তুন্দ্রা জলবায়ু অঞ্চল : উত্তর রাশিয়ার তাইগা জলবায়ু অঞ্চলের উত্তরে অবস্থিত সুমেরু বৃত্ত অঞ্চলে এই ধরনের জলবায়ু দেখা যায় ।
তুন্দ্রা অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য—
(১) অত্যন্ত শীতল ও দীর্ঘস্থায়ী শীতকাল । বছরে ৯ থেকে ১০ মাস এখানকার তাপমাত্রা সবসময় হিমাঙ্কের নীচে থাকে,
(২) স্বল্পস্থায়ী শীতল গ্রীষ্মকাল । গ্রীষ্মকালের সর্বোচ্চ উষ্ণতা মাত্র ১০° সেলসিয়াস,
(৩) প্রধানত ঘূর্ণবাতের ফলে গ্রীষ্মকালে সামান্য বৃষ্টিপাত হয় । বছরে মাত্র ২৫ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে,
(৪) শীতকালে প্রবল তুষারপাত হল তুন্দ্রা অঞ্চলের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য ।
*****
- 12921 views