লৌহ-ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ

Submitted by administrator on Tue, 12/02/2014 - 23:39

ভারতে লৌহ-ইস্পাত শিল্প প্রধানত পূর্ব ও মধ্য ভারতে কেন্দ্রীভূত হয়েছে । বর্তমানে ভারতে আটটি বৃহদায়তন লৌহ ইস্পাত কারখানা আছে — (১) ভিলাই,  (২) দুর্গাপুর,   (৩) বোকারো,   (৪) রাউরকেল্লা,  (৫) জামসেদপুর (TISCO), (৬) কুলটি ও বার্ণপুর (IISCO),  (৭) ভদ্রাবতী এবং (৮) বিশাখাপত্তনম ইস্পাত কারখানা । এদের কোনটিও কয়লাখনির কাছে অবস্থিত, যেমন— কুলটি ও বার্নপুর, দুর্গাপুর এবং বোকারো । আবার কোনটি লৌহ খনির কাছে অবস্থিত, যেমন— ভিলাই ও রাউরকেল্লা ।  কোনটি কয়লা এবং লৌহ খনির মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত, যেমন— জামসেদপুর । এর মধ্যে ছটি লৌহ ইস্পাত কারখানাই পূর্ব ও মধ্য ভারতের খনি অঞ্চলে অবস্থিত । বিশাখাপত্তনম কারখানাটি দাক্ষিণাত্যে অবস্থিত হলেও পূর্ব ও মধ্য ভারতের অপেক্ষাকৃত নিকটবর্তী অঞ্চলে অবস্থিত ।

♦ কেন্দ্রীভবনের কারণ :-

(১) পূর্ব ও মধ্য ভারতে ওড়িশার ময়ূরভঞ্জ, কেওনঝাড়, ঝাড়খন্ডের সিংভুম এবং ছত্রিশগড়ের  দুর্গ, বাস্তার ও বায়লাডিলায় ভারতের বিখ্যাত লৌহ খনিগুলি অবস্থিত । ভারতের মোট লৌহ আকরিক উত্তলোনের প্রায় ৮০ শতাংশ লৌহ আকরিক এই অঞ্চল থেকে উত্তোলিত হয় ।

(২) আবার এই অঞ্চলের কাছেই অবস্থান করছে ভারতের বিখ্যাত কয়লা খনি অঞ্চল— আসানসোল-রাণীগঞ্জ-ধানবাদ-ঝরিয়া ।  ভারতের মোট কয়লা উত্তলোনের প্রায় ৯৭ শতাংশ কয়লা এই অঞ্চল থেকে উত্তোলিত হয় ।

(৩) লৌহ-ইস্পাত শিল্পের জন্য প্রয়োজনীয় চুনাপাথর ও ডলোমাইট নিকটবর্তী অঞ্চল—ওড়িশার গাংপুর বীরমিত্রপুর -এ পাওয়া যায় ।

(৪) এ ছাড়া এই শিল্পের জন্য প্রয়োজনীয় ম্যাঙ্গানিজ, টাংস্টেন ও নিকেল মধ্যপ্রদেশের বালাঘাট, ছিন্দোওয়ারা, জব্বলপুর এবং ওড়িশার বোনাই, গাংপুর প্রভৃতি অঞ্চলে প্রচুর পরিমাণে পাওয়া যায় ।

(৫) নিকটবর্তী কলকাতাহলদিয়া বন্দরের অবস্থান ।

(৬) দামোদর, সুবর্ণরেখা, ব্রাহ্মণী প্রভৃতি নদীর অফুরন্ত জলভান্ডার

লৌহ-ইস্পাত শিল্পের একান্ত প্রয়োজনীয় লৌহ, কয়লা, চুনাপাথর, ম্যাঙ্গানিজ, ডলোমাইট, ক্রোমিয়াম, টাংস্টেন, নিকেল প্রভৃতি খনিজ সম্পদের সহজ লভ্যতা, কলকাতা, হলদিয়া, পারাদ্বীপ প্রভৃতি বন্দরের অবস্থান, দামোদর, সুবর্ণরেখা, ব্রাহ্মণী ইত্যাদি নদীর অফুরন্ত জল ভান্ডার এই অঞ্চলে লৌহ-ইস্পাত শিল্পের অনুকূল ভৌগোলিক পরিবেশ সৃষ্টি করেছে । এই সমস্ত কারণগুলিই হল পূর্ব ও মধ্যভারতে লৌহ-ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের প্রধান কারণ

ভারতের মোট লৌহ ও ইস্পাত উৎপাদন:- ২০০১ সালের মার্চ মাস নাগাদ ভারতের মোট লৌহ-ইস্পাত উৎপাদনের ক্ষমতা ছিল ২ কোটি ৯৭ লক্ষ টনের কিছু বেশি । ২০০০-২০০১ সালে ভারতের বৃহদায়তন লৌহ-ইস্পাত কারখানাগুলোতে মোট ১ কোটি ৫৯ লক্ষ ৬৩ হাজার টন ইস্পাত পিণ্ড উৎপাদিত হয়, তার মধ্যে মোট বিক্রয়যোগ্য ইস্পাতের পরিমাণ ছিল প্রায় ১ কোটি ৫০ লক্ষ ৪০ হাজার মেট্রিক টন ।

***

 

Related Items