বল ও চাপ
ছোটো প্রশ্ন ও উত্তর
1. কোন পদ্ধতিতে বল মাপার একক নিউটন ?
উত্তরঃ SI পদ্ধতিতে বল মাপার একক নিউটন ৷
2. ভার মাপার যন্ত্রের নাম কি ?
উত্তরঃ ভার মাপার যন্ত্রের নাম স্প্রিং তুলা ৷
3. বল পরিমাপ করার যন্ত্রের নাম কি ?
উত্তরঃ বল পরিমাপ করার যন্ত্রের নাম হল স্প্রিং তুলা ৷
4. ক্রিয়া ও প্রতিক্রিয়া কি একই বস্তুর উপর প্রযুক্ত হয় ?
উত্তরঃ ক্রিয়া ও প্রতিক্রিয়া কখনোই একই বস্তুর উপর প্রযুক্ত হয় না ৷ দুটি ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হয় ৷
5. নিউটনের কোন গতি সূত্র থেকে বলের পরিমাপ করা যায় ?
উত্তরঃ নিউটনের দ্বিতীয় গতি সূত্র থেকে বলের পরিমাপ করা যায় ৷
- 6230 views