ছোটো প্রশ্ন ও উত্তর : বল ও চাপ

Submitted by arpita pramanik on Wed, 12/02/2020 - 14:33

বল ও চাপ

ছোটো প্রশ্ন ও উত্তর

 

1. কোন পদ্ধতিতে বল মাপার একক নিউটন ?

উত্তরঃ SI পদ্ধতিতে বল মাপার একক নিউটন ৷

 

2. ভার মাপার যন্ত্রের নাম কি ?

উত্তরঃ ভার মাপার যন্ত্রের নাম স্প্রিং তুলা ৷

 

3. বল পরিমাপ করার যন্ত্রের নাম কি ?

উত্তরঃ বল পরিমাপ করার যন্ত্রের নাম হল স্প্রিং তুলা ৷

 

4. ক্রিয়া ও প্রতিক্রিয়া কি একই বস্তুর উপর প্রযুক্ত হয় ?

উত্তরঃ ক্রিয়া ও প্রতিক্রিয়া কখনোই একই বস্তুর উপর প্রযুক্ত হয় না ৷ দুটি ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হয় ৷

 

5. নিউটনের কোন গতি সূত্র থেকে বলের পরিমাপ করা যায় ?

উত্তরঃ নিউটনের দ্বিতীয় গতি সূত্র থেকে বলের পরিমাপ করা যায় ৷

 

Related Items

জীব বৈচিত্র পরিবেশের সংকট ও বিভিন্ন প্রাণীর সংরক্ষণ

জীব বৈচিত্র পরিবেশের সংকট ও বিভিন্ন প্রাণীর সংরক্ষণ

বৃক্ষ জাতীয় গাছ 50 বছরের জীবদ্দশায় কত কেজি অক্সিজেন বাতাসে ছাড়ে একদম উপরের স্তর কে কি বলা হয় বোনের কোন স্তরে নতুন গাছে দেখা যায় কেঁচো আরশোলা কাঁকড়া বিছে প্রভৃতি বোনের কোন স্তরে বাস করে পৃথিবীর স্থলভাগের বনভূমি কত শতাংশ প্রাকৃতিক

পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম

পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম

অন্তঃক্ষরা গ্রন্থি ও বয়ঃসন্ধি

অন্তঃক্ষরা গ্রন্থি ও বয়ঃসন্ধি

 

পরমাণু ও অনুর ধারণা

পরমাণু ও অনুর ধারণা

আলো

আলো