ছোটো প্রশ্ন ও উত্তর - আবহবিকার ও মাটির উৎপত্তি

Submitted by avimanyu pramanik on Sun, 03/04/2012 - 23:53

আবহবিকার (Weathering) ও মাটির উৎপত্তি (Formation of Soil) :-  

প্রশ্ন:- আবহবিকার সাধারণত কয় প্রকার ও কী কী [Types Weathering]  ?

উত্তর:- আবহবিকার সাধারণত তিন প্রকার , যথা , —(ক) যান্ত্রিক আবহবিকার [Mechanical Weathering] ও (খ) রাসায়নিক আবহবিকার [Chemical Weathering] (গ) জৈবিক আবহবিকার [Organic Weathering] ।

প্রশ্ন:- যান্ত্রিক আবহবিকার [Mechanical Weathering] সর্বাধিক কোথায় ঘটে ?

উত্তর:- যান্ত্রিক আবহবিকার মরু অঞ্চলে সর্বাধিক ঘটে ।

প্রশ্ন:- রাসায়নিক আবহবিকার [Chemical Weathering] সর্বাধিক কোথায় ঘটে ?

উত্তর:- রাসায়নিক আবহবিকার বৃষ্টিবহুল ক্রান্তীয় অঞ্চলে সর্বাধিক ঘটে ।

প্রশ্ন:- কার্বনিকরণ (Carbonation) প্রক্রিয়াটি কোন আবহবিকারের দৃষ্টান্ত ?

উত্তর:- কার্বনিকরণ (Carbonation) প্রক্রিয়াটি রাসায়নিক আবহবিকারের দৃষ্টান্ত ।

প্রশ্ন:-  শল্কমোচন [Exfoliation] প্রক্রিয়াটি কোন আবহবিকারের দৃষ্টান্ত ?

উত্তর:- শল্কমোচন প্রক্রিয়াটি যান্ত্রিক আবহবিকারের দৃষ্টান্ত ।

প্রশ্ন:- শল্কমোচন [Exfoliation] প্রক্রিয়াটি মূলত কোথায় ঘটে ?

উত্তর:- শল্কমোচন প্রক্রিয়াটি মূলত গ্রানাইট শিলায় ঘটে ।

প্রশ্ন:- খনিজ থেকে অক্সিজেন বিযুক্ত হলে যে রাসায়নিক আবহবিকার সম্পন্ন হয় তাকে কী বলে ?

উত্তর:- খনিজ থেকে অক্সিজেন বিযুক্ত হলে যে রাসায়নিক আবহবিকার সম্পন্ন হয় তাকে হাইড্রোলাইসিস বলে ।

প্রশ্ন:- লৌহযুক্ত শিলায় জল সংযোগে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়াকে কী বলে ?

উত্তর:- লৌহযুক্ত শিলায় জল সংযোগে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়াকে জারণ (Oxidation) বলে ।

প্রশ্ন:- উষ্ণ মরু অঞ্চলে বেশি মাত্রায় কোন আবহবিকার দেখা যায় ?

উত্তর:- উষ্ণ মরু অঞ্চলে বেশি মাত্রায় যান্ত্রিক আবহবিকার (Mechanical Weathering) দেখা যায় ।

প্রশ্ন:- সর্বাধিক রাসায়নিক আবহবিকার কোন অঞ্চলে ঘটে থাকে ?

উত্তর:- সর্বাধিক রাসায়নিক আবহবিকার ক্রান্তীয় মৌসুমি অঞ্চলে ঘটে থাকে ।

প্রশ্ন:- উষ্ণতার তারতম্যে স্তরবিশিষ্ট শিলা পেঁয়াজের খোসার মতো খুলে গেলে তাকে কী বলে ?

উত্তর:- উষ্ণতার তারতম্যে স্তরবিশিষ্ট শিলা পেঁয়াজের খোসার মতো খুলে গেলে তাকে শল্কমোচন [Exfoliation] বলে ।

প্রশ্ন:-  কোন জলবায়ু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার [Mechanical Weathering] প্রাধান্য পায় ?

উত্তর:-  উষ্ণ মরু অঞ্চলে  যান্ত্রিক আবহবিকার প্রাধান্য পায় ।

প্রশ্ন:- কোন প্রক্রিয়ার ফলে শিলায় মরচে ধরে ?

উত্তর:- জারণ (Oxidation) প্রক্রিয়ার ফলে শিলায় মরচে ধরে ।

প্রশ্ন:- তুষারের দ্বারা সংঘটিত যান্ত্রিক আবহবিকার বেশি দেখা যায় কোন অঞ্চলে ?

উত্তর:- তুষারের দ্বারা সংঘটিত যান্ত্রিক আবহবিকার বেশি দেখা যায় শীতল অঞ্চলে

প্রশ্ন:- কোনও স্থানের মাটি বায়ুপ্রবাহের দ্বারা পরিবাহিত হয়ে দুরবর্তী স্থানে সঞ্চিত হলে তাকে কী মাটি বলে ?

উত্তর:- কোনও স্থানের মাটি বায়ুপ্রবাহের দ্বারা পরিবাহিত হয়ে দুরবর্তী স্থানে সঞ্চিত হলে তাকে লোয়েস মাটি বলে ।

প্রশ্ন:- যে মাটিতে কাদার ভাগ বেশি থাকে তাকে কী মাটি বলে ?

উত্তর:- যে মাটিতে কাদার ভাগ বেশি থাকে তাকে এঁটেল মাটি বলে ।

প্রশ্ন:- তাপমাত্রা পরিবর্তনের জন্য সংঘটিত যান্ত্রিক আবহবিকারের ফলে কী হয় ?

উত্তর:- তাপমাত্রা পরিবর্তনের জন্য সংঘটিত যান্ত্রিক আবহবিকারের ফলে ক্ষুদ্রকণা বিশরণ [Granular Disintegration] হয় ।

প্রশ্ন:- আর্দ্র চুনাপাথরযুক্ত অঞ্চলে কোন আবহবিকার বেশি মাত্রায় দেখা যায় ?

উত্তর:- আর্দ্র চুনাপাথরযুক্ত অঞ্চলে রাসায়নিক আবহবিকার (Chemical Weathering) বেশি মাত্রায় দেখা যায় ।

প্রশ্ন:- ভূপৃষ্ঠস্থ চুর্নবিচূর্ণ শিলাসমূহ যে প্রক্রিয়ার মাধ্যমে অপসারিত হয় তাকে কী বলে ?

উত্তর:- ভূপৃষ্ঠস্থ চুর্নবিচূর্ণ শিলাসমূহ যে প্রক্রিয়ার মাধ্যমে অপসারিত হয় তাকে ক্ষয়ীভবন বলে ।

প্রশ্ন:- জলপ্রবাহ দ্বারা পরিবাহিত মাটিকে কী মাটি বলে ?

উত্তর:- জলপ্রবাহ দ্বারা পরিবাহিত মাটিকে পলিমাটি বলে ।

প্রশ্ন:- হিমসিঁড়ির মধ্যে যে হ্রদ সৃষ্টি হয় তাকে কী বলে ?

উত্তর:- হিমসিঁড়ির মধ্যে প্যাটানস্টার হ্রদ সৃষ্টি হয় ।

প্রশ্ন:- হিমবাহের সঞ্চয়কাজের ফলে কী সৃষ্টি হয় ?

উত্তর:- হিমবাহের সঞ্চয়কাজের ফলে গ্রাবরেখা (Moraine) সৃষ্টি হয় ।

প্রশ্ন:- মরুভূমি অঞ্চলে সৃষ্ট হ্রদকে কী বলে ?

উত্তর:- মরুভূমি অঞ্চলে সৃষ্ট হ্রদকে প্লায়া (Playa) বলে ।

প্রশ্ন:- চলমান বালিয়াড়িকে কী বলে ?

উত্তর:- চলমান বালিয়াড়িকে বার্খান (Barkhan) বলে ।

প্রশ্ন:- আবহবিকারের ফলে শিলাসমূহ চুর্ণবিচুর্ণ হয়ে একধরনের ভূ-আস্তরণের সৃষ্টি হয় তাকে কী বলে ?

উত্তর:- আবহবিকারের ফলে শিলাসমূহ চুর্ণবিচুর্ণ হয়ে একধরনের ভূ-আস্তরণের সৃষ্টি হয় তাকে রেগোলিথ বলে ।

প্রশ্ন:- উচ্চ অক্ষাংশে তুষারক্রিয়ার ফলে সৃষ্ট কোণবিশিষ্ট শিলাখন্ডের সঞ্চয়কে কী বলে ?

উত্তর:- উচ্চ অক্ষাংশে তুষারক্রিয়ার ফলে সৃষ্ট কোণবিশিষ্ট শিলাখন্ডের সঞ্চয়কে শিলাসমুদ্র বলে ।

প্রশ্ন:- যে প্রক্রিয়ার ফলে মূল শিলার ভেতরের স্তর উন্মুক্ত হয়ে পড়ে তাকে কী বলে ?

উত্তর:- যে প্রক্রিয়ার ফলে মূল শিলার ভেতরের স্তর উন্মুক্ত হয়ে পড়ে তাকে নগ্নিভবন বলে ।

প্রশ্ন:- মৃত্তিকা সৃষ্টি কীভাবে হয় ?

উত্তর:- আবহবিকারের মাধ্যমে মৃত্তিকা সৃষ্টি হয় ।

প্রশ্ন:- মৃত্তিকা সৃষ্টির প্রধান উপকরণ কী  ?

উত্তর:- মৃত্তিকা সৃষ্টির প্রধান উপকরণ হল ক্ষয়িত শিলা

প্রশ্ন- চুনাপাথর কোন রাসায়নিক প্রক্রিয়ায় বিয়োজিত হয় ?

উত্তর:- চুনাপাথর অঙ্গারযোজন বা কার্বনিকরণ [Carbonation] প্রক্রিয়ায় বিয়োজিত হয় ।

প্রশ্ন- লৌহ আকরিক কোন রাসায়নিক প্রক্রিয়ায় বিয়োজিত হয় ?

উত্তর:- লৌহ আকরিক জারণ [Oxidation] ও আর্দ্রকরণ [Hydration] প্রক্রিয়ায় বিয়োজিত হয় ।

প্রশ্ন:- শল্কমোচন কোন শিলাস্তরে বেশি কার্যকর হয় ?

উত্তর:- শল্কোমোচন বা গোলকাকৃতি বিচূর্ণীভবন (Exfoliation) গ্রানাইট বা ব্যাসল্ট শিলাস্তরে বেশি কার্যকরী হয় ।

প্রশ্ন:-  আবহবিকারের অপর নাম ‘বিচূর্ণীভবন’ কেন ?

উত্তর:- আবহবিকারের ফলে আবহাওয়ার বিভিন্ন উপাদান, যথা— উষ্ণতা, আদ্রতা, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, তুষারপাত প্রভৃতির সংস্পর্শে এসে ভূপৃষ্ঠের উপরিভাগে অবস্থিত শিলাখন্ডগুলি ধীরে ধীরে ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে মূল শিলাস্তর থেকে বিচ্ছিন্ন হয়ে মূল শিলাস্তরের উপরেই পড়ে থাকে । তাই আবহবিকারকে বিচূর্ণীভবনও বলা হয় ।

*****

Related Items

কাবেরী নদী (The Kaveri)

কাবেরী নদী (The Kaveri) : কর্ণাটক রাজ্যের তালাকাভেরি উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে কাবেরী নদী কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্য দিয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে । কাবেরী নদীর দৈর্ঘ্য ৭৬৫ কিমি.

কৃষ্ণা নদী (The Krishna)

কৃষ্ণা নদী (The Krishna) : পশ্চিমঘাট পর্বতমালার মহাবালেশ্বরের শৃঙ্গের কিছুটা উত্তরে প্রায় ১৪০০ মিটার উচ্চতা থেকে উৎপন্ন হওয়ার পর কৃষ্ণা নদী দক্ষিণ-পূর্বে তেলেঙ্গানা ও অন্ধপ্রদেশ রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বিশাল বদ্বীপ সৃষ্টি করে

গোদাবরী নদী (The Godavari)

গোদাবরী নদী (The Godavari) : গোদাবরী নদী 'দক্ষিণ ভারতের গঙ্গা' নামে পরিচিত । মহারাষ্ট্রের ব্রম্ভগিরি পাহাড়ের ত্র্যম্বক শৃঙ্গ থেকে উৎপন্ন হয়ে এবং পরে পূর্ব দিকে প্রবাহিত হয়ে গোদাবরী নদী মহারাষ্ট্র, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ

মহানদী (The Mahanadi)

মহানদী (The Mahanadi) : ছত্তিসগড় রাজ্যের রায়পুর জেলার দক্ষিণাংশের সিয়াওয়া মালভূমি থেকে উৎপন্ন হয়ে পূর্বদিকে প্রবাহিত হয়ে মধ্যপ্রদেশ ও ওড়িশা রাজ্য অতিক্রম করার পর বদ্বীপ সৃষ্টি করে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে । মহানদী

তাপী নদী (The Tapti)

তাপী বা তাপ্তি নদী (The Tapti) : মধ্যপ্রদেশের মহাদেব পর্বতের মুলতাই উচ্চভূমির প্রায় ৭৭০ মিটার উচ্চতা থেকে উৎপন্ন হয়ে তাপী নদী মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটের ওপর দিয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে সাতপুরা ও অজন্তার মধ্যবর্তী সংকীর্ণ উপত