MADHYAMIK EXAMINATION-2008 History (New Syllabus)
১। প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে ঐতিহাসিক স্থানগুলির প্রত্যেকটির ভৌগোলিক অবস্থান বিন্দু চিহ্নের (.) দ্বারা নির্দেশিত । নিম্নলিখিত ঐতিহাসিক স্থানগুলির অবস্থান ঐ চিহ্নের সঙ্গে মিলিয়ে লেখো । (যে কোনো দশটি): ১০ x ১ = ১০
(ক) তক্ষশীলা, (খ) গৌড়, (গ) পনিপথ, (ঘ) লাহোর, (ঙ) দিল্লী, (চ) নালন্দা, (ছ) কাঞ্চি, (জ) গোয়া, (ঝ) আগ্রা, (ঞ) ডাণ্ডি, (ট) হায়দ্রাবাদ, (ঠ) বারাণসী, (ড) শ্রীরঙ্গপ্তত্তনম, (ঢ) অজান্তা,
অথবা, একটী বা দুটি শব্দে উত্তর দাওঃ
‘ক’ বিভাগঃ
(যে কোনো সাতটি প্রশের উত্তর দাও): ৭ x ১ = ৭
(ক) অর্থশাস্ত্র কে রচনা করেন ?
(খ) বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন?
(গ) পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
(ঘ) আরবরা ক্ত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেন?
(ঙ) শিখ ধর্মের প্রবর্তক কে?
(চ) মুঘোল যুগে ভারতের পশ্চিম উপকূলের একটি বন্দরের নাম লেখো ।
(ছ) ১৮৫৭-র মহাবির্দোহের একজন নেতার নাম উল্লেখ করো।
(জ) বেসিনের সন্ধি (১৮০২ খ্রিস্টাব্দ) কাদের মধ্যে সাক্ষরিত হয়?
(ঝ) ‘ফরাজি’ আন্দলোনের প্রবরত্বক কে?
‘খ’ বিভাগঃ
(যে কোনো তিনটি প্রশের উত্তর দাও): ৩ x ১ = ৩
(ঞ) কোন সমাজ সংস্কারকের আন্দোলনের ফলে সতীদাহ প্রথা রোদ হয়?
(ট) মুসলিম লিগ কোন সালে প্রতিষ্ঠিত হয়?
(ঠ) ভারতীয় সংসদের উচ্চকক্ষে কে সভাপতিত্ব করেন ?
(ড) সাধীন ভারতের প্রথম সাধারন নিরবাচন কোন সালে অনুষ্ঠিত হয়?
সম্পূর্ণ প্রশ্নপত্রটি Download করতে হলে ক্লিক করুন:
Attchments