The standard of the paper will be of the level of knowledge as expected of a graduate of any faculty of a recognized University.
1. কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটিকে মেয়াদ পূর্তির এক বছর আগে স্থগিত করে দেওয়া হয়েছিল
(A) তৃতীয় পরিকল্পনা (B) চতুর্থ পরিকল্পনা (C) পঞ্চম পরিকল্পনা (D) ষষ্ঠ পরিকল্পনা
2. মূল্যযুক্ত কর আরোপিত হয় কোনও দ্রব্যের
(A) সর্বশেষ ভোক্তার উপর (B) উৎপাদনের সর্বশেষ স্তরে মোট যে মূল্য যুক্ত হয় তার উপর (C) উৎপাদনের প্রতিটি স্তরে মোট যে মূল্য যুক্ত হয় তার উপর (D) উৎপাদকের উৎপাদন ব্যয়ের অঙ্কে সর্বমোট যে মূল্য যুক্ত হয় তার উপর
3. 2001 সেনসাস অনুযায়ী পশ্চিমবঙ্গে জেলাগুলির মধ্যে সর্বনিম্ন লিঙ্গানুপাত পাওয়া যায়
(A) কলকাতায় (B) পুরুলিয়ায় (C) হুগলিতে (D) উত্তর দিনাজপুরে
4. তথ্য অবগত হওয়ার অধিকার সংক্রান্ত আইনটি নিম্নোক্ত কোন রাজ্যটি ছাড়া বাকি সর্বত্র প্রযোজ্য
(A) জম্মু ও কাশ্মির (B) মিজোরাম (C) মণিপুর (D) নাগাল্যান্ড
5. পশ্চিমবঙ্গে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের পরিকল্পনা করা হয় নিম্নোক্ত অঞ্চলে
(A) মেদনিপুর অঞ্চলে (B) ঝাড়গ্রাম অঞ্চলে (C) নন্দীগ্রাম অঞ্চলে (D) হলদিয়ায়
6. নিচে উল্লিখিত করগুলির কোনটি পরোক্ষ কর , যেটি কেন্দ্রিয় সরকার ধার্য করে ?
(A) পরিষেবা কর (B) কোম্পানি আয়কর (C) বৃত্তি কর (D) কৃষি আয়কর
7. 1992 সালে সংবিধানের 73 তম সংশোধনীটি
1. গ্রাম ও অন্যান স্তরে পঞ্চায়েত গঠনের বিষয়টিকে সাংবিধানিক বৈধতা দিয়েছে ।
2. সংবিধানে শহরের স্বায়ত্তশাসিত সংস্থাগুলি সম্পর্কে একটি নুতন অংশ সংযোজিত করেছে ।
3. নির্দিষ্ট করেছে যে রাজ্য নির্বাচনী কমিশনের তত্ত্ববধানে অনুষ্ঠিত নির্বাচনে সব পঞ্চায়েত সদস্যরা পাঁচ বছর মেয়াদে নির্বাচিত হবেন ।
উপরের বিবৃতি গুলির মধ্যে কোনটি / কোনগুলি সঠিক ?
(A) 1এবং 2 (B) 1 এবং 3 (C) শুধুমাত্র 1 (D) শুধুমাত্র 2
8. ভারতীয় সংবিধানের কোন ধারাতে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে আর্থিক সম্পর্কের বিষয়ে সুপারিশ করার জন্য অর্থ কমিশন গঠনের সংস্থান করা হয়েছে ?
(A) 245 ধারা (B) 280 ধারা (C) 356 ধারা (D) 370 ধারা
9. পাশ্চিমবঙ্গে 2001 সেনসাস অনুযায়ী , সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধির হার পাওয়া যায়
(A) মালদায় (B) উত্তর দিনাজপুরে (C) দক্ষিণ দিনাজপুরে (D) দক্ষিণ 24 -পরগনায়
10. সাইমন কমিশন নিয়োগ করা হয়েছিল
(A) ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য (B) শাসন সংস্কারের জন্য (C) শিক্ষা সংস্কারের জন্য (D) জেল কোড সংস্কারের জন্য
11. দীর্ঘকালীন কর্মনিয়োগের জন্য নীতি নির্ধারণের বিষয়ে নিম্নোক্ত পরিকল্পনাগুলির কোনটিতে এক সাহসী পদক্ষেপ নেওয়া হয়েছিল ?
(A) পঞ্চম পরিকল্পনা (B) ষষ্ঠ পরিকল্পনা (C) সপ্তম পরিকল্পনা (D) অষ্টম পরিকল্পনা
12. সংবিধান সভার সভাপতি কে ছিলেন ?
(A) বি.আর.আম্মেদকর (B) জহরলাল (C) রাজেন্দ্রপ্রসাদ (D) ফিরোজশা মেহতা
13. ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?
(A) দাদাভাই নৌরজী (B) বদরুদ্দিন তায়েরজী (C) ডব্লিউ সি. ব্যানার্জি (D) ফিরোজশা মেহতা
14. নীচের দেওয়া বিবৃতিগুলি বিবেচনা করুন :
1. ভারতীয় সংবিধানের দ্বিতীয় অংশে 12 নম্বর থেকে 35 নম্বর ধারার মধ্যে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলি বিবৃত আছে
2. সংবিধানে সম্পত্তির অধিকার অন্যতম একটি মৌলিক অধিকার
উপরের বিবৃতিগুলির মধ্যে কোনটি / কোন গুলি সঠিক ?
(A) শুধুমাত্র 1 (B) শুধুমাত্র 2 (C) 1 এবং 2 উভয়েই (D) 1 এবং 2 এর কোনটিই নয়
15. ভারতের নতুন সংবিধান কবে গৃহিত ( স্বাক্ষরিত ) হয়েছিল ?
(A) 26 নভেম্বর 1949 (B) 20 ডিসেম্বর 1949 (C) 25 ডিসেম্বর 1949 (D) 26 জানুয়ারী 1950
16. নীচের কোন দলটি গত লোকসভা নির্বাচনে তৃতীয় ফ্রন্টের অন্তর্ভুক্ত ছিল না ?
(A) CPI(M) (B) জনতা (S) (C) TRS (D) SP
17. ভারতীয় সংবিধানের ষষ্ঠ তালিকায় যে বিষয় নিয়ে সংস্থান রাখা হয়েছে তা হল
(A) আসাম, মেঘালয় ও মিজোরাম রাজ্যের উপজাতি এলাকাগুলির প্রসাশন
(B) কতক্গুলি রাজ্যের তপশীলভুক্ত এলাকাগুলির প্রসাশন ও নিয়ন্ত্রণ
(C) কোন কোন ক্ষমতা এবং বিষয় কেন্দ্র ও রাজ্যগুলির অধীনে থাকবে
(D) দলত্যাগের কারণে কখন পদ বাতিল হবে
18. ভারতে আমুল অর্থনৈতিক সংস্কার ও উদারনীতি চালু হয়েছিল
(A) 1990 সালে (B) 1991 সালে (C) 1992 সালে (D) 1993 সালে
19. কোন সংবিধান সংশোধনী আইনে সমস্ত ভারতীয় নাগরিককে শিক্ষার অধিকার দেওয়া হয়েছে ?
(A) 73 তম (B) 74 তম (C) 86 তম (D) 91 তম
20. ভারতীয় সংবিধানের 109তম সংশোধনটি –––- এর সঙ্গে সম্পর্কিত ।
(A) রাষ্ট্রপতির ক্ষমতা (B) ভোটার বয়স (C) তপসিলী জাতি ও জনজাতিদের সংরক্ষণ (D) সরকারী ভাষা
21
. ভারত –— রাষ্ট্র হিসাবে পরমাণু শক্তিচালিত সাবমেরিন তৈরী করেছে ।
(A) পঞ্চম (B) ষষ্ঠ (C) সপ্তম (D) অষ্টম
****
22. পশ্চিমবঙ্গের মোট জেলা কটি ?
(A) 18 (B) 19 (C) 17 (D) 16
23. ভারতে প্রাথমিকভাবে বিকেন্দ্রীকৃত পরিকল্পনার প্রকৃত সূচনা হয়েছিল কোন পরিকল্পনার সময় থেকে ?
(A) সপ্তম পরিকল্পনা (B) অষ্টম পরিকল্পনা (C) নবম পরিকল্পনা (D) দশম পরিকল্পনা
24. নিম্নোক্ত পদগুলির কোনটি ভারতীয় সংবিধানে উল্লেখ নেই ?
(A) রাজসভার উপাধ্যক্ষ (B) লোকসভার ডেপুটি স্পিকার (C) রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার (D) উপ-প্রধানমন্ত্রী
25. গত কেন্দ্রীয় বাজেটের রেভেনিউ হিসাবে সর্ববৃহৎ ব্যয়ের খাতাটি হল
(A) প্রতিরক্ষা (B) সুদ প্রদান (C) সামাজিক সেবা (D) ভরতুকি
26. লোকসভায় একটি রাজনৈতিক দলকে বিরোধী দলের মর্যাদা পেতে হলে নুন্যতম কত শতাংশ সদস্যপদ পেতে হয় ?
(A) 5 শতাংশ (B) 10 শতাংশ (C) 15 শতাংশ (D) 20 শতাংশ
27. ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে পার্লামেন্টের উভয় কক্ষতেই কেন্দ্রীয় বাজেট পেশ করা হয় ?
(A) 73 (B) 112 (C) 360 (D) 370
28. ভারতের কোন রাজ্যটি সর্বাপেক্ষা বেশিবার রাষ্ট্রপাটি শাসনের আওতায় এসেছে ?
(A) পাঞ্জাব (B) হিমাচল প্রদেশ (C) কেরালা (D) কর্ণাটক
29. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নিম্নোক্ত হারগুলির কোনটি নির্ধারণ করে ?
(A) সি.আর.আর. (B) এস.এল.আর. (C) রিপো রেট (D) প্রাইম লেন্ডিং রেট
30. ভারতের কোন পৌরবসতির জনসংখ্যা 100000 অতিক্রম করলে তাকে বলা হয়
(A) শহর (B) নগর (C) মহানগর (D) পৌর মহাপুঞ্জ
31. কোন প্রধানমন্ত্রীর কার্যকালে দলত্যাগ বিরোধী বিলটি পাশ হয়ে ছিল ?
(A) ভি.পি.সিং (B) রাজীব গান্ধী (C) নরসিংহ রাও (D) এ.বি.বাজপেয়ী
32. একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার ( 2007 - 12 ) খসড়ায় মোট অন্তর্দেশীয় উৎপাদনে গড় বৃদ্ধির যে লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে তা হল
(A) 8 শতাংশ (B) 9 শতাংশ (C) 9.5 শতাংশ (D) 10 শতাংশ
33. ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশী সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে ?
(A) অন্ধ্রপ্রদেশ (B) বিহার (C) মধ্যপ্রদেশ (D) উত্তরপ্রদেশ
34. ষষ্ঠ বেতন কমিশনের প্রতিবেদন কার্যকরী করার জন্য কেন্দ্রীয় সরকার যে 13 সদস্যের সচিব পর্যায়ের কমিটি গঠন করেছিলেন তার শীর্ষে ছিলেন
(A) রজস্ব সচিব পি.ভি.ভাইদে (B) ব্যয় সচিব সুষমা নাথ (C) ক্যাবিনেট সচিব কে.এম.চন্দ্রশেখর (D) অর্থমন্ত্রী পি.চিদাম্বরম
35. যোজনা কমিশন হল একটি
(A) বিধিবদ্ধ সংস্থা (B) অবিধিবদ্ধ সংস্থা (C) সংবিধানগত সংস্থা (D) স্বশাসিত সংস্থা
36. ভারতের সঙ্গে অগ্রাধিকার ভিত্তিক বাণিজ্য চুক্তিতে লাতিন আমেরিকার যে দেশ প্রথম অংশ গ্রহন করেছে সেটি হল
(A) ব্রাজিল (B) চিলি (C) মেক্সিকো (D) ভেনেজুয়েলা
37. ভারতে যে মূল্য সূচকের ভিত্তিতে শহরের বেতনভোগী কর্মী ও সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নির্ধারিত হয় তা হল
(A) পাইকারী মূল্যসূচক (B) শিল্প শ্রমিকদের ভোগদ্রব্য মূল্যসূচক (C) কৃষি শ্রমিকদের ভোগদ্রব্য মূল্যসূচক (D) শহরবাসী কায়িক শ্রমজীবি ব্যতীত অন্যান্য শ্রমজীবীদের ভোগদ্রব্য মূল্যসূচক
38. নীচের কোন বক্তব্যটি সঠিক বক্তব্য নয় ?
(A) তপসিলি জাতি সংরক্ষণের ‘কোটার’ মধ্যে উপ-কোটার সম্ভাবনা খাটিয়ে দেখতে এক সদস্যের শ্রীমতি উষা মেহরা কমিশন গঠিত হয়েছিল
(B) তপসিলি জাতির অন্তর্গত কিছু কিছু জাত , যেমন বাল্মিকি, ঝাড়ুদার, ও সাফাই কর্মচারী জাত এস.সি.কোটার মধ্যে উপ-কোটার জন্য দাবি করে আসছে
(C) এস.সি.কোটার মধ্যে উপ-কোটার দাবিকে মেহরা কমিশনের প্রতিবেদনে সুপারিশ করা হয়নি
(D) মেহরা কমিশনের প্রতিবেদনকে অনুমোদনের জন্য কেন্দ্রিয় সরকার তপসিলি জাতি সংক্রান্ত জাতীয় কমিশনের কাছে পেশ করেছেন ।
39. জাতীয় উন্নয়ন পর্যদের কাজ হল
(A) পঞ্চ বার্ষিকী পরিকল্পনা অনুমোদন (B) দারিদ্র দূরীকরণ কর্মসূচি রুপায়ন (C) গ্রামীণ উন্নয়ন কর্মসূচি রুপায়ন (D) উন্নয়ন পরিকল্পনা প্রনয়ন
40. 6ই, 2008 কেন্দ্রের ইউ.পি.এ. সরকার রাজ্যসভায় যে 108 তম সংবিধান (সংশোধনী) বিল পেশ করেছিলেন তার লক্ষ্য হল
(A) রাজস্থানের গুর্জর সম্প্রদায়ের নাম তপসিলি ও উপজাতির তালিকাভুক্ত করা
(B) বন্দী ব্যক্তিদের অধিকার রক্ষা করা
(C) শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের স্বীকৃতি দেওয়া
(D) পার্লামেন্ট ও রাজ্যবিধান সভায় মহিলাদের জন্য এক তৃতীয়াংশ আসন সংরক্ষণ করা
41. সার্কের মুখ্য কার্যালয় হল
(A) ঢাকাতে (B) কাঠমান্ডুতে (C) ইসলামাবাদে (D) দিল্লীতে
42. সরকারি নিয়মানুসারে বর্তমান বিশেষ অর্থনৈতিক অঞ্চল ( সেজ ) এর জন্য অনুমোদিত সর্বোচ্চ জমির পরিমাণ হল
(A) 2000 হেক্টর (B) 3000 হেক্টর (C) 4000 হেক্টর (D) 5000 হেক্টর
43. পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেয়
(A) জেলা ম্যাজিস্ট্রেট (B) রাজ্য সরকার (C) কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (D) ইলেকশন কমিশন
***
44. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন ?
(A) সুচেতা কৃপালিনী (B) সরোজিনী নাইডু (C) বিজয়লক্ষ্মী পণ্ডিত (D) ইন্দিরা গান্ধী
45. শিল্প লাইসেন্সিং নীতি ( কয়েকটি ব্যতিক্রম ব্যতীত ) নিম্নলিখিত শিল্পনীতিতে বিলোপ করা হয়ঃ
(A) শিল্পনীতি 1970 (B) শিল্পনীতি 1980 (C) শিল্পনীতি 1991 (D) শিল্পনীতি 1995
46. ব্যাঙ্ক রেট সেই সুদের হারকে বোঝায়
(A) যে হারে ব্যাঙ্কগুলি আমানতকারীকে টাকা ধার দেয়
(B) যে হারে রিজার্ভ ব্যাঙ্ক অন্যান্য বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়
(C) যে হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলি শিল্প ঋণ দান করে এমন প্রতিষ্ঠানদের ধার দেয়
(D) উপরের কোনটিই সঠিক নয়
47. অর্থ কমিশন হলঃ
(A)সরকারের বার্ষিক বাজেট তৈরী করার জন্য একটি সংস্থা
(B)পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রয়োজনে আর্থিক সম্পদ সংগ্রহ করার জন্য একটি সংস্থা
(C)কেন্দ্র-রাজ্য আর্থিকসম্পর্ক পর্যালোচনা করার জন্য রাষ্ট্রপতি দ্বারা প্রতি পাঁচ বছর অন্তর নিযুক্ত একটি শাসন তান্ত্রিক সংস্থা
(D)কেন্দ্র-রাজ্য আর্থিক সম্পর্ক প্ররযালোচনা করার জন্য স্থায়ী
48. রাজস্ব সংক্রান্ত নীতি নির্দেশ করে
(A) কৃষি রাসায়নিক সার সংক্রান্ত নীতি (B) গ্রামীণ ঋণ নীতি (C) সুদ সংক্রান্ত নীতি (D) সরকারী আয় ও ব্যায় সংক্রান্ত নীতি
49. আমাদের দেশে বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে কে ?
(A) রিজার্ভ ব্যাঙ্ক অফ ইণ্ডিয়া (B) স্টেট ব্যাঙ্ক অফ ইণ্ডিয়া (C) অর্থমন্ত্রক,ভারত সরকার (D) এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাঙ্ক অফ ইণ্ডিয়া
50. দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় প্রধানতঃ নিম্নলিখিত ক্ষেত্রে উন্নয়নের উপর অগ্রাধিকার দেওয়া হয়েছেঃ
(A) গ্রামীন উন্নয়ন (B) ভারী ও মূল শিল্পের ক্ষেত্রে (C) বৈদেশিক বাণিজ্য (D) ভোগ্যপণ্য দ্রব্য উৎপাদন শিল্প
51. নিম্নলিখিত কোন্ বাক্যটি ‘ত্রিশঙ্কু পার্লামেন্ট’-এর প্রকৃত সংঙ্গা ?
(A) যে পালামেন্ট কোনো রাজনৈতিক দলের সংখ্যাগরিষ্ঠতা এককভাবে নেই
(B) প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন কিন্তূ পার্লামেন্ট ভেঙ্গে দেওয়া হয়নি
(C) পার্লামেন্টের কাজের জন্য প্রয়োজনীয় কোরাম-এর অভাব
(D) অকেজো পার্লামেন্ট
52. নিম্নোক্ত কোন্ আধিকারিক পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের যে কোনো কক্ষে আলোচনায় অংশগ্রহন করতে পারেন ?
(A) উপরাষ্ট্রপতি (B) সলিসিটর জেনারেল (C) অ্যাটর্নী জেনারেল (D)সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি
53. শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকারী কে ?
(A) রাষ্ট্রপতি (B) পার্লামেন্ট (C) লোকসভা (D) সুপ্রীম কোর্ট
54. শাসনতন্ত্রের কোন্ সংশোধনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে ?
(A) 56 তম সংশোধনে (B) 73 তম সংশোধনে (C) 74 তম সংশোধনে (D) 76 তম সংশোধনে
55. সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন
(A) রাষ্ট্রপতি স্বয়ং (B) রাষ্ট্রপতি –প্রধানমন্ত্রীর সুপারিশে (C) রাষ্ট্রপতি- সুপ্রীম কোর্ট ও হাই কোর্টের বিচারপতিদের সঙ্গে আলোচনা করে (D) রাষ্ট্রপতি-আইন কমিশনের সুপারিশ অনু্যায়ী
56. ভারতের রাষ্ট্রপতি নিম্নলিখিত উপায়ে নির্বাচিত হনঃ
(A) প্রতক্ষভাবে জনগনের দ্বারা
(B) পার্লামেন্টের দুই কক্ষ দ্বারা যৌথভাবে
(C) পার্লামেন্টের উভয় কক্ষের ও রাজ্য আইনসভার উভয় কক্ষের নির্বাচিত সদস্যবৃন্দ নিয়ে গঠিত নির্বাচন সংস্থা দ্বারা
(D) উপরের কোনোটিই নয়
57. রাষ্ট্রের নির্দেশাত্মক নীতিসমূহ
(A) আদালতের বিচারের সম্মুখীন হওয়ার যোগ্য
(B) আদালতের বিচারের যোগ্য নয়
(C) কেবলমাত্র কয়েকটি নীতি বিচারযোগ্য
(D) উপরের কোনোটিই নয়
58. ভারতীয় শাসনতন্ত্রের প্রস্তবনা অনুযায়ী ভারতবর্ষ একটি
(A) সার্বভৌমিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র
(B) সমাজতান্ত্রিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র
(C) সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র
(D)যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র
59. ভারতীয় শাসনতন্ত্র নিম্নলিখিত দেশের শাসনতন্ত্রের অনুকরণে পার্লামেন্টারী শাসনব্যবস্থা রূপায়ন করেছেঃ
(A) ফ্রান্স (B) ব্রিটেন (C) কানাডা (D) সুইডেন
60. ভারতীয় শাসনতন্ত
(A) দুষ্পরিবর্তনীয় (B) পরিবর্তনীয় (C) আংশিক দুষ্পরিবর্তনীয়, আংশিক পরিবর্তনীয় (D) চুড়ান্ত দুষ্পরিবর্তনীয়
61. ভারতীয় শাসনতন্ত্র নিম্নলিখিত দিন থেকে কার্যকারী হয়ঃ
(A) 9ই ডিসেম্বর,1946 (B) 26শে জানুয়ারী,1949 (C) 26শে জানুয়ারী,1950 (D) 26শে জানুয়ারী,1951
62. ভারতবর্ষের কোন্ রাজ্যে গুজ্জর সম্প্রদায় তপশীলী উপজাতির পদমর্যাদার জন্য প্রচণ্ড বিক্ষোভ করে ?
(A) গুজরাট (B) মহারাষ্ট্র (C) রাজস্থান (D) হরিয়ানা
63. 2001 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে নারী শিক্ষার হার হল
(A) 39.25% (B) 75.78% (C) 65.26% (D)46.56%
64. ভারত-বাংলাদেশের জলবন্টন নিয়ে বিতর্কের কারণ হল নিম্নলিখিত জলাধার থেকে জল ছাড়ার বৈষম্যঃ
(A) মাইথন ড্যাম (B) ফরাক্কা ব্যারেজ (C) দুর্গাপুর ব্যারেজ (D) ব্রম্ভপুত্র নদী
65. একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই বিষয়ে লক্ষ্য নির্ধারণ করে
(A) 11% অর্থনৈতিক বৃদ্ধি (B) 9% অর্থনৈতিক বৃদ্ধি (C) 10% অর্থনৈতিক বৃদ্ধি (D) 8% অর্থনৈতিক বৃদ্ধি
66. রাউরকেল্লা ও দূর্গাপুরের লৌহ ও ইস্পাত কারখানা পরিকল্পিত হয় ভারতের
(A) প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়
(B) দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়
(C) তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়
(D) চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়
***
67. ভারতীয় সংবিধানের ––– নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়।
(A) 275 (B) 280 (C) 282 (D) উপরের কোনটিই নয়
68. কোন্ সালে ভারতীয় পার্লামেন্ট মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানে অন্তর্ভুক্ত করেন ?
(A) 1976 (B) 1978 (C) 1980 (D) 1982
69. ভারতীয় সংবিধানের কোন্ ধারায় রাজ্যপালের হাতে রাজ্য পরিচালনার প্রশাসনিক ক্ষমতা অর্পিত আছে ?
(A) 154(1) ধারা (B) 155 ধারা (C) 14 ধারা (D) 356 ধারা
70. বর্তমানে ন্যাশনাল কমিশন অন পপুলেশন
(A) পরিকল্পনা কমিশনের অধীনে (B) মানব-সম্পদ উন্নয়ন মন্ত্রকের অধীনে (C) ক্যাবিনেট সচিবালয়ের (D) স্বাস্থ্য মন্ত্রকের অধীনে
71. ভারতের সবুজ বিপ্লবের ফলে
(A) আন্তঃ-অঞ্চল অসাম্য বেড়েছে (B) আন্তঃ-শস্য অসাম্য বেড়েছে (C) আন্তঃ-শ্রেণী অসাম্য বেড়েছে (D) উপরের সবকটিই বেড়েছে
72. ভারতীয় সংবিধানের জন্য গঠিত গণপরিষদের প্রথম সদস্য সংখ্যা কত ছিল ?
(A) 300 (B) 304 (C) 308 (D) 310
73. পশ্চিম বাংলার সাক্ষরতার হার সম্পর্কে নিম্নলিখিতগুলির মধ্যে কোন্টি সত্য ?
(A) পশ্চিম বাংলার সাক্ষরতার হার জাতীয় গড় হার অপেক্ষা বেশী
(B) পশ্চিম বাংলার সাক্ষরতার হার জাতীয় গড় হার অপেক্ষা কম
(C) পশ্চিম বাংলার সাক্ষরতার হার ভারতের মধ্যে ন্যূনতম
(D) উপরের কোনটিই নয়
74. নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের সর্ববৃহৎ
(A) ভারত সরকার আইন,1919 (B) ভারত সরকার আইন,1935 (C) ভারতের স্বাধীনতা আইন, 1947 (D) উপরের কোনটিই নয়
75. ভারতে কৃষিজাতের গড় আয়তন
(A) 2 হেক্টরের কম (B) 2-4 হেক্টর (C) 3-5 হেক্টর (D) 4-5 হেক্টর
76. বর্তমানে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত সমিতির সংখ্যা
(A) 341 (B) 344 (C) 333 (D) 334
77. ভারতে উৎপন্ন ফসলের –— শতাংশ খাদ্যশস্য।
(A) 76 (B) 65 (C) 80 (D) 85
78. নিম্নবর্ণিত সময়কালগুলির মধ্যে কোন্ সময়ে ভারতীয় সংবিধানের জন্য গঠিত গণপরিষদ বিতর্কের মাধ্যমে ভারতীয় সংবিধান চূড়ান্ত করেন ?
(A) নভেম্বর, 1946- নভেম্বের, 1949
(B) নভেম্বর, 1947- নভেম্বের, 1949
(C) ডিসেম্বর 1946- নভেম্বের, 1949
(D) ডিসেম্বর 1947- নভেম্বের, 1949
79. ভারতীয় পরিকল্পনাকালে নিম্নলিখিতগুলির মধ্যে কোন্টির দ্রুততম বৃদ্ধি হয়েছে ?
(A) কৃষিক্ষেত্র (B) শিল্পক্ষেত্র (C) সেবাক্ষেত্র (D) উপরের কোন্টিই নয়
80. ––—র ইচ্ছা অনু্যায়ী কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যগণ নিজ নিজ দপ্তরে বহাল থাকেন।
(A) রাষ্ট্রপতি (B) প্রধানমন্ত্রী (C) লোকসভার অধ্যক্ষ (D) ভারতীয় সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি
81. পশ্চিমবঙ্গে –- জেলার নারী সাক্ষরতার হার সর্বনিম্ন।
(A) বাঁকুড়া (B) উত্তর দিনাজপুর (C) পুরুলিয়া (D) মালদা
82. ভারতীয় সংবিধানের গণপরিষদ দ্বারা গঠিত খসড়া রচনা কমিটির প্রধান কে ছিলেন ?
(A) জওহরলাল নেহেরু (B) ডঃ রাজেন্দ্র প্রসাদ (C) ডঃ বি.আর.আম্বেদকার (D) উপরের কোন্টিই নয়
83. সম্মিলিত জাতিপুঞ্জের নতুন মহাসচিব হলেন
(A) শশী থারুর (B) বান-কি-মুন (C) সি.সি.মেলো (D) ডোনাল্ড রামসফেল্ড
84. স্বরাজ্য দলের উদ্দেশ্য ছিল
(A) সম্পূর্ণ স্বাধীনতার জন্য আন্দোলন
(B) কংগ্রেসের কর্মসূচী বর্জন
(C) আইন সভায় প্রবেশ করা এবং সরকারকে ভিতর থেকে আঘাত করা
(D) চরম পন্থা অবলম্বন করা
85. বর্তমানে পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা
(A) 18 (B) 19 (C) 17 (D) 16
86. গণপরিষদের সদস্যরা ছিলেন
(A) প্রাদেশিক সভা দ্বারা নির্বাচিত
(B) প্রত্যক্ষ জনগণ কর্তৃক নির্বাচিত
(C) সরকার কর্তৃক মনোনীত
(D) একমাত্র সামন্ত রাজ্যগুলির প্রতিনিধি
87. পশ্চিমবঙ্গ সরকার –– সালে থেকে স্থানীয় প্রতিষ্ঠানগুলির জন্য গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করেন।
(A) 1977 (B) 1978 (C) 1979 (D) 1980
88. কোন্ সালের সাধারণ নির্বাচনে কংগ্রেস দল প্রথম পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারায় ?
(A) 1967 (B) 1977 (C) 1980 (D) উপরের কোনটিই নয়
89. –— এর মধ্যে ডানকান প্যাসেজ অবস্থিত।
(A) আন্দামান ও নিকোবর (B) দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান
(C) আমিনদিভি ও লাক্ষাদ্বীপপুঞ্জ (D) ক্ষুদ্র আন্দামান ও নিকোবর
90. ভারতীয় সংবিধানের কোন্ ধারা বলে পার্লামেন্টকে পরিশিষ্ট বিষয়ের উপর আইন প্রণয়ন করার অধিকার দেওয়া হয়েছে ?
(A) 248 ধারা (B) 249 ধারা (C) 250 ধারা (D) 251 ধারা
***
- 11932 views