ভিলাই ইস্পাত কারখানা [Bhilai Steel Plant]:- নবগঠিত ছত্রিশ গড় রাজ্যের দুর্গ জেলার অন্তর্গত ভিলাই নামক স্থানে ভিলাই ইস্পাত কারখানাটি পূর্বতন সোভিয়েত যুক্তরাষ্ট্রের সহযোগিতায় দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে স্থাপন করা হয় । ভিলাই ইস্পাত কারখানা থেকে প্রধানত ভারতীয় রেল পথের জন্য রেল লাইন সরবরাহ করা হয় ।
কারখানাটির অনুকূল ভৌগোলিক অবস্থান :- (১) স্থানীয় ডাল্লিরাজহারা খনির লৌহ, (২) কোরবা খনির কয়লা, (৩) মহারাষ্ট্রের বালাঘাটের ম্যাঙ্গানিজ, (৪) কলকাতা ও মুম্বই এর মধ্যবর্তী রেলপথের উপর অবস্থান, (৫) স্থানীয় তুন্ডলা খালের জল, (৬) সুলভ শ্রমিক ও (৭) স্থানীয় তাপবিদ্যুৎ কেন্দ্র এই ইস্পাত কারখানাটি গড়ে তুলতে সাহায্য করেছে । কোরবা খনির কয়লা নিম্নমানের হওয়ায়, ঝরিয়া কয়লাখনি থেকে উৎকৃষ্ট মানের কয়লা মিশিয়ে নেওয়া হয় ।
উৎপাদন: বর্তমানে ভিলাই ভারতের বৃহত্তম এবং এশিয়ার তৃতীয় বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা । ২০০২ সালে এই কারখানাটির উৎপাদন ক্ষমতা ছিল প্রায় ৪০ লক্ষ মেট্রিক টন ইস্পাত পিন্ড ।
***
- 2896 views