ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি (IISCO) (কুলটি ও বার্নপুর) :- ১৯১৮ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার বার্ণপুরে স্টিল অথোরিটি অফ ইন্ডিয়া এই কারখানাটি প্রতিষ্ঠিত করে । ইস্কো-র কারখানা দুটির উৎপাদন ক্ষমতা প্রায় ১০ লক্ষ টন ইস্পাত পিণ্ড । ২০০১-২০০২ সালে এই দুটি কারখানায় ৩ লক্ষ ১১ হাজার টন ইস্পাত পিণ্ড উৎপাদিত হয় ।
এই কারখানাটির অনুকুলে ভৌগোলিক অবস্থান:-
(১) নিকটবর্তী রাণীগঞ্জ কয়লা খনি অঞ্চলের কয়লা,
(২) সিংভুম ও ময়ূরভঞ্জ খনির আকরিক লোহা,
(৩) মধ্যপ্রদেশের ম্যাঙ্গানীজ,
(৪) গাংপুরের ডলোমাইট,
(৬) রাণীগঞ্জ কয়লা খনি অঞ্চলের তাপসহনক্ষম ইট,
(৭) দামোদর নদের জল,
(৭) পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খন্ড, ছত্তিশগড়, ওড়িশা ও মধ্যপ্রদেশের সুলভ শ্রমিক এবং
(৯) কলকাতা বন্দরের নৈকট্য
উপরোক্ত ভৌগোলিক সুযোগ-সুবিধা এই কারখানাটিকে গড়ে উঠতে সাহায্য করেছে ।
***
- 179 views