ওয়েবসাইট ইনটারনেট ওয়ার্ল্ডে সচল হবার জন্য এবং ওয়েবসাইটের ফাইল গুলিকে রাখার জন্য হোস্টং সারভারের দরকার হয়। হোস্টিং সারভারে বিশেষ বিশেষ প্রোগ্রাম ও সফটওয়্যার ইনস্টল করা থাকে যেগুলি ওয়েবসাইটের কার্জকারিতা ও সচলতায় বজায় রাখতে সাহায্য করে। হোস্টং সারভারের মধেই ওয়েবসাইটের জন্য কিছু space (1gb, 2gb, unlimited ) নির্ধারিত থাকে , সেখানেই ওয়েবসাইটের ফাইল গুলিকে রাখতে হয় ও পরে আপলোড করা ফাইল গুলি ও ওখানে জমা হয় (বেশিরভাগ ক্ষেত্রে) ।
- 14 views