমা করেছেন অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত ।
২. "এসো, আমরা কুস্তি লড়ি ।" — কে, কাকে বলেছিল ? [মাধ্যমিক-২০১৮]
উঃ- কালিয়া অমৃতকে বলেছিল ।
৩. 'অদল বদল' এর গল্প গ্রাম প্রধানের কানে গেলে তিনি কী ঘোষণা করেছিলেন ? [মাধ্যমিক-২০১৯]
উঃ- গ্রাম প্রধান ঘোষণা করেন যে গ্রামের সকলে অমৃতকে 'অদল' এবং ইসাবকে 'বদল' বলে ডাকবে ।
৪. 'ঠিক ইসাবের মতো জামাটি না পেলে ও স্কুলে যাবে না ।'— যৌগিক বাক্যে পরিবর্তন করো । [মাধ্যমিক-২০১৯]
উঃ- ঠিক ইসাবের মতো জামাটি না পেলে ও কিন্তু স্কুলে যাবে না ।
*****