HIGHER SECONDARY EXAM, 2008
HISTORY (Bengali Version)
Time:- 3Hours 15 Minutes - Full Marks:100
১. প্রশ্নগুলির উত্তর দাওঃ- ১x১০=১০
ক) পুণ্য চুক্তি স্বাক্ষরিত হয়..............সালে ।
খ) কোন দিনটি রশিদ আলি দিবস হিসাবে পালিত হয়েছিল ?
গ) সি.আর.ফর্মূলা কার নামে করা হয়েছে ?
অথবা, ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন ?
ঘ) তেভাগা আন্দোলনের সূচনা কোথায় হয়েছিল ?
অথবা, সঠিক উত্তর দাওঃপুন্নাপ্রা-ভায়লার অভ্যুত্থান হয়েছিল
(a) ১৯৪২ সালে (b) ১৯৪৬ সালে (c) ১৯৪৭ সালে (d) ১৯৫০ সালে ।
ঙ) ভারতের বিদেশনীতির প্রধান রূপকার কে ?
চ) ‘ঠাণ্ডা যুদ্ধ’ কথাটি প্রথম কে ব্যবহার করেন ?
ছ) ‘ফুলটন বক্তৃতা ‘ কে দিয়েছিলেন ?
অথবা, ‘ন্যাটো’(NATO) কবে গঠিত হয় ?
জ) ‘বার্লিন অবরোধ’ কবে শুরু হয় ?
ঝ) সোভিয়েত ইউনিয়নের পতন কোন সালে হয় ?
অথবা, ঠিক না ভুল লেখঃ লেচ্ ওয়ালেসা ছিলেন হাঙ্গেরির নেতা ।
ঞ) রাষ্ট্রসংঘের বর্তমান মহাসচিবের নাম কি ?
২. প্রশ্নগুলির উত্তর দাওঃ- ২x১০=২০
ক) খিলাফৎ আন্দোলনের দুজন প্রধান নেতার নাম লেখ ।
অথবা, চৌরিচৌরার ঘটনা বলতে কি বোঝ ?
খ) ‘খুদা-ই-খিদৎগার’ কথার অর্থ কি ? এই দলটি কে তৈরি করেছিলেন ?
অথবা, সাইমন কমিশন কবে এবং কেন গঠিত হয়েছিল ?
গ) তেলেঙ্গানায় ১৯৪৫-৪৬ সালে কৃষকেরা কেন প্রতিবাদ জানিয়েছিল ?
অথবা, ‘দ্য গ্রেট ক্যালকাটা লিলিং’ (কলকাতা দাঙ্গা) বলতে কি বোঝ ?
ঘ) ‘মিশ্র অর্থনীতি’কি ?
ঙ) জোট নিরপেক্ষ আন্দোলনের চারজন প্রধান নেতার নাম লেখ ।
চ) ‘মার্শাল পরিকল্পনা’ কি ?
অথবা, ‘কমিনফর্ম কাকে বলে ?
ছ) ব্রেজনেভ নীতি বলতে কি বোঝ ?
সম্পূর্ণ প্রশ্নপত্রটি Download করতে হলে ক্লিক করুন: