হাইড্রোক্লোরিক, সালফিউরিক এবং নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ :
বিকারক | অ্যাসিড | পর্যবেক্ষণ |
(1) BaCl2 দ্রবণে | HCl | কোনো অধঃক্ষেপ উৎপন্ন হয় না । |
H2SO4 | BaSO4 -এর সাদা অধঃক্ষেপ উৎপন্ন হয়, যা HCl বা HNO3 -তে অদ্রাব্য । BaCl2 + H2SO4 = BaSO4↓ + 2HCl | |
HNO3 | কোনো অধঃক্ষেপ পড়ে না । | |
(2) AgNO3 দ্রবণে |
HCl | AgCl -এর সাদা থকথকে অধঃক্ষেপ উৎপন্ন হয়, যা HNO3 -তে অদ্রাব্য কিন্তু অতিরিক্ত NH4OH -এ দ্রাব্য । AgNO3 + HCl = AgCl↓ + HNO3 AgCl + 2NH3 = [Ag (NH3)2Cl] (জলে দ্রাব্য) । |
H2SO4 | কোনো অধঃক্ষেপ পড়ে না । | |
HNO3 | কোনো অধঃক্ষেপ পড়ে না । | |
(3) বলয় পরীক্ষা | HCl | দুই তরলের সংযোগস্থলে কোন বাদামি বলয় উৎপন্ন হয় না । |
H2SO4 | দুই তরলের সংযোগস্থলে বাদামি বলয় উৎপন্ন হয় না । | |
HNO3 | দুই তরলের সংযোগস্থলে বাদামি বলয় উৎপন্ন হয় । | |
(4) Cu ছিব্ড়ার সঙ্গে উত্তপ্ত করলে | HCl | বাদামি বর্ণের গ্যাস নির্গত হয় না । |
H2SO4 | বাদামি বর্ণের গ্যাস নির্গত হয় না । | |
HNO3 | বাদামি বর্ণের গ্যাস (NO2) নির্গত হয় । Cu + 4HNO3 = Cu (NO3)2 + 2NO2↑ + 2H2O |
HCl, HNO3 এবং H2SO4 - এর গঠন সংকেত :
*****
- 3808 views