WBJEE - 2011 - Biology
1. কোশের ঝিল্লির কাঠামোগত লিপিড হল :
(A) সরল লিপিড (B) ক্রোমোলিপিড (C) স্টেরয়েড (D) ফসফো লিপিড
2. নীচের মধ্যে কোনটি পলিস্যাকারাইড ?
(A) গ্লাইকোজেন (B) সুক্রোজ (C) ল্যাকটোজ (D) মলটোজ
3. যদি DNA কোড হয় ATG-CAG তাহলে m-RNA কোডন কী হবে ?
(A) TAC – GTC (B) UAC – GUC (C) UCA – TUA (D) TCA – GTC
4. নিম্নলিখিত প্রজাতিগুলির কোনটি সীমাবদ্ধ স্থানে অবস্থান করে ?
(A) সিবলিং প্রজাতি (B) অ্যালোপ্যাট্রিক প্রজাতি (C) সিমপ্যাট্রিক প্রজাতি (D) এন্ডেমিক প্রজাতি
5. নীচের কোনটি ঠিক মতো মেলে না ?
(A) সাইকন — নালিকা তন্ত্র (B) তারা মাছ — অরীয়রূপে প্রতিসম (C) অ্যাসকারিস — ফ্লেম কোশ (D) চিংড়ি — হিমোসিল
6. নিম্নলিখিত পর্বগুলির কোনটিতে সিলোম বা দেহগহ্বর থাকে না ?
(A) প্ল্যাটিহেলমিনথিস (B) অ্যানিলিডা (C) মোলাস্কা (D) একাইনোডারমাটা
7. হৃদপেশি হল
(A) রেখাযুক্ত এবং স্বেচ্ছায় সংকোচনশীল
(B) রেখাযুক্ত এবং স্বেচ্ছায় অসংকোচনশীল
(C) মসৃণ এবং স্বেচ্ছায় সংকোচনশীল
(D) মসৃণ এবং স্বেচ্ছায় অসংকোচনশীল
8. নিম্নলিখিত ইমিউনোগ্লোবিউলিনগুলির কোনটি পেন্টামার হিসাবে পাওয়া যায় ?
(A) IgG (B) IgM (C) IgA (D) IgE
9. নিম্নলিখিত কোশগুলির কোনটি ফ্যাগোসাইটিক কোশ নয় ?
(A) ম্যাক্রোফাজ (B) মনোসাইট (C) নিউট্রোফিল (D) বেসোফিল
10. নীচের কোনটি মানুষের সবথেকে পুরোনো পূর্বপুরুষ ?
(A) Homo habilis (B) Australopithecus (C) Rampithecus punjabicus (D) Homo neanderthalensis
11. একটি স্ত্রী অ্যানোফিলিস মশাকে চেনা যায় ;
(A) প্রবোসিস ও পাল্পগুলি লম্বা ও মোটামুটি একই দৈর্ঘ্যের হলে
(B) প্রবোসিস লম্বা এবং পাল্পগুলি ছোটো হলে
(C) প্রবোসিস ছোটো এবং পাল্পগুলি লম্বা হলে
(D) প্রবোসিস ও পাল্পগুলি উভয়ই ছোটো হলে
12. Wuchereria -র মাইক্রোফাইলেরিয়ার সম্মুখভাগের V-spot নির্দেশ করে :
(A) স্নায়ু রিং (B) সারভাইক্যাল প্যাপিলা (C) রেচন তন্ত্র (D) জনন তন্ত্র
13. কোনো জীবগোষ্ঠী বা পপুলেশনের অনিয়ন্ত্রিত জনন ক্ষমতাকে বলে :
(A) বায়োটিক পোটেন্সিয়াল (B) ফার্টিলিটি (C) ক্যারিং ক্যাপাসিটি (D) বার্থ রেট
14. যখন দুই বাস্তুতন্ত্র একে অপরের উপর অধিক্রমণ করে তাহলে সেই স্থানকে বলে :
(A) হ্যাবিট্যাট (B) নিশ (C) ইকোটোন (D) ইকোটাইপ
15. বাস্তুতন্ত্রগুলিতে শক্তির পিরামিড হয় :
(A) সবসময় ঊর্ধ্বমুখী (B) সবসময় অধঃমুখী (C) বেশির ভাগ ঊর্ধ্বমুখী (D) বেশির ভাগ অধঃমুখী
16. নীচের কোনটি প্রধানত "গ্রিন হাউস এফেক্ট " -এর জন্য দায়ী ?
(A) SO2 (B) CO2 (C) CO (D) O2
17. নীচের কোনটি বিদেশি কার্প প্রজাতি ?
(A) Barbus stigma (B) Cyprinus carpio (C) Labeo bata (D) Cirrhinus mrigala
18. নিম্নলিখিত হরমোনগুলির কোন দুটি মাছের প্রণোদিত প্রজননের জন্য আবশ্যক ?
(A) TSH এবং ACTH (B) ইস্টোজেন এবং প্রোজেস্টেরন (C) FSH এবং LH (D) ভ্যাসোপ্রেসিন এবং অক্সিটোসিন
19. ম্যালেরিয়া সৃষ্টিকারী পরজীবীর কোন দশা মানুষে সংক্রামক ?
(A) গ্যামেটোসাইট (B) মেরোজয়েট (C) ক্রিপ্টোমেরোজয়েট (D) স্পোরোজয়েট
20. তসর যে মথ উত্পাদন করে তার বিজ্ঞান সম্মত নাম হল :
(A) Bombyx mori (B) Antheraea mylitta (C) Antheraea assamensis (D) Philosomia ricini
21. জিনোফার কি ?
(A) প্রোক্যারিওটের DNA (B) প্রোক্যারিওটের DNA এবং RNA (C) প্রোক্যারিওটের DNA এবং প্রোটিন (D) প্রোক্যারিওটের RNA
22. একটি আদর্শ হোমোপলিস্যাকারাইডের উদাহরণ হল :
(A) লিগনিন (B) সুবেরিন (C) ইনিউলিন (D) স্টার্চ
23. বিখ্যাত বই ‘Origin of Species’ কে লিখেছিলেন ?
(A) ল্যামার্ক (B) ডারউইন (C) ডি ভ্রিস (D) মেন্ডেল
24. দুটি ভিন্ন প্রজাতি থেকে সৃষ্ট পলিপ্লয়েডকে বলা হয়
(A) অটোপলিপ্লয়ডস (B) ট্রিপ্লয়ডস (C) অ্যালোপলিপ্লয়ডস (D) মনোপ্লয়ডস
25. ইলেকট্রন মাইক্রোস্কোপে ব্যবহৃত ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য হল :
(A) 0.05 Å (B) 0.15 Å (C) 0.25 Å (D) 0.30 Å
26. বায়োলিস্টিক প্রকৌশল ব্যবহৃত হয় :
(A) কলা কৃষ্টি পদ্ধতিতে (B) জিন স্থানান্তকরণ পদ্ধতিতে (C) সংকরায়ণ পদ্ধতিতে (D) জার্মপ্লাজম সংরক্ষণ পদ্ধতিতে
27. জলে দ্রাব্য উদ্ভিদ রঞ্জক বস্তুর উদাহরণ হল :
(A) ক্লোরোফিল -a (B) ক্লোরোফিল-b (C) অ্যানথোসায়ানিন (D) জ্যানথোফিল
28. ক্রোমাটিন কোনটি দিয়ে তৈরি ?
(A) হিস্টোন (B) অ্যাসিড প্রোটিন এবং ডি. এন. এ (C) নিউক্লিয়ার ম্যাট্রিক্স (D) নিউক্লিওজোমস
29. নিম্নলিখিত কোনটির পলিমার ইন্যুলিন
(A) গ্লুকোজ (B) গ্যালাকটোজ (C) ফ্রুকটোজ (D) অ্যারবিনোজ
30. ম্যানিটলের উপাদান হল
(A) অ্যামাইনো অ্যাসিড (B) অ্যামাইনো অ্যালকোহল (C) সুগার অ্যালকোহল (D) সুগার অ্যাসিড
31. যে পুস্পকে কেন্দ্র বরাবর তল দ্বারা কেবলমাত্র দুটি সমান অংশে ভাগ করা যায় তাহাকে বলে :
(A) এক প্রতিসম পুষ্প (B) বহুপ্রতিসম পুষ্প (C) সমাঙ্গ পুষ্প (D) সম্পূর্ণ পুষ্প
32. উদ্ভিদ কলার যে অংশটি টিসু কালচারে ব্যবহৃত হয় তাহাকে বলে :
(A) এক্সপ্লান্ট (B) সোমাক্লোন (C) ইনুকুল্যান্ট (D) ক্লোন
33. VAM হল :
(A) মিথোজীবি ব্যাকটেরিয়া (B) মৃতজীবি ব্যাকটেরিয়া (C) মৃতজীবি ছত্রাক (D) মিথোজীবি ছত্রাক
34. ডিম্বক ত্বকটি পরবর্তীকালে নিম্নলিখিত অংশে রূপান্তরিত হয় :
(A) বীজ (B) ফলত্বক (C) বীজত্বক (D) বীজপত্র
35. অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী :
(A) NO2 (B) SO2 (C) SO3 (D) CO2
36. নিম্নলিখিত কোন ব্যাকটেরিয়ামটি transgenic উদ্ভিদ তৈরিতে ব্যবহৃত হয় ?
(A) Escherichia coli (B) Bacillus thuringiensis
(C) Staphylococcus aureus (D) Agrobacterium tumefaciens
37. একটি উদ্ভিদ কোশ রসস্ফীত হওয়ার কারণ হল :
(A) Plasmolysis (B) বহিঃঅভিস্রবণ (C) অন্তঃঅভিস্রবণ (D) Electrolysis
38. রেসট্রিকশন এনজাইম খন্ডিত করে :
(A) একতন্ত্রী RNA (B) দ্বিতন্ত্রী DNA (C) একতন্ত্রী DNA (D) দ্বিতন্ত্রী RNA
39. স্পিনডিল তন্তু (Spindle fibre) নিম্নলিখিত কোনটির দ্বারা তৈরি ?
(A) হিউমুলিন (B) মধ্যবর্তী ফিলামেন্ট (Intermediate filament) (C) ফ্যাজেলিন (D) টিউবুলিন
40. মাশরুমের (Mushroom) কোন অংশটি খাদ্যরূপে গ্রহণ করা হয় ?
(A) বেসিডিও কার্প (B) প্রাথমিক মাইসেলিয়াম (C) ফাংগাল হাইফা (D) বেসিডিওস্পোরস
41. শর্করা ও অ্যামাইনো অ্যাসিড পুনশোষিত হয় :
(A) প্রক্সিমাল নালিকা (B) দূরবর্তী নালিকা (C) কালেক্টিং ডাক্ট (D) হেনলিন লুপ
42. ক্রেনিয়াল ক্যাভিটিতে CSF -এর পরিমাণ :
(A) 500 মিলিলিটার (B) 140 মিলিলিটার (C) 1 লিটার (D) 1.5 মিলিলিটার
43. কোনটি ইমিনো অ্যাসিড ?
(A) পেপসিন (B) প্রোলিন (C) সিসটিন (D) রেনিন
44. গ্রাম-পজিটিভ এবং গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়ার প্রধান পার্থক্য হল :
(A) কোশ পর্দা (B) কোশ প্রাচীর (C) রাইবোজম (D) মাইটোকনড্রিয়া
45. ACTH ক্ষরিত হয় :
(A) অ্যাড্রিনাল কর্টেক্স থেকে (B) পিটুইটারি থেকে (C) অ্যাড্রিনাল মেডুলা থেকে (D) থাইরয়েড থেকে
46. নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি হৃৎ-উদ্দীপনা প্রবাহের সঠিক পথ ?
(A) এস.এ.নোড → এ.ভি.নোড → হিজের বাল্ডিল → পারকিনজি তন্তু
(B) এ.ভি.নোড → হিজের বাল্ডিল → এস.এ.নোড → পারকিনজি তন্তু
(C) এস.এ.নোড → পারকিনজি তন্তু → এ.ভি.নোড → হিজের বাল্ডিল
(D) পারকিনজি তন্তু → এ.ভি.নোড → এস.এ.নোড → হিজের বাল্ডিল
47. শ্বাসনালির ব্রঙ্কাই, ব্রঙ্কাইল এবং ফ্যালপিয়ান নালির অভ্যন্তর যে কোশ-দ্বারা আচ্ছাদিত থাকে তা হল :
(A) ঘনাকার (cubical) আবরণী কলা (B) স্তম্ভাকার (columnar) আবরণী কলা
(C) স্তরীভূত (squamous) আবরণী কলা (D) সিলিয়া (cilia) যুক্ত আবরণী কলা
48. মস্তিষ্কের তড়িৎ বিভব লিপিবদ্ধ করা হয় :
(A) CT স্ক্যান দ্বারা (B) স্ফিগমোম্যানোমিটার (C) ECG দ্বারা (D) EEG দ্বারা
49. নিম্নলিখিত কোনটি হিউমোরাল অনাক্রম্যতার সঙ্গে সম্বন্ধযুক্ত ?
(A) T-লিম্ফোসাইট (B) B-লিম্ফোসাইট (C) I-লিম্ফোসাইট (D) P-লিম্ফোসাইট
50. নিষেক কোথায় ঘটে ?
(A) জরায়ু (B) ইউরেটার (C) যোনিপথ (D) ফ্যালোপিয়ান নালি
51. গ্যাসট্রিন ক্ষরিত হয় :
(A) অন্ত্র থেকে (B) পাকস্থলী থেকে (C) অগ্ন্যাশয় থেকে (D) মলাশয় থেকে
52. ক্রেটিনিজম হওয়ার কারণ :
(A) হাইপোথাইরয়েডিজম (B) হাইপোপ্যারাথাইরয়েডিজম (C) হাইপারথাইরয়েডিজম (D) হাইপারপ্যারাথাইরয়েডিজম
53. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি মিনারেলোকটিকয়েড ?
(A) টেসটোস্টেরন (B) প্রোজেস্টেরন (C) অ্যাড্রিনালিন (D) অ্যালডোস্টেরন
54. ক্ষুধা ও তৃষ্ণার কেন্দ্র মস্তিষ্কের যে অংশে অবস্থান করে সেটি হল :
(A) গুরুমস্তিস্ক (B) হাইপোথ্যালামাস (C) লঘুমস্তিস্ক (D) মেডুলা অবলংগাটা
55. দুটি নিউরোন দ্বারা গঠিত প্রতিবর্ত চাপকে বলা হয় :
(A) একসন্ধি প্রতিবর্ত চাপ (B) দ্বিসন্ধি প্রতিবর্ত চাপ (C) বহুসন্ধি প্রতিবর্ত চাপ (D) অসন্ধি প্রতিবর্ত চাপ
56. ল্যাকটেজ, ল্যাকটোজকে আর্দ্র বিশ্লেষিত করে :
(A) গ্লুকোজ (B) গ্লুকোজ ও গ্যালাকটোজে (C) ফ্রুকটোজ (D) গ্লুকোজ ও ফ্রুকটোজ
57. মানুষের বৃক্কে 24 ঘন্টায় উত্পন্ন গ্লোমেরুলাম পরিস্রুতের পরিমাণ হল :
(A) 1.7 লিটার (B) 7 লিটার (C) 17 লিটার (D) 170 লিটার
58. যখন কলায় অক্সিজেন সরবরাহ অপ্রতুল হয়, সেই অবস্থাকে বলে :
(A) ডিসপনিয়া (B) হাইপোক্সিয়া (C) অ্যাসফাইক্রিয়া (D) অ্যাপনিয়া
59. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি হরমোন ক্রিয়ার দ্বিতীয় বার্তাবাহক হিসাবে কাজ করে না ?
(A) ক্যালশিয়াম (B) সোডিয়াম (C) cAMP (D) cGMP
60. হৃৎপিন্ডের ছন্দনিয়ামকের নাম হল :
(A) লিম্ফ নোড (B) এস.এ. নোড (C) জাকস্টাগ্লোমেরুলার যন্ত্র (D) অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা
61. রক্তে ক্যালশিয়ামের মাত্রা হ্রাস পায় কোন গ্রন্থির স্বল্প ক্ষরণে ?
(A) প্যারাথাইরয়েড হরমোন (B) ক্যালশিটোনিন (C) থাইরক্সিন (D) অ্যাড্রিনালিন
62. কুফার কোশগুলি হল :
(A) ফ্যাগোসাইটিক (B) মাস্ট কোশ (C) হরমোন ক্ষরণকারী (D) পাচক রস ক্ষরণকারী
63. দেহের তাপমাত্রা বৃদ্ধি পেলে কোন কেন্দ্র উত্তেজিত হয় ?
(A) অগ্র হাইপোথ্যালামাস (B) পশ্চাৎ হাইপোথ্যালামাস (C) লিমবিক তন্ত্র (D) রেড নিউক্লিয়াস
64. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অক্সিজেন সঞ্চয় করার ক্ষমতা আছে ?
(A) Myoglobin (B) Actin (C) Myosin (D) Fibrin
65. মিয়োসিস প্রক্রিয়ায় সর্বোচ্চ সময় লাগে :
(A) প্রোফেজ -I (B) প্রোফেজ -II (C) অ্যানাফেজ -I (D) মেটাফেজ -II
66. টিটেনির কারণ :
(A) হাইপার প্যারাথাইরয়েডইজম (B) হাইপোপ্যারাথাইরয়েডইজম (C) হাইপারথাইরয়েডইজম (D) হাইপোথাইরয়েডইজম
67. কোনটি খাদ্যনালির হরমোন ?
(A) প্রোল্যাকটিন (B) এনটারোকাইনেজ (C) GH (D) FSH
68. রক্তস্রাব চক্রে কোন হরমোনের ভূমিকা নেই ?
(A) LH (B) FSH (C) GH (D) TSH
69. নিম্নলিখিত কোন পদার্থটি পারকিনসন রোগ নিরাময় করে ?
(A) GABA (B) অ্যাসিটাইলকোলিন (C) ডোপামিন (D) গ্লুটামিক অ্যাসিড
70. জিহ্বার পেশি নিয়ন্ত্রিত হয়
(A) ফেসিয়াল নার্ভ দ্বারা (B) ট্রাইজেমিনাল নার্ভ দ্বারা (C) হাইপোগ্লোসাল নার্ভ দ্বারা (D) ভেগাস নার্ভ দ্বারা
71. অক্সিপিটাল লোব ক্ষতিগ্রস্থ হলে কোন কার্য বাধাপ্রাপ্ত হয় ?
(A) শ্রবণ (B) কথা-বলা (C) দৃষ্টি (D) স্মৃতিশক্তি
72. মিসনার করপাসকেলের উপস্থিতি লক্ষ করা যায় :
(A) মস্তিষ্কে (B) স্নায়ু কোশ (C) দেহ ত্বকে (D) জিহ্বাতে
73. নিম্নলিখিত কোনম ক্ষেত্রে অস্টিওমেলাশিয়া একটি অভাবজনিত রোগ হিসাবে দেখা যায় ?
(A) শিশুদের ক্ষেত্রে প্রোটিন-শক্তি অপুষ্টির জন্য
(B) প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে প্রোটিন-শক্তি অপুষ্টির জন্য
(C) প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ভিটামিন D -এর অভাবের জন্য
(D) শিশুদের ক্ষেত্রে ভিটামিন K -র অভাবের জন্য
74. সিকেল সেল রক্তাল্পতার জিন বংশানুসৃত হয় :
(A) রক্ত কোশ দ্বারা (B) অস্থি কোশ দ্বারা (C) যৌন ক্রোমোজম দ্বারা (D) অটোজোম দ্বারা
75. টায়োলিন (Ptyalin) পাকস্থলীয় যে উপাদানের মাধ্যমে নিষ্ক্রিয় হয় :
(A) পেপসিন (B) মিউকাস (C) রেনিন (D) HCl
76. মানবদেহে নিম্নলিখিত কোশ গুলির কোনটিতে মাইটোকনড্রিয়া থাকে না ?
(A) স্নায়ুকোশ (B) লোহিত রক্ত কণিকা (C) যকৃৎ কোশ (D) শ্বেত রক্ত কণিকা
77. প্রথম মিয়োটিক বিভাজনের কোন দশায় দুটি ভগ্নী ক্রোমাটিড উত্পন্ন হয় ?
(A) লেপ্টোটিন (B) জাইগোটিন (C) প্যাকিটিন (D) ডিপ্লোটিন
78. নিম্নলিখিত ট্রিপলেট কোডনের কোনটি 'চেন টার্মিনেশন কোডন' ?
(A) UGU (B) AAU (C) UUG (D) UAG
79. মেন্ডেল মটরদানায় কতগুলি বিপরীতধর্মী বৈশিষ্ট্য বেছেছিলেন ?
(A) 3 (B) 5 (C) 7 (D) 9
80. যদি দুইটি জীবের যৌনজননের ফলে যে অপত্য জীব জন্মায় তাদের 50% প্রকট বৈশিষ্ট্যযুক্ত (A) ও 50% প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত (a) হয় তাহলে পিতা-মাতার জেনোটাইপ হল :
(A) Aa × Aa (B) Aa × aa (C) AA × aa (D) AA × Aa
***