ওয়েবসাইটের নাম নির্ধারণ একটি গুরুত্ব পূর্ন বিষয় । নাম এমন ভাবে বাছা উচিৎ যাতে শহজেই মনে থকে ও বানান করা (english) সোজা এবং নাম আবশ্যই সংক্ষিপ্ত হতে হবে যাতে ভুল বানান না হয়।তার পর সেই নাম টিকে DNS server এ রেজিষ্টার করতে হবে। যদি তোমার বাছা নাম আগে থাকতেই কেউ রেজিষ্টার করে থাকে তাহলে তোমাকে অন্য নাম বাছতে হবে। অতএব DNS name বা Site Url সেট করা একটু সমস্যার । যদিও আজকাল .com ,.in, .biz, .org, .net , .name ইত্যাদি extension এও রেজিষ্টার করা যায়।
- 35 views