রাউরকেল্লা ইস্পাত কারখানা [Rourkela Steel Plant] (RSP) :- ওড়িশার সম্বলপুর জেলার ব্রাহ্মণী নদীর তীরে রাউরকেল্লা ইস্পাত কারখানাটি অবস্থিত। পশ্চিম জার্মানির ক্রুপস ও ডেমাগ কোম্পানি দ্বয়ের সহযোগিতায় ভারত সরকার ১৯৫৯ সালের ৩ রা ফেব্রুয়ারি এই ইস্পাত কারখানাটি প্রতিষ্ঠা করেন । পরবর্তীকালে রাউরকেল্লা ইস্পাত কারখানাটি স্টীল অথোরিটি অফ ইন্ডিয়ার (SAIL) একটি অন্যতম ইউনিট হিসাবে অধিগৃহীত হয় । ২০০২ সালে এই কারখানাটির উৎপাদন ক্ষমতা ছিল ১৯ লক্ষ মেট্রিক টন ইস্পাত পিণ্ড । বর্তমানেএই কারখানার আধুনিকীকরণের কাজ চলছে ।
কারখানাটির অনুকূল ভৌগোলিক অবস্থান : (১) ঝরিয়ার কয়লা, (২) বীরমিত্রপুরের চুনাপাথর ও ম্যাঙ্গানিজ, (৩) কিরিবুরু ও দুমারো অঞ্চলের আকরিক লোহা, (৪) ব্রহ্মণী নদীর জল ও (৫) স্থানীয় সুলভ শ্রমিক ইস্পাত কারখানাটিকে গড়ে উঠতে সাহায্য করেছে । কয়লা ও বন্দরের দূরত্ব এই ইস্পাত কারখানাটির ক্ষেত্রে কিছুটা অসুবিধার সৃষ্টি করেছে । তবে, যে রেলের ওয়াগান গুলি এই অঞ্চল থেকে বার্ণপুর বা দুর্গাপুরের জন্য আকরিক লৌহ বহন করে নিয়ে যায়, তারাই ফেরার পথে ঝরিয়া খনি থেকে কয়লা বহন করে খরচ বেশ কিছুটা কমিয়ে ফেলে । রাউরকেল্লায় প্রধানত বিশাখাপত্তনম বন্দরের জাহাজ নির্মাণ কারখানায় সরবরাহের জন্য ইস্পাতের পাত তৈরি করা হয় । এই কারখানাটি বন্দর হিসাবে বিশাখাপত্তনম ও কলকাতাকে ব্যবহার করে । তবে বর্তমানে ওড়িশার উপকূলের পারাদ্বীপ বন্দরটিও ব্যবহার করা হয়ে থাকে ।
***
- 2113 views