ভাষার ভিত্তিতে ভারতীয় জনগোষ্ঠীর বিভাগ (Classification of ethnic groups in India on the basis of Languages)
ভাষার ভিত্তিতে ভারতীয় জনগণকে তিন ভাগে ভাগ করা হয়েছে, যেমন —আর্য গোষ্ঠী, দ্রাবিড় গোষ্ঠী ও আদিবাসী গোষ্ঠী ।
(ক) আর্য গোষ্ঠী : প্রধানত সংস্কৃত ভাষা থেকে উদ্ভুত উত্তর ভারতের বাংলা, হিন্দি, গুজরাটি, মারাঠি, গুরুমুখি ইত্যাদি ভাষায় যারা কথা বলে, তাদেরকে আর্য গোষ্ঠির মানুষ বলে ।
(খ) দ্রাবিড় গোষ্ঠী : যারা দক্ষিণ ভারতের তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালম ভাষা-ভাষী তাদেরকে দ্রাবিড় গোষ্ঠির মানুষ বলে ।
(গ) আদিবাসী জনগোষ্ঠী : জঙ্গল ও পাহাড়ে বসবাসকারী সাঁওতাল, কোল, মুন্ডা প্রভৃতি বিভিন্ন আদিবাসী জনগনকে আদিবাসী জনগোষ্ঠির মানুষ বলে । এদের ভাষা সংস্কৃত ও দ্রাবিড় ভাষা থেকে সম্পূর্ণ পৃথক ।
*****
- 1192 views