বিশাখাপত্তনম ইস্পাত কারখানা [Visakhapatnam steel plant] : বিশাখাপত্তনম ইস্পাত কারখানা হল দাক্ষিণাত্যের প্রথম বৃহদায়তন লৌহ-ইস্পাত কারখানা । এটি ভাইজাক স্টীল [Vizag Steel] নামে সমধিক পরিচিত । জার্মান ও সোভিয়েত রাশিয়ার প্রযুক্তি সহায়তায় বার্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় ৩৫ লক্ষ টন ইস্পাত পিন্ড লক্ষ্যমাত্রা নিয়ে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে (১৯৯০ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ) ১৯৯২ সালে বিশাখাপত্তনম লৌহ-ইস্পাত কারখানাটি উৎপাদন শুরু করে । চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে (১৯৬৯ সাল থেকে ১৯৭৪ সাল পর্যন্ত) অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে এই ইস্পাত কারখানাটির স্থাপনের পরিকল্পনা করা হয় । ২০১০ সালের ১৭ ই নভেম্বর এই কারখানাটিকে নবরত্ন মর্যাদা প্রদান করা হয় ।
বিশাখাপত্তনম কারখানার অনুকূল ভৌগোলিক অবস্থান :-
(১) অন্ধ্রপ্রদেশের সিঙ্গারেনী, ঝাড়খন্ডের রাজরাপ্পা, এবং ওড়িশার তালচের খনির কয়লা,
(২) ছত্তিশগড়ের বাস্তার, বায়লাডিলা এবং অন্ধ্রপ্রদেশের নেল্লোর, কুডাপ্পা, কুর্নুল, গুন্টুর ও অনন্তপুর অঞ্চলের আকরিক লোহা,
(৩) অন্ধ্রপ্রদেশে জাগিয়াপেঠার সুলভ চুনাপাথর ,
(৪) ওড়িশার গাংপুর, কোরাপুট, কালাহান্ডি এবং অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম, বিশাখাপত্তনম, কুর্নুল, আদিলাবাদ এবং ভিজিয়ানাগ্রাম অঞ্চলের ম্যাঙ্গানিজ,
(৫) অন্ধ্রপ্রদেশের খাম্মাম এবং ওড়িশার বীরমিত্রপুর অঞ্চলের ডলোমাইট,
(৬) গোদাবরী নদীর জল,
(৭) রামগুনডাম, বিজয়ওয়াড়া ও কোটাগুদেম তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ এবং
(৮) বিশাখাপত্তনম বন্দরের নৈকট্য
এই কারখানাটির অনুকুল ভৌগোলিক পরিবেশ সৃষ্টি করেছে ।
***
- 622 views