আলফ্রেদ নোবেল

Submitted by tushar pramanick on Fri, 10/13/2017 - 21:32

আলফ্রেদ নোবেল

Alfred Nobel

জন্মঃ 21 অক্টোবর, 1833 - মৃত্যুঃ 10 ডিসেম্বর, 1896


আলফ্রেড বের্নহার্ড নোবেল একজন সুয়েডীয় রসায়নবিদ, প্রকৌশলী, উদ্ভাবক এবং অস্ত্র নির্মাতা। আলফ্রেড নোবেলের উইল অনুসারে বিশ্বের সবচেয়ে সম্মানজনক নোবেল পুরস্কার প্রদান করা হয়। নোবেল পাঁচটি ক্ষেত্রে পুরস্কার দেয়ার জন্য তার মোট সম্পত্তির শতকরা ৯৪ ভাগ (৩১ মিলিয়ন সুইডিশ ক্রোনা) দান করে যান।

তিনি ডায়নামাইট আবিষ্কার করেন। তিনি ব্যবসায়েও বিশেষ প্রসিদ্ধি অর্জন করেছিলেন। বিখ্যাত ইস্পাত নির্মাতা প্রতিষ্ঠান বোফোর্স এর মালিক ছিলেন অনেকদিন, প্রতিষ্ঠানটিকে এক সময় অন্যতম বৃহৎ অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানে পরিণত করেন। তার নামে ৩৫০টি ভিন্ন ভিন্ন পেটেন্ট ছিল যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে ডায়নামাইট। মৃত্যুর আগে উইল করে তিনি তার সুবিশাল অর্থ সম্পত্তি নোবেল ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য রেখে যান। উইলে আরও বলে যান, নোবেল ইনস্টিটিউটের কাজ হবে প্রতি বছর নোবেল পুরস্কার এর অর্থ প্রদান করা।

Comments

Related Items

গুলিয়েলমো মার্কোনি

গুলিয়েলমো মার্কোনি ছিলেন একজন নোবেল পুরস্কার বিজয়ী ইতালীয় উদ্ভাবক এবং প্রকৌশলী যিনি বেতার যন্ত্রের সম্প্রচার পদ্ধতি উদ্ভাবনের জন্য বিখ্যাত হয়ে আছেন।

টমাস আলভা এডিসন

টমাস আলভা এডিসন ছিলেন মার্কিন উদ্ভাবক এবং ব্যবসায়ী। তিনি গ্রামোফোন, ভিডিও ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী বৈদ্যুতিক বাতি (বাল্ব) সহ বহু যন্ত্র তৈরি করেছিলেন যা বিংশ শতাব্দীর জীবনযাত্রায় ব্যাপক প্রভাব ফেলেছিল।

জন বেয়ার্ড

জন বেয়ার্ড এর পূর্ণ নাম জন লগি বেয়ার্ড তিনি একজন স্কটল্যান্ডীয় বিশ্ববিখ্যাত ইঞ্জিনিয়ার ছিলেন। তিনিই বিশ্বের প্রথম কার্যক্ষম ইলেক্ট্রোমেকানিক্যাল টেলিভিশন আবিস্কার করেন।

অ্যালেকজান্ডার ফ্লেমিং

স্যার আলেকজান্ডার ফ্লেমিং ছিলেন একজন স্কটিশ ডাক্তার, জীববিজ্ঞানী, ফার্মাকোলজিস্ট এবং উদ্ভিদবিজ্ঞানী। 1923 সালে তাঁর সর্বপ্রথম আবিষ্কার এনজাইম লাইসোজাইম এবং 1928 সালে পেনিসিলিয়াম নোটেটাম থেকে বিশ্বের

অ্যান্ডার্স সেলসিয়াস

১৭৪২ সালে তিনিই প্রথম সেলসিয়াস তাপমান যন্ত্রের ধারণা সম্বন্ধে আলোকপাত করেছেন; যা পরবর্তীকালে তাঁর নামে নামাঙ্কিত করা হয় সেলসিয়াস থার্মোমিটাররূপে।