অক্ষয়কুমার বড়াল

Submitted by tushar pramanick on Thu, 12/11/2014 - 20:33

অক্ষয়কুমার বড়াল

১৮৬০ - ১৯ জুন ১৯১৯

 

অক্ষয়কুমার বড়াল  হলেন উনিশ শতকের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি। বাংলা গীতিকবিতার ইতিহাসে তিনি বড়াল কবি নামে পরিচিত। তার কাব্য রচনার মূল বিষয় ছিল নিসর্গ, সৌন্দর্যবাদ, কল্পনামূলক প্রেম, শোক এবং মানববন্দনা।

স্বরচিত গ্রন্থ

    প্রদীপ (১৮৮৪)
    কনকাঞ্জলি (১৮৮৫)
    ভুল (১৮৮৭)
    শঙ্খ (১৯১০)
    এষা (১৯১২)
    চণ্ডীদাস (১৯১৭)

 

সম্পাদিত গ্রন্থ

    রাজকৃষ্ণ রায়ের কবিতা (১৮৮৭)
    গিরীন্দ্রমোহিনী দাসীর অশ্রুমালা (১৮৮৭)

Comments

Related Items

রবীন্দ্রনাথ ঠাকুর

রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক।