Submitted by Anonymous (not verified) on Sun, 02/20/2011 - 00:40

History of India [Marks-25]

 

    In History, emphasis will be on broad general understanding of the subject in its social, economic and political aspects.

     The standard of the paper will be of the level of knowledge as expected of a graduate of any faculty of a recognized University.

 

1. নিম্নোক্ত দিল্লী সুলতানদের মধ্যে কে দ্বিতীয় আলেকজান্ডার উপাধিতে ভূষিত হতে এবং বিশ্ববিজয় করতে চেয়েছিলেন 

     (A) আলাউদ্দিন খিলজী     (B) গিয়াসউদ্দিন বলবন    (C) মহম্মদ বিন-তুঘলক    (D) এঁদের কেউই নন

 

2. ভারত-ইতিহাসের কোন যুগের লোক ছিলেন আর্যভট্ট ও বরাহমিহির (যথাক্রমে বিজ্ঞানী ও গণিতবিদ 

   (A) মৌর্য যুগ      (B) গুপ্ত যুগ      (C)  পাল যুগ      (D)  দিল্লি সুলতানি

 

3. সুলতানি আমলে ইকতা বলতে বুঝাত

   (A) এক প্রকার অভিবাদন     (B) একজন গুরুত্বপূর্ণ কর্মচারী      (C)  কোন গ্রাম বা বিশেষ অঞ্চলের ভূমি রাজস্ব অনুদান     (D) উপরের কোনটিই নয়

 

4. কোন বছর ইংরেজদের সঙ্গে রণজিৎ সিংহের অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ?  

    (A) 1807  খ্রীঃ   (B)  1809 খ্রীঃ     (C)  1811 খ্রীঃ    (D) 1813 খ্রীঃ

 

5. ফতেপুর সিক্রিতে ইবাদত খানা কী ছিল ?

   (A) বসবাসের জন্য সুরম্য অট্টালিকা    (B) সকল ধর্ম সম্বন্ধে আলোচনার জন্য গৃহ   (C) ভোজনালয়   (D)  উপরের কোনোটিই নয়

 

6. কোন বছর রেগুলেশন XVII বিধিবদ্ধ করে সতীদাহ নিষিদ্ধ ঘোষিত হয়েছিল ?

   (A) 1829 খ্রীঃ     (B) 1830 খ্রীঃ     (C) 1835 খ্রীঃ    (D) উপরের কোনোটিই নয়

 

7. হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত ?

   (A) চীন     (B)  ইরান      (C)  রাশিয়া     (D)  সুমের

 

8. আলিগড়ের মুসলিম অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপিত হয়েছিল

   (A)  1868 খ্রীঃ    (B)  1875  খ্রীঃ     (C)  1883  খ্রীঃ      (D) 1906  খ্রীঃ

 

9. নাদীর শাহ ভারত আক্রমণ করেছিলেন

    (A) 1738 খ্রীঃ    (B) 1739 খ্রীঃ      (C) 1740 খ্রীঃ      (D) 1741 খ্রীঃ

 

10. মেগাস্থিনিস কে ছিলেন

    (A) সেলুকাসের দূত     (B)  চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী     (C)  গ্রিক পরিব্রাজক     (D) চিনা ভ্রমনকারী

 

11. হিমালয় হচ্ছে

   (A) ভঙ্গিল পর্বত     (B) স্তুপ পর্বত      (C) অবশিষ্ট পর্বত      (D) টেবিল ল্যান্ড

 

12. রাজতরঙ্গিনী কার লেখা 

   (A)  কৌটিল্য      (B)  মেগাস্থিনিস     (C)  কলহন      (D) এঁদের কেউ নন

 

13. কোন বছরে দিল্লি দরবারে ইংল্যান্ডের রাণীকে ভারত-সম্রাজ্ঞীরূপে ঘোষনা করা হয়েছিল ?

   (A)  1876-77 খ্রীঃ      (B) 1911  খ্রীঃ       (C) 1921  খ্রীঃ      (D)  উপরের কোনটিই নয়

 

14. নব্যবঙ্গ আন্দোলনের মূল অনুপ্রেরনা কে ছিলেন ?

  (A)  রামমোহন     (B) ডিরোজিও      (C)  দেবেন্দ্রনাথ      (D) ডেভিড হেয়ার

 

15. ‘সনাতনপন্থী সংস্কারক ’ কাকে বলা হয় ?

  (A)  বিদ্যাসাগর      (B)  স্বামী বিবেকানন্দ     (C) রামমোহন      (D) বি. জি. তিলক

 

16. টিপু সুলতানের রাজধানী ছিল   

  (A) মহীশুর     (B)  সেরেঙ্গাপট্টম     (C) শৃঙ্গেরী      (D)  বেলুড়

 

17.’ ভারতের অর্ধনগ্ন ফকির’ - ব্রিটিশ প্রধানমন্ত্রী কার সম্বন্ধে বলেছিলেন ?

  (A)  তেজ বাহাদুর সপ্রু      (B)  গান্ধীজি       (C)  মহম্মদ আলি      (D) বি. আর. আম্বেদকর  

 

18. স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠাতা-সভাপতি কে ছিলেন ?

   (A) মতিলাল নেহরু      (B)  সি.আর.দাশ      (C)  রাজেন্দ্রপ্রসাদ     (D) রাজা গোপালাচারী

 

19. সাইমন কমিশন নিয়োগ করা হয়েছিল

   (A) ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য    (B)  শাসন সংস্কারের জন্য    (C) শিক্ষা সংস্কারের জন্য     (D)  জেল কোড সংস্কারের জন্য

 

20. ভারতের পাশ্চাত্য শিক্ষার পক্ষে কোন গভর্নর জেনারেল সিদ্ধান্ত গ্রহন করেছিলেন ?

   (A)  লর্ড কর্নওয়ালিশ     (B) লর্ড বেন্টিঙ্ক     (C)  লর্ড রিপন     (D) লর্ড কার্জন

 

21. কোন গভর্নর জেনারেল-এর আমলে বিধবা বিবাহ আইন প্রণীত হয়েছিল  ?

   (A)  লর্ড রিপন    (B)  লর্ড ক্যানিং    (C) লর্ড ডালহৌসি    (D) লর্ড বেন্টিঙ্ক

 

22. মুসলিম লীগ অন্তর্বর্তী সরকারে কবে যোগদান করেছিল ?

     (A) অক্টোবর  1946   (B)  নভেম্বর  1946   (C)  ডিসেম্বর  1946   (D)  জানুয়ারী 1947

 

23. নীল দর্পণ ইংরেজিতে কে অনুবাদ করেন ?

    (A) মধুসূদন দত্ত      (B) রেভ. জেমস লং      (C)  হারিস চন্দ্র মুখার্জী     (D) কালীপ্রসন্ন সিংহ

 

24. গান্ধীজির কোন আন্দোলন খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত হয় ?

    (A)  আইন অমান্য     (B)  অসহযোগ     (C) ভারত ছাড়     (D) নীল চাষের বিরুদ্ধে

 

25. নিখিল ভারতে ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ?

    (A) লালা লাজপত রায়      (B) দেওয়ান চমনলাল     (C)  চিত্তরঞ্জন দাশ     (D) সুভাষ চন্দ্র বোস

 

26. বঙ্গ-ভঙ্গ রদ হয়েছিল

    (A)  1905     (B)  1906     (C)  1911   (D)  1909

 

27. খিলাফত আন্দোলনের নেতৃত্ব কে / কারা দিয়েছিলেন ?

   (A)  সৈয়দ আহমেদ    (B)  ইকবাল     (C)  মহম্মদ আলি ও সৌকত আলি    (D)  রহমত আলি

 

28. কে প্রথম ‘ভারতের গভর্ণর জেনারেল’ উপাধি প্রাপ্ত হন ?

    (A)  লর্ড ক্লাইভ     (B)  স্যার জন শোর     (C)  ওয়ারেন হেস্টিংস    (D)  লর্ড কর্ণওয়ালিশ

 

29. চেঙ্গিস খাঁ কবে ভারত আক্রমণ করেছিল

     (A) 1211  খ্রীঃ    (B) 1221 খ্রীঃ     (C) 1399 খ্রীঃ     (D) 1526 খ্রীঃ

 

30. শের-ই পাঞ্জাব কাকে বলা হয় ?

     (A)  রণজিৎ সিং     (B)  অমর সিং      (C)  লালা লাজপত রায়     (D) ভগৎ সিং

 

31. আদিগ্রন্থ কী ?

    (A)  শিখদের একটি ধর্মীয় পুস্তক     (B)  মানুষের ব্যবহারের মৌলিক বিধি সমন্বিত একটি পুস্তক     (C)  মধ্যযুগের ব্যবহারের শাসকদের জন্য একটি পুস্তক     (D)  উপরের কোনোটিই নয় 

 

32. ‘বাঘা যতীন’ নামে কে পরিচিত ছিলেন ? 

   (A)  বাঘা যতীন দাস    (B)  যতীন্দ্রনাথ মুখার্জী    (C)  যতীন্দ্রমোহন সেনগুপ্ত     (D) উপরের কোনোটিই নয় 

 

33. নিখিল ভারত হোমরুল লীগ -এর প্রতিষ্ঠাতা ছিলেন 

   (A)  অ্যানি বেসান্ত     (B)  মহিলাল নেহরু     (C)  বি.আর.আম্বেদকর     (D) সরোজিনী নাইডু

 

34. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন সালে ঘটেছিল ?  

   (A) 1908     (B) 1909     (C) 1918    (D) 1919

 

35. শিবাজীর রাজ্যভিষেক হয়েছিল

   (A)  1672 খ্রীঃ    (B)  1673 খ্রীঃ    (C) 1674 খ্রীঃ     (D)  1975 খ্রীঃ

 

36. শাসন কার্যকালে কোন গভর্নর জেনারেল নিহত হয়েছিলেন ? 

    (A) লর্ড মেয়ো     (B)  লর্ড হার্ডিঞ্জ    (C)  লর্ড নর্থব্রুক    (D) লর্ড লিটন

 

37. ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?

    (A) দাদাভাই নৌরজী     (B)  বদরুদ্দিন তায়েরজী       (C)  ডব্লিউ সি. ব্যানার্জি    (D) ফিরোজশা মেহতা

 

38. কোন আইনের দ্বারা রানী ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী হন ?

    (A) রয়্যাল টাইটেলস অ্যাক্ট, 1876     (B) অ্যাক্ট অফ 1858      (C)  কাউন্সিল অ্যাক্ট,  1861     (D) অ্যাক্ট অফ 1872

 

39. আকবরের রাজত্বকালে কোন রাজকর্মচারীকে বকসী বলা হত ?

    (A)  শহরের শাসন ব্যবস্থায় ভারপ্রাপ্ত কর্মচারীকে

    (B)  সামরিক সংগঠনের ভারপ্রাপ্ত কর্মচারীকে

    (C)  একজন শাসনতান্ত্রিক / কার্যনির্বাহী কর্মচারীকে

    (D)  এদের কাউকেই নয় 

 

40. ক্লাইভের বাংলার দেওয়ানী প্রাপ্তি ঘটেছিল

    (A)  1757  খ্রীঃ     (B) 1765 খ্রীঃ      (C)  1772 খ্রীঃ     (D)  1784 খ্রীঃ

 

41. ভারতীয় বিপ্লবীদের জননীরূপ খ্যাত ছিলেন

    (A)  ভাগিনী নিবেদিত      (B) অ্যানি বেসান্ত     (C)  মাদাম কামা    (D) মাতঙ্গিনী হাজরা

 

42. ‘খুতবা’ কি ?  

    (A) শুক্রবারের নামাজের সময় শাসনকর্তা রাজার নামে উপদেশমূলক প্রশস্তি পাঠ

    (B)  রাজাদেশ      (C)  রাজার দেওয়া শাস্তি    (D) উপরের কোনটিই নয়

 

43. কলকাতার মেডিক্যাল কলেজ কোন বছর স্থাপিত হয়েছিল ?

    (A) 1829 খ্রীঃ     (B) 1835 খ্রীঃ     (C) 1858 খ্রীঃ     (D) 1884 খ্রীঃ

 

44. নিম্নোক্ত ব্যক্তিগণের মধ্যে কে ভারতের কিছু অংশ দখল করে তাঁর পূর্বপুরুষদের নামে সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন ।

    (A) হুমায়ুন     (B)  শেরশাহ      (C)  বাবর     (D) এঁদের কেউই নন

 

45. গাঙ্গুবাঈ হাঙ্গল ছিলেন ––- ঘরানার শিল্পী । 

    (A) আগ্রা      (B) গোয়ালিয়র     (C) মেওয়াট    (D) কিরানা

 

46. কে কলকাতা ‘ভারতসভা’ (ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন) স্থাপন করেছিলেন ?   

    (A) ডব্লু.সি.ব্যানার্জি      (B) এস.এন.ব্যানার্জি      (C) সুভাষচন্দ্র বসু      (D) চিত্তরঞ্জন দাশ

 

*

47. গদর পার্টি কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয় ?

      (A) আমেরিকা  1913    (B) ইংল্যান্ড  1917    (C) ডেনমার্ক  1921     (D) স্কটল্যান্ড  1925

 

48. ছোটনাগপুরের মালভূমি এই শিলায় গঠিত

    (A) প্রাচীন আগ্নেয়া শীলা ও রুপান্তরিত শীলা     (B) পাললিক শীলা      (C) পলিমাটি      (D) লাভাপ্রবাহ

 

49. আসিফ আলি জারদারীর রাজনৈতিক দলের নাম 

   (A) পাকিস্তান মুসলিম লীগ     (B) পিপলস ন্যাশনাল পার্টি      (C)  ন্যাশনাল ফোরাম অফ পাকিস্তান     (D) পাকিস্তান পিপলস পার্টি

 

50. সাম্প্রদায়িক বাঁটোয়ারা কে ঘোষনা করেন ?

    (A) ভাইসরয় লর্ড মাউন্টব্যাটন      (B) ব্রিটিশ প্রধান মন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড      (C) লর্ড লিটন      (D) এ.বি. আলেকজান্ডার

 

51. হিজবোল্লা জঙ্গী সংগঠনের আসল ঘাঁটি যে দেশে 

    (A) প্যালেস্তিন     (B) সিরিয়া      (C) জর্ডন     (D) লেবানন

 

52. কাকে বলা হত ভারতের সর্বাধিক বৃদ্ধ মানুষ

   (A) দাদাভাই নওরোজী      (B)  জামশেদজী টাটা      (C) সুরেন্দ্র নাথ ব্যানার্জি      (D) সি.রাজাগোপালচারী    

 

53. ‘করেঙ্গে ইয়ে মরেঙ্গে’ কে ডাক দিয়েছিলেন ?  

     (A) নেতাজী সুভাষ চন্দ্র বসু     (B) মহাত্মা গান্ধী       (C) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়      (D) আনন্দমোহন বসু 

 

54. কে ভারতের সর্ব প্রথম উপ-প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন ?

   (A) এল.কে.আদবানি     (B) মোরারজী দেশাই      (C) চরণ সিং      (D) সর্দার বল্লভভাই প্যাটেল 

   

55. সিন্ধু সভ্যতার আবিষ্কার কে করেন ?

    (A) স্যার লিওনার্ড উলি      (B) ভি.এস.আগরওয়াল       (C) রাখল দাস ব্যানার্জি      (D) এ.এল.ব্যাসম

 

56. ‘ফরোয়ার্ড ব্লক’ কে প্রতিষ্ঠা করেন ?  

    (A) রাসবিহারী বসু      (B) মহাত্মা গান্ধী       (C) সুভাষ চন্দ্র বসু      (D) ক্যাপ্টেন মোহন সিং  

 

57. সিন্ধুবাসীর কোন ধাতুর অজানা ছিল ?

   (A) তামা     (B) লোহা      (C) ব্রোঞ্জ      (D) স্বর্ণ 

 

58. ভারতের লৌহ মানব কাকে বলা হত ?

   (A) সর্দার বল্লভভাই প্যাটেল     (B) সুরেন্দ্র নাথ ব্যানার্জি       (C) বিপিন চন্দ্র পাল       (D) লালা লাজপত রায়

 

59. বৈদিক সাহিত্য কোন সময় রচিত হয় ?

   (A) 1000  খ্রিষ্টপূর্বাব্দ      (B) 3000-2500 খ্রিষ্টপূর্বাব্দ      (C) 1500-1000 খ্রিষ্টপূর্বাব্দ      (D)  1200-1000 খ্রিষ্টপূর্বাব্দ

 

60. আর্য শব্দের অর্থ হল

  (A) চাষ করা      (B) জাতিবিশেষ       (C) গোচরণভিত্তিক সমাজ        (D)  ব্রহ্মচারী 

 

61. ত্রিপিটক লিখিত হয় কোন ভাষাতে ?

     (A) ব্রাহ্মী     (B) খরোষ্টি       (C) পালি       (D) সংস্কৃত 

 

62. মাতৃভাষায় সংবাদপত্র আইন কে জারি করেন ?

    (A) লর্ড লিটন      (B) লর্ড ডালহৌসি      (C) লর্ড ওয়েলেসলি       (D) লর্ড কার্জন

 

63. প্রাচীন ভারতে কত জন তীর্থংকর ছিলেন ?

   (A) 16      (B) 22      (C) 23      (D) 24

 

64. সর্ব শেষ তীর্থংকরের নাম কি ?

   (A) পার্শ্বনাথ     (B) মহাবীর      (C) সিদ্ধার্থ     (D) শীলভদ্র  

 

65.  মাতৃভাষায় সংবাদপত্র আইন কোন বছরে জারি হয় ?

    (A) 1870      (B) 1875      (C) 1878       (D) 1880

 

66. নন্দবংশের প্রতিষ্ঠাতা কে ?

    (A) বিম্বিসার     (B) মহাপদ্মনন্দ       (C) অজাতশত্রু      (D) ধনানন্দ 

 

67. বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি ?

    (A) সমাচার দর্পণ     (B) সংবাদ কৌমুদী      (C) সংবাদ প্রভাকর      (D) তত্ত্ববোধিনী পত্রিকা 

 

68. প্রাচীন ভারতে কে ‘অমিত্রাঘাত’ উপাধি ধারণ করেছিলেন ?

    (A) অজাতশত্রু      (B) চন্দ্রগুপ্ত মৌর্য      (C) বিন্দুসার       (D) অশোক 

 

69. কবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় ?

    (A) 1904        (B) 1906       (C)  1910       (D) 1915

 

70. কে শকাব্দ প্রচলন করেন ?

    (A) ভূমক     (B) নহপান     (C) রুদ্রদমন      (D) কনিষ্ক 

 

71. তিতুমীর কে ছিলেন ?

   (A) ওয়াহাবি আন্দোলনের নেতা     (B) ফরাজী আন্দোলনের নেতা      (C) সিপাহী বিদ্রোহের নেতা     (D) নীল বিদ্রোহের নেতা 

 

72. বুদ্ধচরিত কার দ্বারা রচিত ?

   (A) নাগার্জুন     (B) অশ্বঘোষ      (C) বসুমিত্র     (D) বিশাখাদত্ত

 

73. স্বামী বিবেকানন্দ রচিত একটি গ্রন্থের নাম

   (A) কথামালা      (B) কথাসরিৎসাগর       (C) বর্তমান ভারত       (D) এ নেশন ইন মেকিং

 

74. মথুরা শিল্পকলা কোন সময় জনপ্রিয়তা অর্জন করে ?

    (A) শুঙ্গ যুগে      (B) সাতবাহন যুগে      (C) শক যুগে      (D) কুষান যুগে

 

75. নিম্নলিখিত রাজ্য গুলির মধ্যে কোন রাজ্যের উপকূল করমন্ডল উপকূল নামে পরিচিত ?

    (A) কর্ণাটক     (B) কেরালা      (C) উড়িষ্যা      (D) তামিলনাড়ু

 

76. গুপ্ত সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন ?   

(A) প্রথম চন্দ্রগুপ্ত       (B) শ্রীগুপ্ত       (C)  সমুদ্রগুপ্ত       (D) স্কন্দগুপ্ত

 

77. কোন সম্রাট ভারতের নেপোলিয়ান নামে অভিহিত ?  

   (A) অশোক      (B) কনিষ্ক      (C) সমুদ্রগুপ্ত      (D) দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রামাদিত্য   

 

78. শশাঙ্কের রাজধানী কোথায় ছিল ?  

    (A) সমতট -এ     (B) তাম্রলিপ্তে      (C) কর্ণসুবর্ণ-তে      (D) লক্ষনাবতী -তে

 

79. কবে ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজী বাংলা আক্রমণ করেন ? 

    (A) 1194  খ্রীঃ      (B) 1199 খ্রীঃ      (C) 1202 খ্রীঃ      (D) 1206 খ্রীঃ

 

80. দিল্লী সুলতানীর একজন বিখ্যাত কবির নাম করুন যাঁকে ‘হিন্দুস্থানের তোতা পাখি’ বলা হত 

    (A) জিয়াউদ্দিন      (B) উৎবি      (C) অলবিরুণি     (D) আমির খসরু

 

81. স্বরাজ্য দল কবে প্রতিষ্ঠিত হয়েছিল ?

    (A) 1922      (B) 1925     (C) 1930      (D) 1941

 

82.  স্বরাজ্য দলের একজন নেতার নাম

     (A) মহাত্মা গান্ধী      (B) চিত্তরঞ্জন দাশ      (C) আনন্দমোহন বসু      (D) গোপাল কৃষ্ণ গোখলে

 

83. তরাইনের যুদ্ধ মহম্মদ ঘোরী এবং নিম্নলিখিত কার মধ্যে হয়ে ছিল ?  

    (A) রাণা সঙ্গ      (B) রাণা প্রতাপ      (C) পৃথ্বীরাজ চৌহান       (D) রাণা হাম্বিরদেব

 

84. ডান্ডি অভিযান কবে হয়েছিল ?

    (A) 12ই এপ্রিল, 1925     (B) 7 ই অগাস্ট, 1942    (C) 12 ই মার্চ,  1930     (D) 14 ই মে, 1935

 

85. ইকতা প্রথার প্রবর্তন কে করেন ?

   (A) মহম্মদ ঘোরী      (B) কুতুবউদ্দিন আইবক      (C) ইলতুৎমিস      (D) গিয়াসুদ্দীন বলবন

 

86. সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন ?

   (A) আব্দুল গফ্ফুর খান     (B) মহাত্মা গান্ধী      (C) সৌকত আলী      (D) মহম্মদ আলী জিন্নাহ

 

87. বাংলার আদিনা মসজিদ কে নির্মাণ করেন ?

    (A) ইলিয়াস শাহ     (B) সিকান্দার শাহ     (C) আজম শাহ      (D) হামজা শাহ

 

88. হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে ?

   (A) নবগোপাল মিত্র       (B) বাল গঙ্গাধর তিলক       (C) অক্ষয় কুমার দত্ত      (D) সুরেন্দ্র নাথ ব্যানার্জি 

 

89.  সুলতানী আমলে কোন বাঙালী কবিকে ‘গুণরাজ খাঁ’ উপাধিতে ভূষিত করা হয়েছে ?

   (A) জ্ঞানদাস      (B) গোবিন্দদাস      (C) মালাধর বসু      (D) চণ্ডিদাস

 

90. ভারত সভার প্রতিষ্ঠাতা কে ?

   (A) লালা লাজপৎ রায়     (B) সুরেন্দ্র নাথ ব্যানার্জি      (C) বিপিন চন্দ্র পাল     (D) উমেশ চন্দ্র ব্যানার্জি

 

91. হুমায়ুননামা কার রচনা ?

    (A) আবুল ফজল     (B) ফৈজী      (C) বাদাওনি     (D) গুলবদন বেগম

 

92. কবে ভারত সভা প্রতিষ্ঠিত হয় ?

    (A) 1876      (B) 1884     (C) 1887      (D) 1890

 

93. কবুলিয়ৎ ও পাট্টা কে প্রবর্তন করেন ?

    (A) বাবর      (B) শেরশাহ      (C) আকবর     (D) শাহজাহান

 

94. ‘ভারত ছাড়ো’  আন্দোলনের তারিখ কোনটি ?

    (A) 8ই আগস্ট, 1942      (B) 9 ই সেপ্টেম্বর, 1945     (C) 10 ই আগস্ট, 1951      (D) 14ই ফেরুয়ারী, 1955

 

95. মুঘল ভারতে কে জিন্দাপীর নামে অভিহিত ছিলেন ?

   (A) বাবর       (B) আকবর      (C) শাহজাহান     (D) আওরঙ্গজেব

 

96. কবে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয় ?

    (A) 1লা অক্টোবর,  1939      (B) 10ই আগস্ট, 1940     (C) 11ই মে, 1941      (D) 1লা সেপ্টেম্বর,  1942

 

97. কোন সুলতান রেশনিং ব্যবস্থা প্রচলন করেন ?

    (A) গিয়াসউদ্দিন বলবন      (B) আলাউদ্দিন খলজী      (C) মহম্মদ-বিন-তুঘলক     (D) ফিরোজ তুঘলক

 

98.হোমরুল আন্দোলনের একজন নেতার নাম -

    (A) অ্যানি বেসান্ত     (B) সুরেন্দ্র নাথ ব্যানার্জি     (C) অরবিন্দ ঘোষ      (D) বিপিন চন্দ্র পাল

 

99. হিমালয় পর্বত শ্রেণী হল

   (A) নবীন ভঙ্গিল পর্বত      (B) অবশিষ্ট পর্বত      (C) আগ্নেয়গিরি      (D) স্তুপ পর্বত

 

100. জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড   কবে ঘটেছিল ?

     (A) 13ই এপ্রিল, 1919      (B) 15ই আগস্ট, 1922      (C) 21শে এপ্রিল, 1922      (D) 25শে সেপ্টেম্বর, 1925

 

101. ‘কেশরী’র সম্পাদক কে ছিলেন ?

    (A) লাল লাজপত রায়     (B) বাল গঙ্গাধর তিলক      (C) গোপাল কৃষ্ণ গোখলে      (D) দাদাভাই নওরোজী

 

*

102.  জাতীয় কংগ্রেস প্রতিষ্টার সময় ভারতের ভাইসরয় ছিলেন

     (A) কার্জন    (B) ক্যানিং     (C) লরেন্স      (D) ডাফরিন

 

103.  কার কাছ থেকে ইস্ট-ইণ্ডিয়া কোম্পানী লাভ করেছিল ?

     (A) সুজা-উদ্‌-দৌলা      (B) ঔরংজেব      (C) প্রথম বাহাদুর শাহ      (D) দ্বিতীয় শাহ আলম

 

104.  ‘রামচরিত’ কার রচনা ?

      (A) বানভট্ট       (B) কালিদাস      (C) সন্ধ্যাকর নন্দী    (D) তুলসী দাস

 

105.  কনৌজে 1540 খ্রিস্টাব্দে শেরশাহের কাছে পরাজিত হয়েছিলেন   

      (A) বাবার      (B) আকবর     (C) হুমায়ুন      (D) জাহাঙ্গীর

 

106.  সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর-জ়েনারেল কে ছিলেন ?  

      (A) লর্ড হেস্টিংস     (B) ওয়েলেসলি     (C) ডালহৌসি    (D) ক্যানিং

 

107.  আমির খসরু কার সভাকবি ছিলেন ?  

     (A) বলবন      (B) আলাউদ্দিন খলজি      (C) গিয়াসউদ্দিন তুঘলক        (D)আকবর

 

108.  বিক্রমশীলা বিহার স্থাপন কে করেছিল ?   

     (A) প্রথম মহীপাল      (B) দেবপাল       (C) শূরপাল       (D) ধর্মপাল

 

109.  বাহমনী সাম্রাজ্যের প্রতিষ্টাতা কে ?    

     (A) আলাউদ্দিন মুজাহিদ শাহ    (B) আহমদ শাহ     (C) আলাউদ্দিন বাহমান শাহ     (D) তাজউদ্দিন ফিরোজ শাহ

 

110.  চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন ?    

     (A) পুরু       (B) আলেকজাণ্ডার      (C) সেলুকস      (D) অম্ভি

 

111.  বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন ?      

      (A) সিরাজ-উদ্‌-দৌলা      (B) মীরজাফর       (C) নিজম-উদ্‌-দৌলা     (D) মীরকাশিম     

 

112.   সিধু কোন্‌ বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন ?

     (A) সন্ন্যাসী বিদ্রোহ      (B) কোল বিদ্রোহ      (C) মুণ্ডা  বিদ্রোহ      (D)সাঁওতাল বিদ্রোহ

 

113.  নিম্নলিখিতদের মধ্যে কে নরমপন্থী ছিলেন না ?

     (A) বিপিনচন্দ্র পাল      (B) ফিরোজ শাহ মেহতা     (C) সুরেন্দ্রনাথ ব্যানার্জী       (D) গোপালকৃষ গোখেল

 

114.  রাওলাট আইন কোন্‌ সালে পাশ হয় ? 

      (A) 1916     (B) 1918     (C) 1919     (D) 1921

 

115.  ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন ?

     (A) সুচেতা কৃপালিনী      (B) সরোজিনী নাইডু      (C) বিজয়লক্ষ্মী পণ্ডিত     (D) ইন্দিরা গান্ধী

 

116. ‘অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন’ কে প্রতিষ্ঠা করেছিলেন ?

    (A) রামমোহন রায়     (B) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর    (C) ডিরোজিও    (D) ঈশ্বরচন্দ্র গুপ্ত

 

117.  ভারতীয় সিপাহি ও বিপ্লবীদের নিয়ে বিপ্লব স্নংঘটনের চেষ্টা 1913 সাল নাগাদ কে করেছিলেন ?

    (A) বাঘাযতীন     (B) শ্রীঅরবিন্দ ঘোষ    (C) রাসবিহারী বোস     (D) শচীন্দ্রনাথ সান্যাল

 

118. আমেরিকায় ‘গদর পার্টি’ কে প্রতিষ্ঠা করেন ?

     (A) তারকনাথ দাস       (B) হরদয়াল      (C) রামচন্দ্র     (D) কাজী ওবেদুল্লাহ

 

119.  ‘ব্রতচারী’ আন্দোলন কে গড়ে তুলেছিলেন ?

      (A) গুরুসদয় দত্ত     (B) বালগঙ্গাধর তিলক     (C) দয়ানন্দ সরস্বতী     (D) স্বামী বিবেকানন্দ

 

120. ‘সীমান্ত গান্ধী’ কাকে বলা হয় ?

     (A) আবুল কালাম আজাদ     (B) আবদুল গফ্‌ফর খান     (C) মহম্মদ আলি জিন্না    (D) মহম্মদ ইকবাল

 

121.  আজাদ হিন্দ ফৌজের দ্বায়িত্ব নেতাজীর হাতে কে তুলে দিয়েছিলেন ?

     (A) রাসবিহারী বোস     (B) মোহন সিং     (C) হরদয়াল      (D) মহেন্দ্র প্রতাপ

 

122. যে জাহাজে রাজকীয় ভারতীয় নৌ-বাহিনীর বিদ্রোহ শুরু হয়েছিল তার নাম ছিল

    (A) বিক্রান্ত      (B) তলোয়ার      (C)  আই. এন. এস. মাইশোর    (D) আই এন এস বিজয়

 

123.  ভারতের জাতীয় কংগ্রেসের কোন্‌ আধিবেশনে ‘পূর্ণ স্বরাজ’ প্রস্তাবটি গৃহীত হয়েছিল ?

    (A) আমেদাবাদ      (B) হরিপুরা      (C) লাহোর     (D) লক্ষ্ণৌ

 

124.  শূলপাণি কোন্‌ যুগের প্রসিদ্ধ শিল্পী ছিলেন ?

    (A) কুষাণ যুগ      (B) গুপ্ত যুগ    (C) পাল যুগ     (D) সেন যুগ

 

125. নিম্নলিখিতদের মধ্যে কে সিরাজ-উদ্‌-দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত ছিলেন না ?

     (A) মানিকচাঁদ    (B) উমিচাঁদ    (C) মোহনলাল      (D) ক্লাইভ

 

126.  ভারতে সিভিল সার্ভিস-এর প্রবর্তন করেছিলেন কে ?

     (A) ওয়ারেন হেস্টিংস     (B) কর্ণওয়ালিস     (C) ডালহৌসি      (D) রিপন

 

127.  দিল্লীর কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপে ভগৎ সিংহের সঙ্গী কে ছিলেন ?  

     (A) চন্দ্রশেখর আজাদ     (B) বাঘাযতীন    (C) বটুকেশ্বর দত্ত      (D) পরমচাঁদ

 

128. চট্টগ্রামের পাহাড়তলিতে সাহেবদের ক্লাব আক্রমণের নেতা কে ছিলেন ?

     (A) প্রীতিলতা ওয়াদ্দেদার     (B)  সূর্য সেন   (C) অনন্ত সিংহ     (D) লোকনাথ বল

 

129.  কোন্‌ বছর ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন ?

     (A) 1930     (B) 1929      (C) 1921     (D) 1916

 

130. স্বাধীন ভারতের প্রথম গভর্নর-জেনারেল কে ছিলেন ?

     (A) জওহরলাল নেহেরু        (B) রাজেন্দ্রপ্রসাদ      (C) রাজা গোপালাচারী      (D) লর্ড মাউন্টব্যাটেন

 

131.  1946 সালে তেভাগা আন্দোলন কোথায় ঘটেছিল ?  

     (A) বিহার      (B) পাঞ্জাব     (C) গুজরাট    (D) বাংলা

 

132.  কোন্‌ গভর্নর-জেনারেলের সময় প্রথম ইঙ্গ-ব্রঙ্গ যুদ্ধের সূচনা হয় ?

     (A) জর্জ বার্লো    (B) লর্ড হেস্টিংস    (C) লর্ড মিন্টো     (D) লর্ড আমহার্স্ট

 

133.  কলকাতা বিশ্ববিদ্যালয় কোন্‌ সালে স্থাপিত হ্য় ?

     (A) 1855     (B) 1856      (C) 1857      (D) 1858

 

134. সমুদ্রগুপ্তের সভাকবি কে করেছিলেন ?

     (A) অশ্বঘোষ     (B) নাগার্জুন     (C) আর্যভট্ট     (D) হরিসেন

 

135.  শকাব্দের প্রচলন কে করেছিলেন ?

     (A) বিম্বিসার      (B) বিন্দুসার      (C) অশোক     (D) কণিস্ক

 

136.  শিল্প লাইসেন্সিং নীতি ( কয়েকটি ব্যতিক্রম ব্যতীত )  নিম্নলিখিত শিল্পনীতিতে বিলোপ করা হয়ঃ

     (A) শিল্পনীতি 1970     (B) শিল্পনীতি 1980     (C) শিল্পনীতি 1991    (D) শিল্পনীতি 1995

 

137.  কোন সাংবাদিক সর্বতোভাবে নীল বিদ্রোহকে সমর্থ সহায়তা করেছিলেন?

     (A) শিশিরকুমার ঘোষ     (B) হরিশ মুখার্জি      (C) বারীন্দ্র ঘোষ       (D) বিপীনচন্দ্র পাল

 

138. ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়’-কে লিখেছিলেন?

     (A) দ্বিজেন্দ্রলাল রায়      (B)  হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়     (C) নবীনচন্দ্র সেন    (D) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

 

139. ‘আগামী পঞ্চাশ বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারতমাতা” -কে বলেছিলেন ?

      (A) শ্রীঅরবিন্দ ঘোষ       (B) বালগঙ্গাধর তিলক    (C) অশ্বিনিকুমার দত্ত      (D) স্বামী বিবেকানন্দ

 

140.  “ইণ্ডিয়ান এ্যাসোসিয়েশন” কে স্থাপনা করেন ?

      (A) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়       (B) বিপিনচন্দ্র পাল      (C) বারীন্দ্র ঘোষ     (D) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়

 

141.  যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ?

      (A) বারীন্দ্র ঘোষ       (B) বিপিনচন্দ্র পাল      (C) যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়       (D) উল্লাসকর দত্ত

 

142.  বাংলার ঘরে যত ভাই-বোন এক হউক, হে ভগবান”-কে লিখেছিলেন ?

     (A) রজনীকান্ত সেন     (B) মুকুন্দ দাস    (C) রবীন্দ্রনাথ ঠাকুর    (D) দ্বিজেন্দ্রলাল রায়

 

143. ভারতের মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেন ?

     (A) নবাব সলিমুল্লাহ      (B) সৈয়দ আহমদ খান    (C) আব্দুল গফফর খান     (D) আর.এ.কিদোয়াই

 

144.  আধুনিক ভারতের জনক কাকে বলা হয় ?

    (A) রামমোহন রায়     (B) জওহরলাল নেহেরু      (C) মহাত্মাগান্ধী      (D) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়

 

145. ‘বন্দে মাতরম্‌’ কে রচনা করেছিলেন ?  

    (A) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়        (B) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়      (C) রবীন্দ্রনাথ ঠাকুর     (D) রজনীকান্ত সেন

 

146.  ভারতীয় জাতীয় কংগ্রেসকে কে একটি ‘সেফ্‌টি ভাল্‌ভ’ হিসেবে দেখতে চেয়েছিলেন ?

     (A) এ.ও.হিউম       (B) লর্ড লিটন     (C) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়     (D) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

 

147. ‘জাতীয় মেলা’ কে প্রতিষ্ঠা করেন ?

     (A) রাজনারায়ণ বসু      (B) নবগোপাল মিত্র      (C) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর      (D)অক্ষয় কুমার দত্ত

 

148. অনুশীলন সমিতি’ কে প্রতিষ্ঠা করেন ?

     (A) সতীশচন্দ্র বসু     (B) পি.মিত্র     (C) শ্রী অরবিন্দ ঘোষ    (D)ভূপেন্দ্রনাথ দত্ত

 

149.  উনিশ শতকে ভারতীয় মুসলিমদের পুনর্জাগরণ কে ঘটিয়েছিলেন ?

    (A) সৈয়দ আহমেদ খান      (B) নবাব সলিমুল্লাহ       (C) বাদশা খান     (D) আবুল কালাম আজাদ

 

150. আলিপুর বোমার মামলায় অরবিন্দ ঘোষকে কে আইনি সমর্থন করেছিলেন ?

     (A) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়      (B) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়     (C) বিপিনচন্দ্র পাল    (D) চিত্তরঞ্জন দাশ

 

151. ‘স্বদেশবান্ধব সমিতি’ কে প্রতিষ্ঠা করেন ?

      (A) অশ্বিনীকুমার দত্ত      (B) পুলিন দাস     (C) সূর্য সেন      (D) বারীন্দ্র ঘোষ

 

152.  চিরস্থায়ী ব্যবস্থা নিম্নলিখিত ব্যবস্থার বৈশিষ্ট্যঃ

    (A) জমিদারী ব্যবস্থা      (B) মহলওয়ারী ব্যবস্থা      (C) রায়তওয়ারী ব্যবস্থা      (D) উপরের কোনটিই নয়

 

153.  সারাবতী জলবিদ্যুৎ প্রকল্প নিম্নলিখিত রাজ্যে অবস্থিতঃ

     (A) তামিলনাড়ু     (B) কর্ণাটক      (C) ওড়িষ্যা        (D) অন্ধ্রপ্রদেশ

 

154.   আরাবল্লী একটি পুরানো

     (A) ভঙ্গিল পর্বত     (B) হর্স্ট     (C) আগ্নেয়গিরি     (D) ব্লক পর্বত

 

155.  “আমি আপনাদের একটি মুসলমান প্রদেশ দিতেছি” - কে বলেছিলেন?  

     (A) ফজলুল হক      (B) লর্ড কার্জন     (C) স্ট্যাফোর্ড ক্রিপস    (D)  লর্ড মাউন্টব্যাটেন

 

156.  ব্রম্ভসভার প্রথম সচিব কে ছিলেন ?

     (A) চন্দ্রশেখর দেব     (B) তারাচাঁদ চক্রবর্তী       (C) প্রসন্নকুমার ঠাকুর    (D) দ্বারকানাথ ঠাকুর

 

157. 1925 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসে কোন্‌  মহিলা সদস্য প্রথম সভাপতিত্ব করেন ?

      (A) সরোজিনী নাইডু      (B) পদ্মজা নাইডু (C) এনি বেসান্ত      (D) প্রীতিলতা ওয়াদ্দেদার

 

158.  হিন্দুদের উপর থেকে জিজিয়া কর কে তুলে দিয়েছিলেন ?

      (A) বাবর     (B) আকবর       (C) জাহঙ্গীর      (D)  শাহজাহান

 

159.  সারা ভারত হরিজন সঙ্ঘ কে প্রতিষ্ঠা করেছিলেন ?

      (A) বি.আর.আম্বেদকর     (B) গান্ধীজী       (C) জয়প্রকাশ নারায়ণ      (D) রাজনারায়ণ

 

160.  ভারতে বিপ্লবী আন্দোলনের সূচনা প্রথম কোথায় হয়েছিল ?

     (A) মহারাষ্ট্র      (B) বাংলা     (C) পাঞ্জাব     (D) রাজস্থান

 

161.  1878 সালের দেশীয় সংবাদপত্র আইন কে বাতিল করেন ?

    (A) লর্ড রিপন   (B) লর্ড লিটন    (C) লর্ড কার্জন     (D) লর্ড মিন্টো

 

162.  ‘মারাঠা রাজনীতির চাণক্য’ কাকে বলা হয় ?

     (A) দ্বিতীয় বাজীরাও    (B) বালাজি বিশ্বনাথ      (C) নানা ফাড়নবিশ      (D) মহাদজি সিন্ধিয়া

 

163.  কোন্‌ চোল রাজা বাংলা জয় করেছিলেন ?

     (A) রাজ রাজ      (B) প্রথম রাজেন্দ্র চোল    (C) দ্বিতীয় রাজেন্দ্র চোল     (D) রাজাধিরাজ

 

164.  অকালি আন্দোলন কবে শুরু হয় ?

     (A) 1901      (B) 1911      (C) 1921     (D) 1931

 

165.  সর্বভারতীয় কিষাণ সভা কবে গঠিত হয় ?

      (A) 1926      (B) 1936      (C) 1946    (D) 1956

 

166.  বাংলার এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন ?

     (A) উইলিয়াম জোন্স    (B) ড্রিঙ্কওয়াটার বেথুন    (C) ডেভিড হেয়ার    (D) লর্ড রিপন

 

167.   মারাঠা পেশোয়াদের মধ্যে কে “হিন্দু-পদ-পাদশাহী”-র আদর্শ অনুসরণ করেছিলেন ?

     (A) প্রথম বাজিরাও     (B) বালাজি বিশ্বনাথ    (C) নারায়ণ রাও     (D) মাধব রাও

 

168.  শিখ ধর্মের প্রবর্তক কে ?

     (A) গোবিন্দ সিং    (B) রামদাস     (C) নানক     (D) হরগোবিন্দ

 

169.  ভারত সভার প্রতিষ্ঠাতা কে ?

     (A) এ.ও.হিউম      (B) রাজা রামোহন রায়   (C) ডব্লিউ.সি.ব্যানার্জী    (D) এস.এন.ব্যানার্জী

 

170.  মুসলীম লীগ পৃথক রাষ্ট্র পাকিস্তানের জন্য প্রথম ডাক দিয়েছিল কোন্‌ সালে ?

     (A) 1939      (B) 1940     (C) 1941    (D) 1942

 

171  শকাব্দ কোন্‌ বছর শুরু হয় ?

    (A) 78 খ্রিস্টাব্দ      (B) 58 খ্রিস্ট পূর্বাব্দ    (C) 273 খ্রিস্ট পূর্বাব্দ   (D) 420 খ্রিস্টাব্দ

 

172.  বাংলার স্বাধীন সুলতানির পত্তন কে করেছিলেন ?

     (A) ইলিয়াশ শাহ     (B) মুর্শিদকুলি খান    (C) হুসেন শাহ    (D) আলিবর্দি খান

 

178.  কে প্রথম ফ্যাক্টরি আইন (1881) প্রবর্তন করেন ?

     (A) লর্ড কার্জন      (B) লর্ড ওয়েলেসলি     (C) লর্ড কর্নওয়ালিস    (D) লর্ড রিপন

 

179.  লিবারহান কমিশন যুক্ত

    (A) পশুখাদ্য কেলেঙ্কারীর অনুসন্ধানে   (B) প্রশাসনিক ট্রাইব্যুনাল-এর বিষয়ে    (C) বাবরি মসজিদ ধ্বংসের বিষয়ে অনুসন্ধানে     (D) সংখ্যালঘু সংরক্ষণের বিষয়ে অনুসন্ধানে

 

180. নব্যবঙ্গ আন্দোলনের প্রেরণা কে ছিলেন ?

   (A) মধুসূদন দত্ত     (B) হেনরি ভিভিয়ান ডিরোজিও      (C) কৃষ্ণমোহন ব্যানার্জী     (D) রামগোপাল ঘোষ

 

181. শেরশাহের সেনাপতি কে ছিলেন ?

     (A) ব্রম্ভজিৎ গৌড়      (B) দিলির খান     (C) শায়েস্তা খান     (D) জয়সিংহ

 

182. কিসের জন্য গান্ধীজী চম্পারণ আন্দোলন করেছিলেন ?

    (A) হরিজনদের অধিকার সুরক্ষা    (B) আইন অমান্য আন্দোলন     (C) হিন্দু সমাজের ঐক্যরক্ষা     (D) নীল চাষীদের সমস্যার সমাধান

 

183.  অসহযোগ আন্দোলন কবে প্রত্যাহার করা হয় ?

    (A) ফেব্রুয়ারী 11, 1922    (B) ফেব্রুয়ারী 20, 1922     (C) ফেব্রুয়ারী 19, 1922     (D) ফেব্রুয়ারী 28, 1922

 

184.  কোন্‌ হিন্দু সন্ত হিন্দু-মুসলমান উভয়কেই শিষ্য করেছিলেন ?

      (A) চৈতন্য     (B) রামানুজ     (C) রবিদাস     (D) নামদেব

 

185. কে বলেছিলেন, “স্বরাজ আমার জন্মগত অধিকার” ?  

      (A) বিপিনচন্দ্র পাল      (B) বালগঙ্গাধর তিলক     (C) লালা লাজপৎ  রায়    (D) জি.কে.গোখলে

 

186.  কোন্‌ সালে তিলক ‘কর দেব না’ অভিযান করেছিলেন ?

      (A) 1896     (B) 1898     (C) 1895    (D) 1899

 

187.  ভারতে সর্বপ্রথম স্বর্ণমুদ্রা কোন্‌ শাসকরা চালু করেছিলেন ?

      (A) শক     (B) মৌর্য    (C) গুপ্ত    (D) কুষাণ

 

188.  জাস্টিস মুখার্জী কমিশন যুক্ত

       (A) বম্বে হাই-এর অগ্নিকাণ্ড অনুসন্ধানে 

       (B) গোধরা কাণ্ড অনুসন্ধানে 

       (C) বাবরি মসজিদ ধ্বংস সংক্রান্ত বিষয় অনুসন্ধানে 

       (D) সুভাষ চন্দ্র বসুর মৃত্যু সম্পর্কিত বিষয় অনুসন্ধানে

 

189.  মন্টেগু চেমসফোর্ড সংস্কারে সুপারিশ করা হয়েছিল

       (A) দ্বৈতশাসন     (B) প্রাদেশিক স্বায়ওশাসন    (C) আংশিক স্বাধীনতা    (D) পৃথক সাম্প্রদায়িক নির্বাচকমণ্ডলী

 

190. “হিন্দুস্থানের তোতাপাখি” কে ?

      (A) আমির খসরু       (B) মালিক মহম্মদ জয়সী     (C) রায় ভনমল     (D) পুরন্দর খান

 

191.  ভারতের প্রথম শ্রমজীবী সমিতি কোন্‌টিকে বলা যেতে পারে ?

      (A) বোম্বে শ্রমিক সমিতি     (B) বোম্বে মিলহ্যাণ্ড সমিতি (C) ভারতীয় শ্রমজীবী ইউনিয়ন  (D) কলকাতা ছাপাখানা সমিতি

 

192.  মুঘল সম্রাটদের মধ্যে সুন্নিদের কাছে কে ছিলেন “জিন্দাপীর” ?  

      (A) আওরঙ্গজেব     (B) আকবর      (C) বাবর      (D) হুমায়ুন

 

193.  “আকবরনামা” কে লিখেছিলেন ?  

     (A) আবুল ফজল     (B) ফৈজি     (C) শেখ মুবারক    (D) তানসেন

 

194.  “কাশ্মীরের আকবর” কাকে বলা হয় ?

      (A) জয়নাল আবেদিন     (B) হুসেন শাহ    (C) বলবন     (D) সুজাউদ্দৌলা

 

195.  ত্রয়োদশ শতকে কোন্‌ মুসলিম সেনাপতি বাংলা জয় করেন ?

      (A) আফজল খান     (B) ইকতিয়ারুদ্দিন বিন বখতিয়ার খিলজি     (C) চেঙ্গিজ খান    (D) তেমুচিন

 

196.  শিখদের সামরিক জাতিতে কে পরিণত করেছিলেন

      (A) অর্জুন দেব      (B) গোবিন্দ সিং     (C) হরগোবিন্দ     (D) তেগ বাহাদুর

 

197.  ভারতের বাইরে প্রথম স্বাধীন ভারতীয় সৈন্যবাহিনী গঠন কে করেছিলেন   

       (A) এম. এন. রায়     (B) লালা হরদয়াল       (C) রাসবিহারী বসু     (D) সুভাষচন্দ্র বসু

 

198.  ভারত ভাগের সময় ভারতে দেশীয় রাজ্য কতগুলি ছিল ?

       (A) 555      (B) 558        (C) 560     (D) 562

 

199.  ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতি ছিলেন ?

      (A) সুরেন্দ্রনাথ ব্যানার্জী       (B) জি.এইচ.দেশমুখ      (C) এ.বেসান্ত     (D) ডব্লিউ.সি.ব্যানার্জী

 

200.  মুজফ্‌ফরপুর খুনের (1908) সাথে কোন্‌ দুই বিপ্লবী জড়িত ছিলেন ?

     (A) বিনয় বসু,বাদল গুপ্ত     (B) সূর্য সেন, লোকনাথ বল    (C) দামোদর এবং বালকৃষ্ণ চাপেকর    (D) প্রফুল্ল চাকী, ক্ষুদিরাম বসু

 

201.  লাহোর কংগ্রেস (1929) –এর উদ্দেশ্য ছিল

     (A) ভারতের জন্য স্বশাসন   (B) ভারতের জন্য যুক্তরাষ্ট্রীয় শাসন     (C) ভারতের পূর্ণ স্বাধীনতা     (D) ভারতের জন্য আঞ্চলিক স্বায়ত্তশাসন

 

202. স্বরাজ্য দলের উদ্দেশ্য ছিল

     (A) সম্পূর্ণ স্বাধীনতার জন্য আন্দোলন 

     (B) কংগ্রেসের কর্মসূচী বর্জন

     (C) আইন সভায় প্রবেশ করা এবং সরকারকে ভিতর থেকে আঘাত করা

     (D) চরম পন্থা অবলম্বন করা

 

203.  আওরঙ্গজেব কোন্‌ শিখ গুরুকে হত্যা করেছিলেন ?  

      (A) রামদাস    (B) তেগ বাহাদুর     (C) অর্জুনদেব     (D) গোবিন্দ সিং

 

204.  ‘জয় হিন্দ’ স্লোগান কে দিয়েছিলেন ?  

     (A) এম.কে.গান্ধী    (B) জ়ে.এল.নেহেরু     (C) এস.সি.বোস     (D) বি.জি.তিলক

 

205.  সুলতালি যুগে “প্রকৃত রাজা” কে ছিলেন ?

      (A) কুতুবুদ্দিন    (B) ইলতুৎমিস্‌     (C) বলবন     (D) আলাউদ্দিন

 

206.  ইলিয়ট কাকে ‘সুলতানি আমলের আকবর’ বলেছিলেন ?

     (A) ইলতুৎমিস     (B) বলবন      (C) আলাউদ্দিন খিলজি     (D) ফিরোজ তুঘলক

 

207. এ্যাংলো-মহামেডান কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন ?

    (A) সৈয়দ আহ্‌মেদ খান    (B) নবাব সলিমুল্লাহ্‌    (C) ফজলুল হক   (D) মহম্মদ আলি জিন্না

 

208. গান্ধীজীর কাছে অহিংসা ছিল  

    (A) কোনো উদ্দেশ্য অর্জনের একটি উপায়     (B) একমাত্র উদ্দেশ্য     (C) বিরোধীকে ঘাবড়ে দেওয়ার পন্থা    (D) নিষ্ক্রিয় প্রতিরোধ

***

209. 'হিন্দু মেলার' আয়োজন করেন   

    (a) নব গোপাল মিত্র       (b) স্বামী বিবেকানন্দ     (c) স্বামী দয়ানন্দ সরস্বতী      (d) কেশব চন্দ্র সেন

 

210. "We shall make the settled fact unsettled." ---- কে বলেছিলেন ?

    (a) লর্ড কার্জন     (b) সুরেন্দ্রনাথ ব্যানার্জি     (c) মহাত্মা গান্ধী      (d) বাল গঙ্গাধর তিলক

 

211. ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় বার্ষিক অধিবেশনে কে সভাপতি ছিলেন ?

    (a) দাদাভাই নৌরোজি       (b) বদরুদ্দিন তায়েবজি      (c) উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়     (d) ফিরোজ শাহ মেহতা

 

212. বঙ্গভঙ্গ কবে রদ হয় ?

   (a) 1905        (b) 1906     (c) 1911     (d) 1909

 

213. গদর পার্টি কোথায় অনুষ্ঠিত হয় ?

   (a) সানফ্রান্সিসকো     (b) লাহোর      (c) অমৃতসর      (d) ওয়াশিংটন

 

214.  কাকাসাহেব নামে কে পরিচিত ছিলেন ?

     (a) জি.ভি.যোশী     (b) এম.জি.রানাডে     (c) জি.এইচ.দেশমুখ     (d) নৌরজি ফাড়ুনজি

 

215. লক্ষ্ণৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?

     (a) 1916      (b) 1914      (c) 1908      (d) 1920

 

216. কোন ভাইসরকে 'উজ্জ্বল বিফলতা' বলা হয় ? 

    (a) লর্ড কার্জন     (b) লর্ড ক্যানিং     (c) লর্ড রিপন    (d) লর্ড লিটন

 

217.  বারাণসীতে সেন্ট্রাল হিন্দু স্কুলের প্রতিষ্ঠাতা কে ?

      (a) এম.জি.রানাডে      (b) কেশবচন্দ্র সেন     (c) শ্রীমতী অ্যানি বেসান্ত    (d) জি.এইচ.দেশমুখ

 

218. 'ঐতিহাসিক আধুনিকতাবাদী' কাকে বলা হয় ?

     (a) বিদ্যাসাগর     (b) স্বামী বিবেকানন্দ    (c) রামমোহন রায়     (d) বালগঙ্গাধর তিলক   

 

219.   হিন্দু পুনরুজ্জীবনবাদের অন্যতম প্রধান প্রবক্তা কাকে বলা হয় ?

     (a) স্বামী দয়ানন্দ সরস্বতী       (b) স্বামী বিবেকানন্দ      (c) লালা হংসরাজ      (d) রামমোহন রায় 

 

220.  শিকাগোর 'ধর্ম মহাসভা ' কবে আয়োজিত হয়েছিল ?

       (a) 1893     (b) 1896    (c) 1897     (d) 1885

 

221. 'মারহাট্টা' প্রকাশ করেন 

      (a) বালগঙ্গাধর তিলক    (b) মহাদেব গোবিন্দ রানাডে    (c) সাভারকর     (d) দেশমুখ 

 

222. মাসিক পত্রিকা 'দিকদর্শন' প্রকাশ করেন

     (a) মার্শম্যান     (b) রামমোহন রায়     (c) শিশির কুমার ঘোষ     (d) দ্বারকা নাথ ঠাকুর

 

223.  আধুনিক ভারতের প্রবক্তা কাকে বলা হয় ?

      (a) ডিরোজিও      (b) মহাত্মা গান্ধী       (c) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়      (d) রামমোহন রায়

 

224. স্থানীয় স্বায়ত্তশাসন আইন কে পাশ করেন ?

     (a) লর্ড মেয়ো     (b) লর্ড রিপন     (c) লর্ড বেন্টিঙ্ক    (d) লর্ড ডাফরিন

 

225. 'বিধবা বিবাহ আইন' পাশের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন ?

      (a) লর্ড বেন্টিঙ্ক      (b) লর্ড ডালহৌসি     (c) লর্ড ক্যানিং    (d) লর্ড রিপন

 

226.  ‘আমার কথা দিয়ে নয়, কাজ নিয়ে আমাকে বিচার করুন।‘ –এ কথা কে বলেছিলেন ?

      (a) লর্ড লিটন      (b) লর্ড কার্জন      (c) লর্ড রিপন        (d) হান্টার

 

227. 'নাদওয়াৎ-অল-উলেমা' কে প্রতিষ্ঠা করেন ?   

      (a) শিবালি নোমানি     (b) আবদুল্লা চক্রলভি      (c) গোলাম আহমেদ     (d)  মীর মুত্তকি

 

228. 'টাইমস অব ইন্ডিয়া' প্রথম প্রকাশিত হয়  

      (a) 1875      (b) 1861     (c) 1862     (d) 1858

 

229.  ‘মহাযাত্রা’ রচনা করেন   

    (a) রাধানাথ রায়      (b) ফকিরমোহন সেনাপতি     (c) মধুসূদন রাও     (d) লক্ষ্মীনাথ বেজবড়ুয়া

 

230.   বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ হয় কোন্‌ সালে ?

     (a) 1885        (b) 1878        (c) 1928      (d) 1868

 

231. কোন রাজ্য ভেঙ্গে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়েছে ?

     (a) বিহার      (b)  মধ্যপ্রদেশ     (c) উত্তর প্রদেশ    (d) মহারাষ্ট্র

 

232.  নানাবতী-শাহ কমিশন কি অনুসন্ধান করতে নিয়োগ করা হয়েছিল ?

    (a) গুজরাট দাঙ্গা     (b) কেন্দ্র-রাজ্য সম্পর্ক       (c) পশুখাদ্য কেলেঙ্কারি     (d) উদ্বাস্তু অনুপ্রবেশ

 

233.  'দোকানী'  মুদ্রা চালু করেছিলেন কে ?  

      (a) বলবন     (b) ইলতুৎমিস      (c)  রাজিয়া     (d) মহম্মদ-বিন-তুঘলক

 

234. কোন আইন বলে রানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী হন ?

      (a) রয়েল টাইটেল আইন, 1876     (b) 1858 সালের আইন      (c) 1861 সালের কাউন্সিল     (d) 1872 সালের আইন

 

235. প্রথম পানিপথের যুদ্ধ ঘটেছিল কত খ্রিস্টাব্দে ?

      (a) 1500     (b) 1510     (c) 1520     (d) 1526

 

236. প্রথম বাংলা ভাগ হয়েছিল কত সালে ?

       (a) 1900     (b) 1902    (c) 1905     (d) 1907

 

237.  নরসিংহ সালুভ কোথাকার শাসনকর্তা ছিলেন ? 

     (a) চন্দ্রগিরি     (b) উদয়নগর      (c) কোঙ্কন      (d) বরিষা

 

238.  সাইমন কমিশন নিযুক্ত হয়েছিল

      (a) ভারতের সংবিধান সংস্কারের জন্য      (b) শিক্ষা সংস্কারের জন্য      (c) প্রশাসনিক সংস্কারের জন্য     (d) কারা আইন সংস্কারের জন্য

 

239. খালেদা জিয়া কোন দেশের প্রধানমন্ত্রী ?

      (a) পাকিস্তান     (b)  বাংলাদেশ     (c) থাইল্যান্ড     (d) আলজেরিয়া

 

240. 'বাবরনামা'-র রচয়িতা হলেন ?

      (a) আবুল ফজল     (b) ফিরদৌসী     (c) আফিফ     (d) বাবর

 

241.  মুসলীম লীগ অন্তর্বর্তী সরকারে যোগদান করে   

        (a) অক্টোবর 1946      (b) নভেম্বর 1946     (c) ডিসেম্বর 1946    (d) জানুয়ারী 1946

 

242.  ও-কুয়াত্রোচির নাম যার সাথে যুক্ত তা হল

     (a) সন্ত্রাসবাদ       (b) বফর্স       (c) ভারতীয় রেল     (d) নোবেল পুরস্কার

 

243.   আরিয়েল শারন কোন্‌ দেশের প্রধানমন্ত্রী ?

      (a) নরওয়ে      (b) ইতালি      (c) ইজরাইল      (d) জার্মানি

 

244. দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবরের প্রতিপক্ষ ছিলেন

     (a) আব্দুল লোহানী     (b) হিমু     (c) জয়চাঁদ     (d) দৌলত খাঁ

 

245. ইংরেজ শাসিত ভারতবর্ষে কলকাতা কোন সাল পর্যন্ত রাজধানী ছিল ? 

     (a) 1909     (b) 1910     (c) 1911    (d) 1912

 

246. 'রাজতরঙ্গিনী'-র লেখক হলেন ? 

     (a) ললিতাদিত্য      (b) কলহন     (c) ভেক্টটেশ     (d) সন্ধ্যাকর নন্দী

 

247.  সিন্ধু সভ্যতাকে বলা হয়

      (a) শহর ভিত্তিক       (b) গ্রাম ভিত্তিক    (c) প্রস্তর যুগীয়    (d) লৌহ যুগীয়

 

248.  সিকিম কবে ভারতবর্ষের অংশ হল ?

     (a) 1975      (b) 1978      (c) 1782    (d) 1990

 

249.  মহাবলীপুরমের রথ মন্দিরগুলি নির্মাণকালে ঐ অঞ্চলে রজত্ব করতেন 

     (a) দ্বিতীয় পুলাকেশী     (b) দ্বিতীয় নরসিংহ বর্মন     (c) রাজারাজা     (d) রাজেন্দ্র চোল

 

250.  সিংহলী মতানুসারে বুদ্ধের পরিনির্বাণ ঘটেছিল 

     (a) 483 খ্রীঃ পূঃ     (b) 486 খ্রীঃ পূঃ      (c) 543 খ্রীঃ পূঃ     (d) 546 খ্রীঃ পূঃ

 

251. তৃতীয় পানিপথের যুদ্ধে দুই পক্ষে ছিল

    (a) মারাঠা ও আফগান     (b) ব্রিটিশ ও রোহিলা      (c)  শিখ ও জাঠ    (d) পাঠান ও সতনামী

 

252. সন্ধ্যাকর নন্দী হলেন -

      (a) রামচরিত কাব্য রচয়িতা     (b)  দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি      (c) দোহা রচয়িতা     (d) চিকিৎসক 

 

253. বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম হল

      (a) ত্রিপিটক     (b) অষ্ট     (c) পঞ্চপটিকা      (d) অষ্টাঙ্গ মার্গ 

 

254. শিবাজীর পর তার সিংহাসনে বসেন

      (a) সম্ভুজী      (b) দ্বিতীয় শিবাজী      (c) রাজারাম     (d) তরাবাঈ

 

255.   কোন্‌ নদীতে নাগার্জুন সাগর প্রজেক্ট অবস্থিত ?

    (a) মাহী নদী, ওয়ানাকবরী        (b) তাপ্তী নদী, গুজরাট     (c) কৃষ্ণা নদী, কর্ণাটক       (d) কৃষ্ণা নদী, অন্ধ্রপ্রদেশ

 

256. নেপালের রাজা কে ?

     (a) জ্ঞানেন্দ্র      (b) বিজয়েন্দ্র      (c) প্রতাপেন্দ্র     (d) রাঘবেন্দ্র

 

257. দিল্লী সুলতানীর প্রতিষ্ঠাতা ছিলেন  

    (a) ইলতুৎমিস      (b)  বলবন     (c) নাসিরউদ্দিন      (d) কুতুবুদ্দিন

 

258. 2005-এ যুবরাজ চার্লস কাকে বিবাহ করেন ?   

   (a) নিকোল কিডম্যান     (b) লেডি ডায়ানা     (c) এলিজাবেথ টেলর     (d) ক্যামিলা পার্কার বোলস

 

259.  লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক কত খ্রিষ্টাব্দে  গভর্নর জেনারেল হয়েছিলেন ?

    (a) 1820     (b) 1825     (c) 1828     (d) 1830

 

260. নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর অবধি গঙ্গা নদীর নাম কি ?  

    (a) ভাগীরথী     (b) হুগলী     (c) গঙ্গা     (d) ইছামতী

 

261.  কোফি আন্নান হলেন

      (a) কেনিয়ার রাষ্ট্রপতি      (b) উগাণ্ডার রাষ্ট্রপতি      (c) বাংলাদেশের রাষ্ট্রপতি     (d) রাষ্ট্রসংঘের মহাসচিব

 

262. আলেকজান্ডার ভারতে ছিলেন

    (a) 16 মাস     (b) 19 মাস     (c) 20 মাস     (d) 24 মাস

 

263. পাঞ্জাবকে ব্রিটিশ রাজ্যভুক্ত করেন 

   (a) এলগিন     (b) ডালহৌসি     (c) মিন্টো     (d) মর্লে

 

264. বারানসী কোথায় অবস্থিত

    (a) নিম্ন গঙ্গা সমতল ভূমি     (b)  মধ্য গঙ্গা সমতল ভূমি     (c)  উচ্চ গঙ্গা সমতল ভূমি    (d) গঙ্গা-শতদ্রু দোয়াব

****

 

Related Items

General Mental Ability

120 MCQ questions form General Mental Ability. Useful for different competitive exam. একটি লিপইয়ারে সপ্তাহের অন্য সব কটি দিন যখন 52 বার করে আসবে , তখন নিচের কোন দুটি দিন 53 বার করে আসতে পারে ?

Current events of National and International Importance

Current events of National and International Importance [Marks-25]

     The standard of the paper will be of the level of knowledge as expected of a graduate of any faculty of a recognized University. The paper will consists of the following topics

English Composition

English Composition [ Marks-25]

    Questions on English Composition will cover Synonyms, Antonyms, Idioms and Phrases, Vocabulary test, Phrasal Verbs, the same words bearing more than one meaning, use of appropriate and qualifying words etc.

WBCS : Preliminary Examination

Scheme of the Preliminary Examination :