মাধ্যমিকের নমুনা প্রশ্ন :-
১. হোলির দিন ছেলেরা অমৃত আর ইসাবকে একরকম পোশাকে দেখে কী করতে বলেছিল ? [মাধ্যমিক-২০১৭]
(ক) ছবি আঁকতে (খ) হোলি খেলতে (গ) কুস্তি লড়তে (ঘ) ফুটবল খেলতে ।
২. "ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গররাজি"— নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ ? [মাধ্যমিক-২০১৭]
(ক) অব্যয়ীভাব (খ) নঞ তৎপুরুষ (গ) বহুব্রীহি (ঘ) কর্মধারয়
********
মাধ্যমিকের সম্ভাব্য প্রশ্ন:-
১. 'আজ থেকে আমরা অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকব ।'— এই ঘোষণা কার ?
(ক) হাসানের (খ) গ্রাম পঞ্চায়েতের (গ) অমৃতের বাবার (ঘ) গ্রাম-প্রধানের ।
২. 'তারা ইসাব অমৃতকে ঘিরে বলতে লাগল,'— তারা কি বলতে লাগল ?
(ক) অদল-বদল, অমৃত-ইসাব (খ) বদল-অদল- ইসাব-অমৃত (গ) ইসাব-অমৃত, অদল-বদল (ঘ) অমৃত-ইসাব- অদল-বদল ।
৩. 'দুজনের গায়েই সেদিনকার তৈরি নতুন জামা ।'— দিনটি হল—
(ক) হোলির দিন (খ) জন্মদিন (গ) বর্ষারদিন (ঘ) পুজোর দিন ।
৪. 'অদল বদল' গল্পটি বাংলায় কে তরজমা করেছেন ?
(ক) নবারুণ ভট্টাচার্য (খ) অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত (গ) পান্নালাল প্যাটেল (ঘ) শ্রীপান্থ
৫. অমৃতের সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল —
(ক) ইসাব (খ) অমল (গ) কালিয়া (ঘ) কমল ।
৬. অমৃত ও ইসাবের বাবা পেশায় ছিলেন —
(ক) চাষি (খ) মজুর (গ) শিক্ষক (ঘ) চিকিৎসক ।
৭. 'মেজাজ চড়ে গেল'— কার মেজাজ চড়ে গেল ?
(ক) ইসাবের (খ) নিমাইবাবুর (গ) অমৃতের (ঘ) নদেরচাঁদের ।
৮. ছেঁড়া জামাটা রিপু করে দিলেন —
(ক) ইসাবের মা (খ) অমৃতের মা (গ) ইসাবের বাবা (ঘ) ইসাবের দিদি ।
৯. 'কিন্তু ওর কপাল ভালো দিনটা ছিল' — দিনটা কীসের ছিল ?
(ক) হোলির (খ) পূজোর (গ) ঈদের (ঘ) উৎসবের ।
১০. 'অদল বদল' গল্পের সূচনা হয়েছে —
(ক) সকালে (খ) বিকালে (গ) সন্ধ্যায় (ঘ) দুপুরে ।
১১. বুক ঢিপঢিপ করছিল — কার ?
(ক) বাহালি বৌদির (খ) পাঠানের (গ) অমৃতের (ঘ) ইসাবের ।
১২. ইসাবের বাবা জাতিতে ছিলেন —
(ক) রাজপুত (খ) পাঠান (গ) শিখ (ঘ) জাঠ ।
১৩. ইসাবের পকেট কতটা ছিঁড়েছিল ?
(ক) দু'ইঞ্চি (খ) ছয় ইঞ্চি (গ) চার ইঞ্চি (ঘ) পাঁচ ইঞ্চি ।
১৪. 'অদল বদল' গল্পে নিম গাছের নীচে গাঁয়ের একদল ছেলে জড়ো হয়ে যা খেলছিল তা হল —
(ক) ফুটবল (খ) ক্রিকেট (গ) ধুলো ছোড়াছুড়ি (ঘ) ছোঁয়াছুঁয়ি ।
১৫. 'অমৃত এতেও পিছপা হতে রাজি নয় ।' — গল্পে অমৃতের বয়স উল্লিখিত হয়েছে —
(ক) সাত বছর (খ) আট বছর (গ) নয় বছর (ঘ) দশ বছর ।
১৬. মা তখন ওকে বেকায়দায় ফেলার জন্য বলেন —
(ক) ইসাবের বাবা আদর করেছিল (খ) ইসাবের বাবা বকেছিল (গ) ইসাবের বাবা মেরেছিল (ঘ) ইসাবের বাবার স্নেহ করেছিল ।
১৭. ইসাবের বাবা ইসাবকে জামা কিনে দিতে টাকা ধার করেছিলেন —
(ক) অমৃতের মায়ের কাছ থেকে (খ) গ্রাম প্রধানের কাছ থেকে (গ) সুদখোরের কাছ থেকে (ঘ) সমিতি থেকে ।
১৮. 'আমাকে বেঁধে রাখো' — বক্তা কে ?
(ক) ইসাব (খ) অমৃত (গ) কালিয়া (ঘ) পাঠান ।
১৯. অমৃত ও ইসাব পড়ে —
(ক) একই স্কুলে একই ক্লাসে (খ) একই স্কুলে আলাদা ক্লাসে (গ) আলাদা স্কুলে একই ক্লাসে (ঘ) আলাদা স্কুলে আলাদা ক্লাসে ।
২০. গল্পকার পান্নালাল প্যাটেল কোন ভাষার প্রসিদ্ধ লেখক ?
(ক) কন্নড় ভাষার (খ) মালায়ালম ভাষার (গ) গুজরাতি ভাষার (ঘ) হিন্দি ভাষার ।
২১. 'কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে ।' — কথাটা কে বলেছিল ?
(ক) অমৃত (খ) কালিয়া (গ) ইসাব (গ) দলের অন্য একটি ছেলে
২২. অমৃত তার মাকে নতুন জামা কিনতে বাধ্য করার জন্য কোথায় লুকিয়েছিল ?
(ক) এক বন্ধুর বাড়িতে (খ) ইসাবদের বাড়িতে (গ) ইসাবদের গোয়ালঘরে (ঘ) ইমনদের গোয়ালঘরে ।
২৩. অমৃতের মায়ের নাম কী ছিল ?
(ক) রমা (খ) বাহালি (গ) পায়েল (ঘ) আরিফা ।
২৪. গ্রাম প্রধান ইসাবের নাম দিয়েছিল —
(ক) অদল (খ) বদল (গ) প্রকৃত বন্ধু (খ) কোনোটিই নয় ।
২৫. অমৃতের মতো ছেলে পেলে ইসাবের বাবা কতজনকে পালন করতে রাজি ছিলেন ?
(ক) এগারো জনকে (খ) সতেরো জনকে (গ) একুশ জনকে (ঘ) একত্রিশ জনকে ।
২৬. "তোর্ জামা খুলে আমারটা পর ।'— কথাটা কে বলেছিল ?
(ক) ইসাব (খ) অমৃত (গ) ইসাবের মা (ঘ) অমৃতের একজন বন্ধু ।
২৭. 'ইসবের বাবা পাঠান, উনি দশ বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন ।' জড়িয়ে ধরার কারণ কী ?
(ক) অমৃত দেখতে খুব সুন্দর ছিল
(খ) ইসবেকে তার নতুন জামা দিয়ে দিয়েছিল
(গ) খেলার সময় ইসাবের জন্য অমৃত অন্য ছেলেদের সঙ্গে লড়াই করেছে
(ঘ) অমৃত ও ইসাবের মধ্যে তিনি বন্ধুত্বের গভীরতা দেখতে পেয়েছিলেন ।
২৮. 'ও মরিয়া হয়ে বলল,'— 'ও' কে ?
(ক) কালিয়া (খ) ইসাব (গ) অমৃত (ঘ) ছেলের দল ।
২৯. 'তাঁদেরও বুক ভরে গেল ।'— তাঁদের বুক ভরে যাওয়ার কারণ কী ?
(ক) অমৃতের মায়ের ভালোবাসার গল্প
(খ) অমৃত ও ইসাবের ভালোবাসার গল্প
(গ) ইসাব ও তার বাবার ভালবাসার গল্প
(ঘ) অমৃত, ইসাব ও তাদের বন্ধুদের মারামারির গল্প ।
***